আমি, প্রত্যয় রায় একজন ভারতীয় বাঙালী ছাত্র। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীরামপুর কলেজে পঠনরত।

উইকিপিডিয়ায় প্রত্যয় রায়ের লেখা নতুন পেজসমূহ( লিখিত পূর্ণাঙ্গ প্রবন্ধ) এবং পূর্বস্থিত পেজে করা সংযোজনগুলি সংক্ষেপে নিম্নে উল্লিখিত হল।

সম্পূর্ণ নতুন পূর্ণাঙ্গ প্রবন্ধ সমূহ

সম্পাদনা
 কবিচন্দ্র রামকৃষ্ণ রায় (প্রবন্ধ রচনা ~ 25 জুলাই, 2024 )

রামকৃষ্ণ রায় মধ্যযুগের বিশিষ্ট কবি ও প্রথম শিবায়ন রচয়িতা(১৬২৫খ্রি.)। রসপুর রায় বংশের তৃতীয় পুরুষ( যশশ্চন্দ্র রায়কে বংশতালিকার প্রথম বা আদিপুরুষ ধরে, কারণ যেহেতু তাঁর পূর্ববর্তী কোনো সদস্যের নাম জানা যায় নি)। কবিকে নিয়ে উইকিপিডিয়ায় একটি নতুন পেজ তৈরি করে প্রবন্ধটি প্রকাশ করা হয়েছে কবিচন্দ্র রামকৃষ্ণ রায় নামে 25 জুলাই, 2024 তারিখে। এই প্রবন্ধে/পেজে বাংলা সাহিত্যে রামকৃষ্ণ রায়ের অবদান, তাঁর বংশপরিচয় , জীবনী প্রভৃতি নিয়ে সাধ্যমতো সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি।

উইকিপিডিয়ার পূর্বস্থিত পেজে করা উল্লেখযোগ্য সংযোজন সমূহ

সম্পাদনা

কবিচন্দ্র রামকৃষ্ণ রায় সম্পর্কিত তথ্য সংযোজন।

বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত রামকৃষ্ণ রায় রচিত শিবায়ন কাব্যের যুগ্ম সম্পাদক ছিলেন দীনেশচন্দ্র ভট্টাচার্য ও আশুতোষ ভট্টাচার্য। এই বইতে কবিকে নিয়ে গুরুত্ত্বপূর্ণ গবেষণামূলক ভূমিকা লেখেন তাঁরা যা আজকের যুগে দাঁড়িয়ে কবিকে চিনতে সাহায্য করে। এ সম্পর্কিত তথ্য সংযোজন ও সংশোধন করা হয়েছে।