বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

দ্রুত অপসারণের জন্য বিচারধারা

সম্পাদনা

উইকিপিডিয়ায় স্বাগতম! সম্প্রতি আপনি উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভায় নিবন্ধ অপসারণের জন্য মন্তব্য রাখছেন। প্রশাসকদের আলোচনাসভা সাধারণত বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের বিভিন্ন অনুরোধের বিষয় সম্পর্কে আলোচনার স্থান যা সবার জন্য উন্মুক্ত। যে কোন পাতার অপসারণ বিষয়ক বক্তব্য অপসারণ প্রস্তাবনার পাতা তৈরির মাধ্যমে জানানো উচিত। যাই হোক, সম্প্রতি উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী তথ্যসূত্র সম্বলিত এই নিবন্ধে দ্রুত অপসারণের ট্যাগ লাগিয়েছেন যা নীতিমালা বহির্ভূত। এক্ষেত্রে নিবন্ধ অপসারণের প্রস্তাবনা শুরু করাই যুক্তিযুক্ত ছিল। তাই ট্যাগটি মুছে ফেলা হয়েছে। --মহীন রীয়াদ (আলাপ) ১২:৩১, ৪ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার

সম্পাদনা
 

সুধী. সম্প্রতি একজন সম্পাদক কর্তৃক একটি সকপাপেট্রি তদন্ত শুরু হয়েছে। সকপাপেট্রি হল একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট থেকে নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার যা সম্প্রদায়ের নীতি লংঘন করে। এ বিষয়ে তদন্ত চলছে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/শামসুল আরেফীন পাতায়, যেখানে একজন সম্পাদক তার যুক্তি উপস্থাপনের মাধ্যমে তদন্ত শুরু করেছেন। দয়া করে এ বিষয়ে আপনার ব্যাখ্যা প্রদর্শনের মাধ্যমে এতে আপনার সম্পৃক্ততা বা অসম্পৃক্ততা নিশ্টিত করুন, যাতে করে তা তদন্তের ফলাফল সিদ্ধান্ত নেয়ার জন্য উইকিপিডিয়ার প্রশাসক কর্তৃক বিবেচিত হতে পারে। আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন (উইকিপিডিয়া নীতি বিরোধী), দয়া করে তদন্ত পাতায় যান এবং এখনই তা যাচাই করতে সহায়তা করুন। সাধারণত আগামীতে এমনটি না করার প্রতিশ্রুতি দেয়া হলে অথবা অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকলে এ বিষয়ে সহনশীলতা দেখানো হয়। কিন্তু একাধিক অ্যাকাউন্ট অপব্যবহার উইকিপিডিয়া সম্প্রদায়ে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:২২, ৭ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এক হালি উপদেশ

সম্পাদনা

প্রিয় সৈকত ভাই, আপনার সাম্প্রতিক কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে লিখসি। আপনি হয়তো জানেন যে, উইকিপিডিয়া একটি কমিউনিটি বা সম্মিলিত প্রয়াস। এখানে সবাইকে মিলে মিশে কাজ করতে হয়। অন্যান্য উইকি থেকে বাংলার অবস্থান অনেক ছোট, হাতে গোণা কয়েক জন তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোনো কিছু আপনার পছন্দ নাও হতে পারে, সেটা শালীন/মার্জিত ভাষায় উইকি নীতিমালা ও কমিউনিটির প্রচলিত সংস্কৃতি অনুসারে প্রকাশ করতে হবে। তাই নয় কি? আর ভাইয়া, উইকি কারো নিজের নয়, এটা সবার। আপনার মতামত অবশ্যই জানাবেন, কিন্তু সরাসরি আক্রমণের মাধ্যমে নয়। এখানে যে কোনো সিদ্ধান্ত, কর্মকান্ড সবার মতামতের ভিত্তিতে হয়, যা কিন্তু আবার ভোটাভুটি নয়। আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। কোনো সমস্যায় আমার আলাপ পাতায় স্বাগতম। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:০৬, ৭ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন