এস. এম. জহিরুল ইসলাম সুজন
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় এস.এম. মাটির সুজন! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৩:৪৭, ২১ নভেম্বর ২০১৮ (ইউটিসি) |
খেলাঘর
সম্পাদনাপরীক্ষা-নিরীক্ষার জন্য আপনার খেলাঘর ব্যবহার করুন। ~মহীন (আলাপ) ১৬:২৭, ২৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
শুভ নববর্ষ
সম্পাদনাশুভ নববর্ষ | |
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আপনার আগামীর দিনগুলো শুভ নববর্ষ। মারুফ হোসেন (আলাপ) ১৯:১২, ৩১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) |
অন্যের ব্যবহারকারী পাতা সম্পাদনা করা বন্ধ করুন
সম্পাদনাআমি দেখতে পাচ্ছি আপনি অন্যের ব্যবহারকারী পাতা সম্পাদনা করছেন। অনুগ্রহ করে অন্যের ব্যবহারকারী পাতা সম্পাদনা করবেন না। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ১১ মে ২০১৯ (ইউটিসি)
মে ২০১৯
সম্পাদনাউইকিপিডিয়ায় স্বাগতম, আমি Ahmad Kanik। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি ব্যবহারকারী:Mr.Mahasin_Gazi-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! — Ahmad ১০:৫১, ১৬ মে ২০১৯ (ইউটিসি)