আযম খান সরকারি কমার্স কলেজ

বাংলাদেশের খুলনা জেলার কলেজ
(আজম খান সরকারী কমার্স কলেজ থেকে পুনর্নির্দেশিত)

আযম খান কমার্স কলেজ বাংলাদেশের প্রথম বিশেষায়িত কমার্স কলেজ। এটি খুলনা শহরের বাবু খান রোডে অবস্থিত। এই কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্তর, তিন বছরের বিবিএস (ডিগ্রি পাস) এবং হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে চার বছর সম্মান কোর্স চালু আছে। পাশাপাশি ব্যবসায় শিক্ষা অনুষদে ২ বছরের মাস্টার্স কোর্সও চালু আছে। কলেজের উচ্চমাধ্যমিক শাখা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের এবং অনার্স শাখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[]

আযম খান সরকারি কমার্স কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৪আগস্ট,১৯৫৩ (14August,1953)
ইআইআইএন১১৭১৬৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৮০
শিক্ষার্থী৯,৬৬০
অবস্থান
খুলনা
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহুরে 
ভাষাবাংলা
সংক্ষিপ্ত নামকমার্স কলেজ
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন
ওয়েবসাইটakcc.gov.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

আযম খান কমার্স কলেজ ১ নভেম্বর ১৯৫৩ সালে উচ্চমাধ্যমিক কলেজ (রাত্রিকালীন) হিসেবে শুধু বাণিজ্য বিভাগের ছাত্রদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৪ সালে, ডিগ্রি শাখা (দিবাকালীন) চালু হয়। পরবর্তীকালে, রাত্রীকালীন কোর্স বন্ধ করে দেওয়া হয়। কলেজটি পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল আজম খানের নামে নামকরণ করা হয়। ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাণিজ্য শাখায় অনার্স কোর্স চালু করা হয়। ১৯৭২ সালে মাস্টার্স কোর্স চালু করা হয় এবং ২০০৭ সালে অর্থ ও ব্যাংকিং এবং মার্কেটিং এই দুই বিষয়েও অনার্স কোর্স চালু করা হয়। ১৯৭৯  সালে কলেজটি জাতীয়করণ করা হয়। []

তথ্যসূত্র 

সম্পাদনা
  1. "AZAM KHAN GOVT. COMMERCE COLLEGE,Upper Jessore Rd, Khulna- Developed by explore IT"akcc.gov.bd 
  2. "সরকারি আজম খান কমার্স কলেজে ২৫৬ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক – শিক্ষা বার্তা"। ৩ মার্চ ২০১৭। ১১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮