এখন সময়  ১৮:৫২ ইউটিসি

আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ (১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ)

বাংলা উইকিপিডিয়ান

ব্যবহারকারী:রবিউল ইসলাম জীবন সম্পর্কে তথ্য।

রবিউল
বাংলায়:এম ডি রবিউল ইসলাম

হিন্দী: मडी रबीउल इस्लाम

উর্দু: ایم ڈی رابیول اسلام

আরবী: محمد ربيع الإسلام
জন্ম
রবিউল ইসলাম

(1997-12-07) ডিসেম্বর ৭, ১৯৯৭ (বয়স ২৭)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা
  • Computer Program,
  • Electronics program,
  • বাংলা ভাষা ও সাহিত্য
মাতৃশিক্ষায়তন
পেশা __On going..
উচ্চতা৫ ফু ৫ ইঞ্চি (১.৬৫ মি)
দাম্পত্য সঙ্গীI did not get married,
ওয়েবসাইট www.rabiul444.simdif.com
ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল
ব্যবহারকারীর টুইটার প্রোফাইল

স্বাগতম!

আমার ব্যবহারকারী পাতায়। পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে আমার সম্পৃক্ততা অনেক আগে থেকেই।২০১৪ সালে আমি উইকিপিডিয়ার নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে যোগ দিই ।আমাকে কিছু জানানোর প্রয়োজন হলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

বাংলা উইকিপিডিয়ায় বর্তমান নিবন্ধের সংখ্যা : ১,৬১,৯০০। বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে মোট ব্যবহারকারীর সংখ্যা : ৪,৮১,৫৪৭

উইকিপিডিয়া তে অবদান♥

  • আমার তৈরি উল্লেখযোগ্য নিবন্ধের তালিকা
নিবন্ধ/ অনুবাদ শুরুর তারিখ
খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ ১৮-০২-২০১৮
আমিরপুর ইউনিয়ন ০৪-০৩-২০১৮
জলমা ইউনিয়ন ০৫-০৩-২০১৮
বটিয়াঘাটা ইউনিয়ন ০৫-০৩-২০১৮
গঙ্গারামপুর ইউনিয়ন ০৫-০৩-২০১৮
সুরখালী ইউনিয়ন ০৫-০৩-২০১৮
ভান্ডারকোট ইউনিয়ন ০৫-০৩-২০১৮
বালিয়াডাঙ্গা ইউনিয়ন ০৫-০৩-২০১৮
অগাস্টা ভিক্টোরিয়া অফ শেলসুইগ-হোলস্টাইন ০৭-০৩-২০১৮
স্টিভেন লো ০৮-০৩-২০১৮
আব্দুল লতিফ বিন আব্দুল্লাহ সালেহ মুহাম্মদ আল-কাওয়ারী ০৮-০৩-২০১৮
নেদারল্যান্ডস এর রাজকুমারী লরেন্টেন ০৮-০৩-২০১৮
লুক্সেমবার্গ রাজকুমারী অ্যান্টনিয়া ০৮-০৩-২০১৮
আলী মসজিদ ১০-০৩-২০১৮
এমিলি লাউ ১১-০৩-২০১৮
হাসন রাজা (২০০২ সালের চলচ্চিত্র) ১২-০৩-২০১৮
সাইবার কেন্দ্র ১২-০৩-২০১৮
আফগান জাতীয় সেনা ১৩-০৩-২০১৮
মুহাম্মদ হায়াত খান ১৩-০৩-২০১৮
নুসরত ভরুচা ১৬-০৩-২০১৮
মাধুরী ভট্টাচার্য ১৬-০৩-২০১৮
তন্নিষ্ঠা চ্যাটার্জী ১৬-০৩-২০১৮
হেলাল খাঁন ২২-০৩-২০১৮
আজম খান সরকারী কমার্স কলেজ ১৮-০৪-২০১৮
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ১৮-০৪-২০১৮
ব্যাচেলর ম্যানেজমেন্ট স্টাডিজ ১৬-০৫-২০১৮
টঙ্ক, ভারত ১৬-০৫-২০১৮
কালো গণ্ডার ১৬-০৫-২০১৮
ওয়াসিফ আলি মির্জা ১-০৭-২০১৮
কে. বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০-১০-২০২০



বাংলা উইকির একজন নিয়মিত সদস্য হিসেবে প্রতিদিন হাজির হচ্ছি বাংলা উইকিপিডিয়ার আঙিনায়। বাংলা উইকিপিডিয়ায় আমার প্রশাসক অধিকার আছে। উইকিপিডিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে হলেও উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করি ২০১৪ সাল থেকে উইকিপিডিয়ার মান উন্নয়নে কাজ করছি । বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স ও অন্যান্য বাংলা প্রকল্পসমূহেও কাজ করতে ভালোবাসি। এছাড়াও উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পেও অবদান রাখার চেষ্টা করি। খুলনা তথা দক্ষিন-অঞ্চলের মানুষদের উইকিপিডিয়ার প্রতি সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষেই উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে অংশ নেয়ার চেষ্টা করি । বর্তমানে আমি উইকিপিডিয়া বাংলাদেশের একজন সদস্য হিসেবে ও একজন ব্যাবহারকারী সম্পাদক হিসেবে কাজ করছি। ব্যক্তি,স্থান, ভ্রমণ সম্পর্কিত কাজ গুলোর প্রতি প্যাশান রয়েছে। সিসপ অধিকার থাকার কারণে রক্ষণাবেক্ষণ, ধ্বংসপ্রবণতা রোধ ইত্যাদি কাজ গুলো নিয়মিত করার পাশাপাশি বাংলা উইকির বিক্ষিপ্ত বিষয়শ্রেণী গুলোকে সুসংবদ্ধকরণের এক নিষ্ফল প্রয়াস চালিয়ে যাচ্ছি। নিস্ফল বলছি এই কারণে দেখা যায় যে কোন একটা বিষয়শ্রেণী দিনের পর দিন লেগে থেকে ক্যাটাগোরাইজড করেছি কিন্তু কিছুদিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যাচ্ছে। খুলনা উইকিপিডিয়া সম্প্রদায়ের সমন্বয়ক হিসেবেও কাজ করছি।

📚 উইকিপিডিয়া সম্মন্ধে



রবিউলইসলাম জীবন , লক্ষ্য: বাংলা উইকিকে সমৃদ্ধশালীকরণ
রবিউলইসলাম জীবন , লক্ষ্য: বাংলা উইকিকে সমৃদ্ধশালীকরণ

রবিউলইসলাম জীবন

লক্ষ্য: বাংলা উইকিকে সমৃদ্ধশালীকরণ,
উদ্দেশ্য: জ্ঞানের পথে চলা (বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র)।
মুক্ত জ্ঞান, মুক্ত প্রাণ! 🌍
রবিউল ইসলাম জীবন

রবিউল


খুলনা বিভাগের প্রায় তথ্য আপডেট করতে এছাড়াও ব্যক্তি,স্থান, ভ্রমণ সম্পর্কিত কিছু কাজ করতে সক্ষম হয়েছি। আমার সম্পাদনা করা ৪০০ এর বেশি তথ্য দিয়ে বাংলা-উইকিপিডিয়া আপডেট করতে সক্ষম হলাম।

উইকি পদক

সম্পাদনা
আমেরিকান জাতীয় পদক
আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান, তালিকা, হলিউড অভিনেত্রী,সঙ্গীত-শিল্পী সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধ তৈরি করে করেছেন। তাই আপনাকে এই পদক দেওয়া হল। বাংলা উইকপিডিয়াকে সমৃদ্ধশালী করার প্রচেষ্টায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ! -- The Jack Sparrow (আলাপ) - ২১:৩৯, ২৬ জুলাই ২০১৮ (ইউটিসি)
লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় রবিউল ইসলাম জীবন,

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)

ব্যবহারকারী:রবিউল ইসলাম জীবন