বুড়িশ্চর ইউনিয়ন

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার একটি ইউনিয়ন

বুড়িশ্চর বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বুড়িশ্চর
ইউনিয়ন
১৫নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ
বুড়িশ্চর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বুড়িশ্চর
বুড়িশ্চর
বুড়িশ্চর বাংলাদেশ-এ অবস্থিত
বুড়িশ্চর
বুড়িশ্চর
বাংলাদেশে বুড়িশ্চর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৫″ উত্তর ৯১°৫২′৪৩″ পূর্ব / ২২.৪১৮০৬° উত্তর ৯১.৮৭৮৬১° পূর্ব / 22.41806; 91.87861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ জাহেদ হোসাইন।
আয়তন
 • মোট৩.৮৩ বর্গকিমি (১.৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,৬৪৬
 • জনঘনত্ব৬,৪০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৯.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বুড়িশ্চর ইউনিয়নের আয়তন ৯৪৬ একর (৩.৮৩ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িশ্চর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৬৪৬ জন। এর মধ্যে পুরুষ ১১,৯৩৬ জন এবং মহিলা ১২,৭১০ জন। মোট পরিবার ৫,০১৯টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

হাটহাজারী উপজেলার সর্ব-দক্ষিণে বুড়িশ্চর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, পশ্চিমে শিকারপুর ইউনিয়নচট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪নং চান্দগাঁও ওয়ার্ড, দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫নং মোহরা ওয়ার্ড এবং পূর্বে হালদা নদীরাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এটি বুড়িশ্চর মৌজা নিয়েই গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • উত্তর বুড়িশ্চর
  • মধ্য বুড়িশ্চর
  • দক্ষিণ বুড়িশ্চর

ইতিহাস ও নামকরণ

সম্পাদনা

নদীর তীরবর্তী খোলা প্রশস্ত ভূমিকে চর বলা হয়। প্রাচীনকালে হাটহাজারীর পূর্ব দক্ষিণাংশ হালদা নদীকর্ণফুলী নদীর গর্ভে ছিল। পলিমাটি জমে জমে ক্রমশ চরের সৃষ্টি হয়েছে। উক্ত চর এলাকার জনৈক বুড়ী প্রথম বসতি স্থাপন করেছে বলে স্থানটি 'বুড়িশ্চর' নামে পরিচিতি লাভ করে। উক্ত এলাকায় একটি জনশ্রুতি রয়েছে যে, প্রাচীনকালে বাশেঁর বড় বড় ভেলা চট্টগ্রামী ভাষায় 'বাঁশের‍ বোঅর' বিক্রির জন্য জমা করা হত। বাঁশের বোঅর থেকে বোঅর চর এবং পরে বুড়িশ্চর হয়েছে। ১৮৫৪ইং সনে মহাল নং ২১৪৪৯ মতে মৌজা বুড়িশ্চর থানে শহর বিদ্যমান ছিল বলে গবেষক আবদুল হক চৌধুরী মনে করেন। শেখ মোহাম্মদ আদম লস্করের বংশধর আমির মোহাম্মদ চৌধুরীর এক দলিল মূলে রাউজান ও হাটহাজারী থানার বুড়িশ্চর গ্রামে মোট একুশ দ্রোন বার কানি এক গণ্ডা এক কড়া জমি তার পত্নীশাহ বিবি মজলিশ নামে দান করেছিলেন। মোগল বাদশাহ মোহাম্মদ শাহ (১৭২৭-৬৬) এক সনদ মূলে হাটহাজারীর বুড়িশ্চর গ্রামে মোট একুশ দ্রোন বার কানি এক গণ্ডা এক কড়া জমি লাখেরাজ বাহালী প্রদান করেছিলেন। এতে বুঝা যায়, বুড়িশ্চর একটি প্রাচীন গ্রাম। বার ভূঁইয়া প্রধান ঈশা খাঁর পুত্র মুসা খাঁ মোগল বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয়ে হাটহাজারীর বুড়িশ্চর বসতি স্থাপন করতঃ একটি মসজিদ নির্মাণ করেন। তার নামের স্মৃতি মুসা খাঁর মসজিদ। মুসা খাঁর চারপুত্র ১ম স্ত্রীর গর্ভে শাহ মুহাম্মদ চৌধুরী, রাজা হোসেন চৌধুরী ও মহব্বত শাহ চৌধুরী ও ২য় স্ত্রীর গর্ভে কাশেম রাজা চৌধুরী। বুড়িশ্চরের শাহ মুহাম্মদ চৌধুরী মসজিদ, রাজার হাট ও রাজা চৌধুরী সড়ক তাদের স্মৃতি আজও বিদ্যমান।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িশ্চর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৯.১%।[] এ ইউনিয়নে ১ টি কলেজ, ২টি মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ
  • কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ।
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বুড়িশ্চর আলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বুড়িশ্চর ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য বুড়িশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • বুড়িশ্চর কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ।
  • চিটাগাং উইনার গ্রামার স্কুল এন্ড কলেজ।
  • ইমপেরিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নজুমিয়া হাট-মোহরা সংযোগ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

অর্থনীতি

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়ন একটি অত্যন্ত সমৃদ্ধ এলাকা। যার বেশির ভাগ উন্নয়নই হয়ে থাকে বৈদেশিক রেমিটেন্সের মাধ্যমে। এখানে দারিদ্র্যতার হার অত্যন্ত কম।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়নে ২৩টি মসজিদ ও ৪টি মন্দির রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়া রয়েছে কৃষ্ণ খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল আবদুল খালেক হাট, বুড়িশ্চর বাজার এবং রাজার হাট।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • ইউনিয়নের একদম পূর্বে অবস্থিত হালদা নদীর পাড়।
  • শ্রী শ্রী মা মগদেশ্বরী সেবাঘোলা মন্দির; ইউনিয়নের ৭নং ওয়ার্ড ধোপপুলে অবস্থিত।[]

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

বুড়িশ্চর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: জাহেদ হোসাইন জাহেদ
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদকাল
০১ আমিনুল হক ১৯৭৪-১৯৮১
০২ গোলাম হোসেন ১৯৮১-১৯৮৮
০৩ মোহাম্মদ ছরোয়ার চৌধুরী ১৯৮৮-১৯৯২
০৪ আলহাজ্ব শেখ মোহাম্মদ মিঞা ১৯৯২-১৯৯৮
০৫ মোহাম্মদ ছরোয়ার চৌধুরী ১৯৯৮-২০০৮
০৬ নুসরাত জাহান ২০০৮-২০১৬
০৭ মোহাম্মদ রফিক ২০১৬-২০২১
০৮ জাহেদ হোসাইন জাহেদ ২০২১-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "১৫নং বুড়িশ্চর ইউনিয়নের ইতিহাস - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "মাধ্যমিকবিদ্যালয় - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd 
  5. "ধর্মীয়প্রতিষ্ঠান - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd। ১২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  6. "নদ ও নদী - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd। ২০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "প্রখ্যাত ব্যক্তিত্ব - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd। ৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  10. "পূর্বতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ - বুড়িশ্চর ইউনিয়ন - বুড়িশ্চর ইউনিয়ন"burischarup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা