গোকর্ণ ইউনিয়ন
গোকর্ণ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
গোকর্ণ | |
---|---|
ইউনিয়ন | |
১০নং গোকর্ণ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গোকর্ণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৮′১৯.৭″ উত্তর ৯১°১১′২৬.৫″ পূর্ব / ২৪.১৩৮৮০৬° উত্তর ৯১.১৯০৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ হাসান খান |
আয়তন | |
• মোট | ৩৮.৭১ বর্গকিমি (১৪.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,০১৬ |
• জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৬.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাগোকর্ণ ইউনিয়ন থেকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোজাম্মেল হক কাপ্তান মিয়ার নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একদল মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।[১]
আয়তন ও অবস্থান
সম্পাদনাগোকর্ণ ইউনিয়নের আয়তন ৯,৫৬৬ একর (৩৮.৭১ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[২] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে কুণ্ডা ইউনিয়ন, উত্তরে নাসিরনগর ইউনিয়ন, পূর্বে বুড়িশ্বর ইউনিয়ন ও পূর্বভাগ ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাগোকর্ণ ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১০টি।[৩]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোকর্ণ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,০১৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,৭০৫ জন এবং মহিলা ১৬,৩১১ জন। মোট পরিবার ৬,১২৯টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮০১ জন। মৌজা এবং গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[৩]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ২৪৮ | ব্রাহ্মণশাসন | ব্রাহ্মণশাসন | ৫৪৫ | ২,৭২৯ |
০২ | ২৯৮ | চটিপাড়া | চটিপাড়া | ৩৪৩ | ১,৭২৫ |
০৩ | ৩৯৮ | ডিঘর | ডিঘর | ৬০২ | ৩,১৮৬ |
০৪ | ৪৭৭ | গোকর্ণ | গোকর্ণ | ১,৪৩৩ | ৭,২১৮ |
০৫ | ৫৫৭ | জেঠাগ্রাম | জেঠাগ্রাম | ৮২২ | ৪,৪২৭ |
০৬ | ৬৯৬ | লাহাজোড়া (পুকুরপাড়) | লাহাজোড়া (পুকুরপাড়) | ২৪৪ | ১,১৬৭ |
০৭ | ৭৮৬ | নূরপুর | নূরপুর | ১,৫৭১ | ৭,৮৩৫ |
০৮ | ৮০৫ | পাঠানিশার | পাঠানিশার | ৯৪ | ৪৫৫ |
০৯ | ৯১৫ | সূচিউড়া | চৈয়ারকুড়ি | ২৩৫ | ১,১৬৪ |
সূচিউড়া | ২৪০ | ১,১১০ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোকর্ণ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৮%।[২] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- গোকর্ণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জেঠাগ্রাম পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জেঠাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নূরপুর দক্ষিণ সরকারি প্রথমিক বিদ্যালয়
- নূরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নূরপুর লাহাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাগোকর্ণ ইউনিয়নে যোগাযোগ করার প্রধান সড়ক নাসিরনগর-গোকর্ণ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা এবং মোটর সাইকেল। এছাড়া নৌপথেও এ ইউনিয়নের পাশ্ববর্তী অঞ্চলসমূহে যাতায়াত করা যায়।[৫]
খাল ও নদী
সম্পাদনাগোকর্ণ ইউনিয়নের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাস নদী। এছাড়া রয়েছে সিংড়ার খাল এবং কুকুরিয়া খাল।[৬]
হাট-বাজার
সম্পাদনাগোকর্ণ ইউনিয়নের প্রধান ৪টি হাট-বাজার হল চৈয়ারকুড়ি বাজার, নূরপুর সড়ক বাজার, জেঠাগ্রাম নতুন বাজার এবং গোকর্ণ নতুন বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- নবাব সৈয়দ শামসুল হুদা –– ব্রিটিশ ভারতীয় মুসলিম রাজনৈতিক নেতা।
- মোজাম্মেল হক –– বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "গোকর্ণ ইউনিয়নের ইতিহাস"। gokarnaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "এসএসসি ফলাফল - নাসিরনগর উপজেলা"। facebook.com। ফেসবুক পোস্ট। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - গোকর্ণ ইউনিয়ন"। gokarnaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "খাল ও নদী - গোকর্ণ ইউনিয়ন"। gokarnaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "হাট-বাজারের তালিকা - গোকর্ণ ইউনিয়ন"। gokarnaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "দর্শনীয় স্থান - গোকর্ণ ইউনিয়ন"। gokarnaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "শপথ গ্রহণ"। prothomalo.com। প্রথম আলো। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "ইউপি চেয়ারম্যান - গোকর্ণ ইউনিয়ন"। gokarnaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।