রবির আলো
১৬ জানুয়ারি ২০১১ তারিখে যোগ দিয়েছেন
আমি অর্কজ্যোতি সিংহ। ‘অর্কজ্যোতি’ মানে ‘রবির আলো’। তাই আমার ব্যবহারকারী নাম ‘রবির আলো’। আমি বাংলা সাহিত্যের ছাত্র। কলেজ-পড়ুয়া। রাজনীতি-টাজনীতি করে থাকি। তাই ব্যক্তিগত তথ্য বিশেষ দিলাম না। উইকিপিডিয়ায় আমার আগ্রহের বিষয় অবশ্য রাজনীতি নয়, বরং সাহিত্য, ভাষাতত্ত্ব এই সব। মানে যা কিছু আমার পাঠ্য বিষয়। আর কী?
আমি যা লিখছি, তা দেখে নিন এবার।
সম্পাদনাদু-চার কথা বলি
সম্পাদনাউইকিপিডিয়ায় লেখালিখি করা খুব মজাদার। এখানে নিজে নিজে লেখা অন্তর্ভুক্ত করা যায়। ইংরেজি উইকিপিডিয়া থেকে লেখার ধারণা পাওয়ার পর আমি বাংলা উইকিপিডিয়ায় লেখা শুরু করি। ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করি। তবে পড়াশোনার চাপে নিয়মিত লিখতে পারি না।