আমার ব্যবহারকারী পাতায়।
পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে আমার সম্পৃক্ততা অনেক আগে থেকেই।২০১৪ সালে আমি উইকিপিডিয়ার নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে যোগ দিই ।আমাকে কিছু জানানোর প্রয়োজন হলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।
বাংলা উইকিপিডিয়ায় বর্তমান নিবন্ধের সংখ্যা : ১,৬১,৯০০।
বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে মোট ব্যবহারকারীর সংখ্যা : ৪,৮১,৫৪৭
বাংলা উইকির একজন নিয়মিত সদস্য হিসেবে প্রতিদিন হাজির হচ্ছি বাংলা উইকিপিডিয়ার আঙিনায়। বাংলা উইকিপিডিয়ায় আমার প্রশাসক অধিকার আছে। উইকিপিডিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে হলেও উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করি ২০১৪ সাল থেকে উইকিপিডিয়ার মান উন্নয়নে কাজ করছি । বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স ও অন্যান্য বাংলা প্রকল্পসমূহেও কাজ করতে ভালোবাসি। এছাড়াও উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পেও অবদান রাখার চেষ্টা করি। খুলনা তথা দক্ষিন-অঞ্চলের মানুষদের উইকিপিডিয়ার প্রতি সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষেই উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে অংশ নেয়ার চেষ্টা করি । বর্তমানে আমি উইকিপিডিয়া বাংলাদেশের একজন সদস্য হিসেবে ও একজন ব্যাবহারকারী সম্পাদক হিসেবে কাজ করছি। ব্যক্তি,স্থান, ভ্রমণ সম্পর্কিত কাজ গুলোর প্রতি প্যাশান রয়েছে। সিসপ অধিকার থাকার কারণে রক্ষণাবেক্ষণ, ধ্বংসপ্রবণতা রোধ ইত্যাদি কাজ গুলো নিয়মিত করার পাশাপাশি বাংলা উইকির বিক্ষিপ্ত বিষয়শ্রেণী গুলোকে সুসংবদ্ধকরণের এক নিষ্ফল প্রয়াস চালিয়ে যাচ্ছি। নিস্ফল বলছি এই কারণে দেখা যায় যে কোন একটা বিষয়শ্রেণী দিনের পর দিন লেগে থেকে ক্যাটাগোরাইজড করেছি কিন্তু কিছুদিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যাচ্ছে। খুলনাউইকিপিডিয়া সম্প্রদায়ের সমন্বয়ক হিসেবেও কাজ করছি।
লক্ষ্য: বাংলা উইকিকে সমৃদ্ধশালীকরণ, উদ্দেশ্য: জ্ঞানের পথে চলা (বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র)।
মুক্ত জ্ঞান, মুক্ত প্রাণ! 🌍
আমার সম্পর্কে
। 🌺 জন্ম বিশ্ববিখ্যাত সুন্দরবনের কাছাকাছি খুলনা শহরের পাশে বেড়ে ওঠা । দেশের জন্য একটা কিছু করব এমন একটা ইচ্ছা ছিল কিন্তু দারিদ্রোর কারনে তা হয়ে উঠেনি বর্তমানে পেশা হিসেবে একজন ছাত্র।
♂
আমার কাজ
উইকিতে ব্যক্তি,স্থান, ভ্রমণ সম্পর্কিত কাজ গুলোর প্রতি অনেকটা আগ্রহ রয়েছে। 🙏
সহজ এবং সার্বক্ষণিক যোগাযোগ মাধ্যম 📱ফেসবুকে আমাকে আজকাল একটু বেশীই পাওয়া যায়। আমার ব্যাক্তিগত 🌍ওয়েবপেইজ এখান থেকেও আমার সাথে সরাসরি কথোপকথন করতে পারবেন।
খুলনা বিভাগের প্রায় তথ্য আপডেট করতে এছাড়াও ব্যক্তি,স্থান, ভ্রমণ সম্পর্কিত কিছু কাজ করতে সক্ষম হয়েছি।
আমার সম্পাদনা করা ৪০০ এর বেশি তথ্য দিয়ে বাংলা-উইকিপিডিয়া আপডেট করতে সক্ষম হলাম।
আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান, তালিকা, হলিউড অভিনেত্রী,সঙ্গীত-শিল্পী সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধ তৈরি করে করেছেন। তাই আপনাকে এই পদক দেওয়া হল। বাংলা উইকপিডিয়াকে সমৃদ্ধশালী করার প্রচেষ্টায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ! -- The Jack Sparrow (আলাপ) - ২১:৩৯, ২৬ জুলাই ২০১৮ (ইউটিসি)
লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় রবিউল ইসলাম জীবন,
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)