ব্যবহারকারী:DeloarAkram/খেলাঘর ৫০
ধরন | কওমি মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ২০০৫ |
প্রতিষ্ঠাতা | হাফেজ রিয়াজুল ইসলাম |
মূল প্রতিষ্ঠান | দারুল উলুম দেওবন্দ |
অধিভুক্তি | |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
সদরে মুহতামিম | মাওলানা রিয়াজুল ইসলাম |
মহাপরিচালক | মামুনুল হক |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১১ জন |
শিক্ষার্থী | ৩৫০+ (২০২২) |
অবস্থান | বড় বাড়ীর দরজা, রেজুমিয়া, ছাগলনাইয়া পৌরসভা, ফেনী জেলা |
শিক্ষাঙ্গন | শহুরে |
ওয়েবসাইট | https://www.jameadarussalam.com/ |
জামেয়া দারুস সালাম মাদ্রাসা চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ছাগলনাইয়া ইউনিয়নের রেজুমিয়া নদীর তীরে অবস্থিত একটি উল্লেখযোগ্য কওমি মাদ্রাসা। ২০০৫ সালে এই মাদ্রাসাটি অত্র এলাকার কিছু ইসলামি ব্যক্তিবর্গ কর্তৃক প্রতিষ্ঠা করা হয়। অল্প কয়েকজন ছাত্র নিয়ে একটি জীর্ণ ঘরে মাদ্রাসাটির যাত্রা শুরু করা হয়। পরবর্তীতে শাহ আহমদ শফীর শিষ্য রিয়াজুল ইসলামের উদ্যোগে এক একর জায়গাজুড়ে বিস্তৃত এই মাদ্রাসাটি পুনঃস্থাপিত করা হয়।[১]
মাদ্রাসাটি নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৩ সালে মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা ৩৫০ জন। নিয়মিত ছাত্রদের পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিতদের জন্য এখানে ‘কুল্লিয়াতে শারইয়্যাই’ এবং স্থানীয় সাধারণ মানুষের ধর্মীয় শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানটিতে ৯ জন শিক্ষক এবং ২ জন খাদিম ও কর্মচারী রয়েছে।
সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য 'ইসলাহী ফাউন্ডেশন' নামে একটি সংগঠন মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছে। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মাদ্রাসাটি এলাকায় সুনাম অর্জন করেছেন। মাদ্রাসার ১ হাজার স্বেচ্ছাসেবী উন্নয়ন সদস্য রয়েছে, যারা মাদ্রাসার উন্নতি-অগ্রগতির জন্য নিয়মিত দান-অনুদান করেন। মাদ্রাসাটি থেকে প্রতি রমজানে অন্তত ১৫ মসজিদে ৩০ হাফেজকে বিনামূল্যে খতমে তারাবিহ পড়ানোর জন্য প্রেরণ করা হয়। এই মাদ্রাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন, বার্ষিক সভা, ইসলাহি মাহফিল সহ প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পরিচিতি - জামেয়া দারুস সালাম মাদ্রাসা"। জামেয়া দারুস সালাম মাদ্রাসা। ২০২৩-০৭-২০। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |