চট্টগ্রাম-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চট্টগ্রাম-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮২নং আসন।
চট্টগ্রাম-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাচট্টগ্রাম-৫ আসনটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ০১ ও ০২ নং ওয়ার্ড এবং হাটহাজারী উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আনিসুল ইসলাম মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এ. বি. এম. ফজলে করিম চৌধুরী | ৮৬,৬০৬ | ৫২.৪ | +৭.৬ | ||
বিএনপি | গিয়াসউদ্দিন কাদের চৌধুরী | ৭৮,৭১১ | ৪৭.৬ | -৩.৪ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮৯৫ | ৪.৮ | −১.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৫,৩১৭ | ৭৮.৭ | +৬.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | সৈয়দ ওয়াহিদুল আলম | ৮৪,০৬৩ | ৫১.০ | +৩.৬ | |
আওয়ামী লীগ | ইব্রাহিম হোসেন চৌধুরী | ৭৩,৯৩৮ | ৪৪.৮ | +৯.৬ | |
ইসলামী ফ্রন্ট | আবুল বাশার সিদ্দিকী | ৪,৮৫৪ | ২.৯ | +১.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | নাজির উদ্দিন চৌধুরী | ১,৮৯৫ | ১.২ | প্র/না | |
স্বতন্ত্র | সৈয়দ মো: মুসা কলিমুল্লাহ | ১৯৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,১২৫ | ৬.১ | −৬.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৪,৯৪৫ | ৭২.৭ | +২.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | সৈয়দ ওয়াহিদুল আলম | ৫৭,০১০ | ৪৭.৪ | -৮.১ | |
আওয়ামী লীগ | মোঃ আব্দুস সালাম | ৪২,৩১১ | ৩৫.২ | -৩.৬ | |
জাতীয় পার্টি | আনিসুল ইসলাম মাহমুদ | ১২,৯৬৪ | ১০.৮ | +৮.৪ | |
জামায়াতে ইসলামী | মোহাম্মদ ওমর ফারুক | ৫,০৭৫ | ৪.২ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | সৈয়দ মোঃ রফিকুল ইসলাম | ১,৯১৪ | ১.৬ | -০.৪ | |
বিকেএ | মোহাম্মদ আব্দুর রাজ্জাক | ৫৬০ | ০.৫ | -০.৩ | |
গণফোরাম | রতন রায় | ২৫০ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | নওয়াব মিয়া | ১৭০ | ০.১ | -০.২ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৯৩৯ | ১২.২ | −৪.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,২০,২৫৪ | ৬৯.৯ | +১৭.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সৈয়দ ওয়াহিদুল আলম | ৫৬,৪৬৯ | ৫৫.৫ | |||
আওয়ামী লীগ | মোঃ নাজিম উদ্দিন | ৩৯,৪৭১ | ৩৮.৮ | |||
জাতীয় পার্টি | আব্দুল্লাহ আল নোমান | ২,৪০০ | ২.৪ | |||
ইসলামী ফ্রন্ট | ইউনুস কোম্পানি | ১,৯৯৯ | ২.০ | |||
বিকেএ | মোঃ হাবিবুল্লাহ | ৮৫০ | ০.৮ | |||
এনডিপি | এ কে এম আহ. চৌধুরী | ৩০৮ | ০.৩ | |||
জাকের পার্টি | নওয়াব মিয়া | ২৮৩ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৯৯৮ | ১৬.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,০১,৭৮০ | ৫২.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চট্টগ্রাম-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসন বিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Chittagong-5"। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চট্টগ্রাম-৫
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |