বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া
বুড়িরচর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন।
বুড়িরচর | |
---|---|
ইউনিয়ন | |
৯নং বুড়িরচর ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: বুড়িরচর | |
বাংলাদেশে বুড়িরচর ইউনিয়ন, হাতিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১১′৫৭″ উত্তর ৯১°৯′১৪″ পূর্ব / ২২.১৯৯১৭° উত্তর ৯১.১৫৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | হাতিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ফখরুল ইসলাম |
আয়তন | |
• মোট | ১৬৪.৪৮ বর্গকিমি (৬৩.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫৩,৭৪৩ |
• জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৯২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবুড়িরচর ইউনিয়নের আয়তন ১৬৪.৪৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের জনসংখ্যা ৫৩৭৪৩ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাহাতিয়া উপজেলার পূর্বাংশে বুড়িরচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর ঈশ্বর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন, পশ্চিমে সোনাদিয়া ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবুড়িরচর ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বুড়িরচর
- বড় দেইল
- পূর্ব বড় দেইল
- পশ্চিম বড় দেইল
- কালির চর
- গুল্যাখালী
- জোড়খালী
- রেহানিয়া
- উত্তর রেহানিয়া
- দক্ষিণ রেহানিয়া
- সাগরিয়া
- সূর্যমুখী
- শূন্যের চর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িরচর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৩৪.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ৩৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়[২]
- দক্ষিণ পূর্ব নলচিরা মোজাহারিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পশ্চিম শূন্যের চর আবদুল শহিদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পশ্চিম গুল্যাখালী ইদ্রিসিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর জোড়াখালী হাজী শাহাজাহান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জোড়াখালী হাজী এবায়েদ উল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পূর্ব সাগরিয়া মোঃ ইদ্রিস মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বড় দেইল আজাদিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাগরিয়া আতাউর রহমান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর বড় দেইল লক্ষ্মীরানী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য রেহানিয়া আবদুল্যাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর জয়নাল মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বড় দেইল আই. বি. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জোরখালী আব্দুল গণি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর পূর্ব বড় দেইল চারুবালা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বড় দেইল এ. হালিম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- এ. এম. এম. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য হরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়িরচর পশ্চিম জোড়খালী আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লামছি তোফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জোড়খালী হাবিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালির দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরণী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর আমানুল্যাহ দায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলাদীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়ির চর গুল্যাখালী দানামিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুড়িরচর জোড়খালী তাজিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শূন্যের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাযোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাহাতিয়া উপজেলা থেকে বাস, ট্যাক্সি, মোটর সাইকেল ও রিক্সা যোগে বুড়িরচর যাতায়াত করা যায়। অন্যদিকে, ভয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে সী-ট্রাক থেকে এসে বাস যোগে বুড়িরচর যাতায়াত করা যায়। এছাড়া জাহাজমারা থেকেও একই ভাবে যাতায়াত করা যায়।
খাল ও নদী
সম্পাদনা- বুড়িরদোনা খাল
- সূর্যমূখী খাল
- মার্টিন খাল
হাট-বাজার
সম্পাদনা- সাগরিয়া বাজার
- বড়পোল
- আজিজিয়া বাজার
- রহমত বাজার
- ইসলামীয়া বাজার
- হিরিস্তা মার্কেট
- সুর্যমুখী বাজার
- দানারদোল বাজার
- আলাদীগ্রাম বাজার
- ধনু মার্কেট
- হরেন্দ্র মার্কেট
- খালেক মার্কেট
দর্শনীয় স্থান
সম্পাদনা- রহমত বাজার সি-বীচ
- সূর্যমুখী সি-বীচ
- কালির চর সি-বীচ
- দানারদোল সি-বীচ
- কাদেরীয়া ঘাট
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৩]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
ফখরুল ইসলাম | চেয়ারম্যান | |
আকতারুল ইসলাম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
হেলাল উদ্দিন | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোহাম্মদ ইমাম উদ্দিন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মোঃ সাইফুল ইসলাম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ ইরাক হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ নুরুল আমিন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ জহির উদ্দিন চৌধুরী | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
ওয়াহিদুর রহমান | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
আবুল কাশেম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
তাজ নাহার বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
নয়ন বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
সাহেনা আকতার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বুড়িরচর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "বর্তমান পরিষদ, বুড়িরচর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।