বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন

বুড়িরচর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন

বুড়িরচর
ইউনিয়ন
৯নং বুড়িরচর ইউনিয়ন পরিষদ
ডাকনাম: বুড়িরচর
বুড়িরচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বুড়িরচর
বুড়িরচর
বুড়িরচর বাংলাদেশ-এ অবস্থিত
বুড়িরচর
বুড়িরচর
বাংলাদেশে বুড়িরচর ইউনিয়ন, হাতিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°১১′৫৭″ উত্তর ৯১°৯′১৪″ পূর্ব / ২২.১৯৯১৭° উত্তর ৯১.১৫৩৮৯° পূর্ব / 22.19917; 91.15389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাহাতিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানফখরুল ইসলাম
আয়তন
 • মোট১৬৪.৪৮ বর্গকিমি (৬৩.৫১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৫৩,৭৪৩
 • জনঘনত্ব৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৪.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৯২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বুড়িরচর ইউনিয়নের আয়তন ১৬৪.৪৮ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের জনসংখ্যা ৫৩৭৪৩ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

হাতিয়া উপজেলার পূর্বাংশে বুড়িরচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর ঈশ্বর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন, পশ্চিমে সোনাদিয়া ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

বুড়িরচর ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বুড়িরচর
  • বড় দেইল
  • পূর্ব বড় দেইল
  • পশ্চিম বড় দেইল
  • কালির চর
  • গুল্যাখালী
  • জোড়খালী
  • রেহানিয়া
  • উত্তর রেহানিয়া
  • দক্ষিণ রেহানিয়া
  • সাগরিয়া
  • সূর্যমুখী
  • শূন্যের চর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৪.৬%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ৩৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়[]

  1. দক্ষিণ পূর্ব নলচিরা মোজাহারিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. উত্তর পশ্চিম শূন্যের চর আবদুল শহিদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. দক্ষিণ পশ্চিম গুল্যাখালী ইদ্রিসিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. বুড়ির চর জোড়াখালী হাজী শাহাজাহান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. দক্ষিণ জোড়াখালী হাজী এবায়েদ উল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. উত্তর পূর্ব সাগরিয়া মোঃ ইদ্রিস মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. পশ্চিম বড় দেইল আজাদিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. সাগরিয়া আতাউর রহমান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. বুড়ির চর বড় দেইল লক্ষ্মীরানী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. মধ্য রেহানিয়া আবদুল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. বুড়ির চর জয়নাল মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. পূর্ব বড় দেইল আই. বি. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. উত্তর জোরখালী আব্দুল গণি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. বুড়ির চর পূর্ব বড় দেইল চারুবালা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. পূর্ব বড় দেইল এ. হালিম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. এ. এম. এম. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. মধ্য হরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. বড় দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. পশ্চিম গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  21. বুড়িরচর পশ্চিম জোড়খালী আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  22. লামছি তোফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  23. জোড়খালী হাবিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  24. সাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  25. মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  26. কালির দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  27. রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  28. হরণী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  29. চর আমানুল্যাহ দায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  30. নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  31. আলাদীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  32. বুড়ির চর গুল্যাখালী দানামিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  33. বুড়িরচর জোড়খালী তাজিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  34. শূন্যের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  35. ছোট দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

হাতিয়া উপজেলা থেকে বাস, ট্যাক্সি, মোটর সাইকেল ও রিক্সা যোগে বুড়িরচর যাতায়াত করা যায়। অন্যদিকে, ভয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে সী-ট্রাক থেকে এসে বাস যোগে বুড়িরচর যাতায়াত করা যায়। এছাড়া জাহাজমারা থেকেও একই ভাবে যাতায়াত করা যায়।

খাল ও নদী

সম্পাদনা
  • বুড়িরদোনা খাল
  • সূর্যমূখী খাল
  • মার্টিন খাল

হাট-বাজার

সম্পাদনা
  • সাগরিয়া বাজার
  • বড়পোল
  • আজিজিয়া বাজার
  • রহমত বাজার
  • ইসলামীয়া বাজার
  • হিরিস্তা মার্কেট
  • সুর্যমুখী বাজার
  • দানারদোল বাজার
  • আলাদীগ্রাম বাজার
  • ধনু মার্কেট
  • হরেন্দ্র মার্কেট
  • খালেক মার্কেট

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • রহমত বাজার সি-বীচ
  • সূর্যমুখী সি-বীচ
  • কালির চর সি-বীচ
  • দানারদোল সি-বীচ
  • কাদেরীয়া ঘাট

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
ফখরুল ইসলাম চেয়ারম্যান
আকতারুল ইসলাম সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
হেলাল উদ্দিন সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোহাম্মদ ইমাম উদ্দিন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ সাইফুল ইসলাম সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ ইরাক হোসেন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ নুরুল আমিন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ জহির উদ্দিন চৌধুরী সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
ওয়াহিদুর রহমান সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
আবুল কাশেম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
তাজ নাহার বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
নয়ন বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সাহেনা আকতার সংরক্ষিত মহিলা সদস্য ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বুড়িরচর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  3. "বর্তমান পরিষদ, বুড়িরচর ইউনিয়ন" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা