বিমল কর
বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ - ২৬ আগস্ট ২০০৩) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মাতা নিশিবালা কর।[১][২]
বিমল কর | |
---|---|
জন্ম | ১৯ সেপ্টেম্বর ১৯২১ টাকি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২৬ আগস্ট ২০০৩ বিধাননগর, পশ্চিমবঙ্গ, ভারত |
পেশা | লেখক, ঔপন্যাসিক |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্য একাদেমী |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবিমল কর জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায় ছোটবেলা কাটিয়েছেন । তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন । তারপর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয় এআরপি হিসাবে কর্মজীবনের শুরু হয়।[১]
সাহিত্য
সম্পাদনা১৯৪৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান । সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় কাজ করেন । ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয় । সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন । এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন।[১] এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।[৩]
ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা । কিকিরার উপন্যাস পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হত।[৩]
তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে । যেমন বসন্ত বিলাপ, হ্রদ ( চলচ্চিত্র), বালিকা বধূ, (যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল) যদুবংশ, ছুটি (এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)।[৩]
বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান । তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন । তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।[১]
মৃত্যু
সম্পাদনাবিমল কর ৮২ বছর বয়েসে তার বিধাননগরের বাসভবনে মারা যান । তিনি মৃত্যুকালে স্ত্রী তিন মেয়ে এবং এক ছেলে রেখে গিয়েছেন।[৩]
গ্রন্থতালিকা
সম্পাদনাউপন্যাসের নাম[৪] | রহস্য রোমাঞ্চ সিরিজ ( কিশোর) | অন্যান্য | গোয়েন্দা গল্প | নাটক |
---|---|---|---|---|
হ্রদ | ওয়ান্ডার মামা | এক ভৌতিক মালগাড়ী আর গার্ড সাহেব | কিকিরা সমগ্র ১ | ঘুঘু |
বনভুমি | গজপতি ভেজিটেবল সু কোম্পানী | কেউ কি এসেছিলো | কিকিরা সমগ্র ২ | |
ত্রিপদী | অলৌকিক | ম্যাজিশিয়ান | কিকিরা সমগ্র ৩ | |
দেওয়াল | শীষের আংটি | ভুনি কাকা'র চৌরশতম | ||
ফানুসের আয়ু | হারানো জীপের রহস্য | মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি | ||
অপরাহ্ণ | কিশোর ফিরে এসেছিলো | বন বিড়াল | ||
খোয়াই | মন্দাগড়'এর রহস্যময় জোৎস্না | একটি ভুতের ঘড়ি | ||
কেরানীপাড়ার | হারানো ডাইরীর খোঁজে | |||
স্বর্গখেলনা | কালবৈশাখের রাত্রে | |||
খড়কুটো | রাবণের মুখোশ | |||
এই প্রেম আঁধারে | একটি ফটো চুরির রহস্য | |||
বালিকা বধূ | নীল বানরের হার | |||
গ্রহণ | একটি অভিশপ্ত পুঁথি ও অষ্ট ধাতু | |||
পরবাস | পাখী ঘর | |||
পরিচয় | বাঘের থাবা | |||
পূর্ণ অপূর্ণ | জাদুকরের রহস্যময় মৃত্যু | |||
যদুবংশ | সার্কাস থেকে পালিয়ে | |||
একদা কুয়াশায় | হলুদ পালক বাধা তীর | |||
ওই ছায়া | ভুলের ফাদে নবকুমার | |||
ভুবনেশ্বরী | তুরুপের শেষ তাস | |||
এক অভিনেতার মৃত্যু | সোনার ঘড়ির খোঁজে | |||
একা একা | হায়দার লেনের ১৩ নাম্বার বাড়ীর কফিন বাক্স | |||
অলস ভ্রমণ | ঝিলের ধারে একদিন | |||
অসময় | ফুলদানী ক্লাব | |||
সান্নিধ্য | সোনালী সাপের ছোবল | |||
জীবনায়ন | আজব দেশের গজব রাজা | |||
নির্ভর | ||||
দাংশন | ||||
সহভূমিকায় | ||||
নির্বাসন | ||||
দ্বীপ | ||||
কালের নায়ক | ||||
অতপরঃ | ||||
এ আবরণ | ||||
সংশয় | ||||
প্রচ্ছন্ন | ||||
নিরস্ত্র | ||||
উভয়পক্ষ | ||||
মৃত ও জীবিত | ||||
নিমফুলের গন্ধ | ||||
অপ্রবাস | ||||
বেদনাপর্ব | ||||
গ্রন্থি | ||||
নতুন তারা | ||||
রত্ননিবাসে তিন অতিথি | ||||
জনৈক শয়তানের পত্রগুচ্ছ | ||||
দিনান্ত | ||||
চন্দ্রগিরির রাজকাহিনী | ||||
অজ্ঞাতবাস | ||||
সরসী | ||||
দ্বন্দ্ব | ||||
চাতক | ||||
শমীক | ||||
সহচর | ||||
গোলাপের দুঃখ | ||||
তথাপি | ||||
এই বেদনায়, বিষাদে | ||||
তারা তিনজন | ||||
শীত বসন্তের অতিথি | ||||
রাজমোহনের সুখ-দুঃখ | ||||
একটি বনচাঁপার গাছ ও আমার বন্ধু | ||||
ইমলিগড়ের রূপকথা | ||||
প্রথম ও শেষ অঙ্ক | ||||
পরস্পর | ||||
আকাশকুসুম | ||||
অবগুণ্ঠন | ||||
মোহ | ||||
স্বপ্নে | ||||
নীলপদ্ম | ||||
মালিনীচরিত | ||||
জলজ |
সিনেমা
সম্পাদনাসিনেমার নাম | সাল |
---|---|
বালিকা বধূ | ১৯৬৭ |
বসন্ত বিলাপ | ১৯৭৩ |
বালিকা বধূ (হিন্দি ) | ১৯৭৬ |
যাদুবংশ এবং ছুটি ( খড়কুটো ) | ১৯৬৭ |
দিল্লাগি | ১৯৭৮ |
বনভূমি |