মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বাংলাদেশের মিঠাছড়ায় অবস্থিত ফাজিল মাদ্রাসা

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার মীরসরাই ইউনিয়নের মিঠাছড়া গ্রামে এ মাদ্রাসাটি অবস্থিত।[] এই মাদ্রাসায় ফাজিল (ডিগ্রী) পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্তি একটি ফাজিল মাদ্রাসা[]

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
ধরনফাজিল মাদ্রাসা
স্থাপিত১৮৮১; ১৪৩ বছর আগে (1881)
প্রতিষ্ঠাতামাওলানা সাজেদুল্লাহ (রহঃ)[]
সভাপতিতানভীর আল-নাসীফ[]
উপাধ্যক্ষমোঃ নিজামুল হক ছাদেকী[]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
আনু. ১৮ জন
অবস্থান,
শিক্ষাঙ্গনমীরসরাই, মীরসরাই, চট্টগ্রাম
ইআইআইএন১০৪৬৩৫
মাদ্রাসা কোড১৭৫৫৮
ওয়েবসাইটmithacharaifm.com

ইতিহাস

সম্পাদনা

মাওলানা সাজেদুল্লাহ (রহঃ) কর্তৃক ১৮৮১ সালে উত্তর চট্টলায় প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই মাদ্রাসাটি অত্র এলাকায় ইসলামি শিক্ষায় বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে।[]

মাওলানা সাজেদুল্লাহ (রহঃ) ১৮৮১ সালে প্রথমে নিজ বাড়ির কাছারীতে পাঠ দান করার মাধ্যমে মাদ্রাসাটির পাঠদান আরম্ভ করেন। পর্যায়ক্রমে প্রায় ১.৮৬ শতক জমির উপর মাদ্রাসাটি সম্প্রসারণ করা হয়। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠায় মাওলানা অলি আহমদ শাহ, মাওলানা আবদুল গণী ও মাওলানা নজির আহমদ প্রভৃতি ব্যক্তিবর্গ অবদান রেখেছেন।[]

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

এই মাদ্রাসাটি ডিগ্রী সমমান একটি মাদ্রাসা। মাদ্রাসায় দাখিল ও আলিম শ্রেণীতে সাধারণ বিভাগে পাঠদান করা হয়। ফাজিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস ও আরবি ভাষা বিভাগে পাঠদান করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আমাদের বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "সভাপতি, তানভীর আল-নাসীফ"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "শিক্ষক ও শিক্ষিকা"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪ 
  4. http://edu.review.net.bd/MITHACHARA-ISLAMIA-FAZIL-MADRASAH[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা