বুড়িশ্বর ইউনিয়ন
বুড়িশ্বর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
বুড়িশ্বর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বুড়িশ্বর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৩′২১.০″ উত্তর ৯১°১৩′২৫.৭″ পূর্ব / ২৪.২২২৫০০° উত্তর ৯১.২২৩৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এ টি এম মোজাম্মেল হক সরকার |
আয়তন | |
• মোট | ৩৩.৩৫ বর্গকিমি (১২.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,১৬৩ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও অবস্থান
সম্পাদনাবুড়িশ্বর ইউনিয়নের আয়তন ৮,২৪০ একর (৩৩.৩৫ বর্গ কিলোমিটার)।[১] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে গোয়ালনগর ইউনিয়ন, নাসিরনগর ইউনিয়ন ও গোকর্ণ ইউনিয়ন; দক্ষিণে পূর্বভাগ ইউনিয়ন; পূর্বে গুনিয়াউক ইউনিয়ন ও ফান্দাউক ইউনিয়ন এবং উত্তরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন, মোড়াকরি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবুড়িশ্বর ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১২টি।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িশ্বর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,১৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৫,০৪২ জন এবং মহিলা ১৬,১২১ জন। মোট পরিবার ৫,৮৬২টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯৩৫ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[২]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ০০৯ | আলাকপুর | আলাকপুর | ১২৭ | ৬৯৮ |
০২ | ০৪৯ | আশুরাইল | আশুরাইল | ৯৫৩ | ৪,৭৪৬ |
০৩ | ১৯৯ | ভোলাউক | ভোলাউক | ২৮৯ | ১,৫২৩ |
০৪ | ২৫৮ | বুড়িশ্বর | গঙ্গানগর | ১৫০ | ৭০১ |
চানপাড়া | ১৩২ | ৭৪২ | |||
বুড়িশ্বর | ৮২৭ | ৪,৪৬৮ | |||
০৫ | ৩১৮ | দক্ষিণ সিংহগ্রাম | দক্ষিণ সিংহগ্রাম | ৫৭৯ | ৩,০৬৮ |
০৬ | ৭৯৬ | ইছাপুর | ইছাপুর | ১০২ | ৫৭৯ |
০৭ | ৮২৯ | লক্ষ্মীপুর উত্তর | লক্ষ্মীপুর উত্তর | ৬২৬ | ৩,৩১৭ |
০৮ | ৯০৫ | শ্রীঘর | শ্রীঘর | ১,৬৮৮ | ৯,৩৯৯ |
০৯ | ৯৩৫ | তিলপাড়া | তিলপাড়া | ২৫৫ | ১,২৬৫ |
১০ | ৯৬৫ | উত্তর ভাটপাড়া | উত্তর ভাটপাড়া | ১৩৪ | ৬৫৭ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িশ্বর ইউনিয়নের সাক্ষরতার হার ২৮.৮%।[১] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- শ্রীঘর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়[৫]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবুড়িশ্বর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক। সব ধরনের যানবাহনে যাতায়াত করা যায়। এছাড়া অন্যান্য সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছাতিয়াইন-ফান্দাউক সড়ক। তবে বর্ষাকালে গঙ্গাসাগর সহ কয়েকটি এলাকায় নৌযানে চলাচল করতে হয়।[৬]
খাল ও নদী
সম্পাদনাবুড়িশ্বর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী এবং উত্তর পাশ দিয়ে মেঘনা নদীর শাখা বলভদ্রা নদী প্রবাহিত হচ্ছে।[৭]
হাট-বাজার
সম্পাদনাবুড়িশ্বর ইউনিয়নে মোট ৭টি হাট/বাজার রয়েছে। সেগুলো হল সৈয়দ আক্তারনগর বাজার, লক্ষ্মীপুর বাজার, নিউ টাউনশিপ বাজার, শ্রীঘর বউ বাজার, সিংহগ্রাম বাজার,চণ্ডিপুর বাজার,চানপাড়া পয়েন্ট বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- কৃষ্ণকিশোর বিদ্যাসাগরের বাড়ি-বুড়িশ্বর
- জয়কুমার জমিদার বাড়ি
- বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ[৯]
- লক্ষ্মীপুর মিনি স্টেডিয়াম[১০]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- কৃষ্ণকুমার –– ভারতীয় হিন্দু পণ্ডিত।
- কৃষ্ণকিশোর বিদ্যাসাগর-ভারতীয় হিন্দু প্রধান পন্ডিতদের অন্যতম।
- জয় কুমার দেব রায় –– ব্রিটিশ আমলের বিখ্যাত জমিদার।
জনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯।
- ↑ "এক নজরে বুড়িশ্বর ইউনিয়ন"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "নাসিরনগর বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে অভিভাবকদের সাথে প্রতিষ্টাতার মতবিনিময় সভা"। brahmanbaria24.com। ব্রাহ্মণবাড়িয়া২৪.কম। ২২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "নাসিরনগরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে হত্যার চেষ্টা"। bangladeshpress.com.bd। বাংলাদেশ প্রেস। ৩১ অক্টোবর ২০১৮। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - বুড়িশ্বর ইউনিয়ন"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "খাল ও নদী - বুড়িশ্বর ইউনিয়ন"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "হাট-বাজারের তালিকা - বুড়িশ্বর ইউনিয়ন"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "দক্ষিণ সিংহগ্রাম কলেজ"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "লক্ষ্মীপুর মিনি স্টেডিয়াম - বুড়িশ্বর ইউনিয়ন"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ "জনপ্রতিনিধিদের তালিকা - বুড়িশ্বর ইউনিয়ন"। burishwarup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।