বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত মুখ্য কর্মকর্তা

নৌবাহিনী প্রধান (সিএনএস) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অধিনায়ক এবং সর্বোচ্চ পদধারী কর্মকর্তা। এই পদকে সংক্ষেপে সিএনএস ও বলা হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হন চার তারকা অ্যাডমিরাল পদমর্যাদার একজন কর্মকর্তা। নৌবাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন অ্যাডমিরাল নাজমুল হাসান যিনি ২৫ জুলাই ২০২৩ দায়িত্ব গ্রহণ করেন।

নৌবাহিনীর প্রধান
নৌবাহিনী প্রধানের পদচিহ্ন
দায়িত্ব
অ্যাডমিরাল নাজমুল হাসান

২৫ জুলাই ২০২৩ থেকে
 বাংলাদেশ নৌবাহিনী
সংক্ষেপেসিএনএস
এর সদস্য
যার কাছে জবাবদিহি করেপ্রধানমন্ত্রী
আসননৌ সদরদপ্তর, বনানী, ঢাকা
নিয়োগকর্তাপ্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির পরামর্শ ও সম্মতি ক্রমে
মেয়াদকালসর্বাধিক ৪ বছর
গঠনের দলিলনৌবাহিনী অধ্যাদেশ, ১৯৬১ (১৯৬১ সালের অধ্যাদেশ নং ৩৫)
গঠনজুলাই ১৯৭১
প্রথমঅস্থায়ী ক্যাপ্টেন নুরুল হক
ওয়েবসাইটnavy.mil.bd

নৌবাহিনী প্রধানদের তালিকা

সম্পাদনা

মেয়াদকাল অনুসারে বাংলাদেশ নৌবাহিনী প্রধানদের তালিকা নিচে দেয়া হল:[]

নং ছবি নৌবাহিনী প্রধান কার্যালয়ে বসার তারিখ কার্যালয় ত্যাগের তারিখ মেয়াদকাল
ক্যাপ্টেন
নুরুল হক
(জন্ম ১৯২২)
অস্থায়ী
৭ এপ্রিল ১৯৭২৬ নভেম্বর ১৯৭৩১ বছর, ২১৩ দিন
রিয়ার অ্যাডমিরাল
এম এইচ খান
৭ নভেম্বর ১৯৭৩৩ নভেম্বর ১৯৭৯৫ বছর, ৩৬১ দিন
রিয়ার অ্যাডমিরাল
মাহবুব আলী খান পিএসএন
(১৯৩৪–১৯৮৪)
৪ নভেম্বর ১৯৭৯৬ আগস্ট ১৯৮৪ †৪ বছর, ২৭৬ দিন
রিয়ার অ্যাডমিরাল
সুলতান আহমেদ
(১৯৩৮–২০১২)
৬ আগস্ট ১৯৮৪১৪ আগস্ট ১৯৯০৬ বছর, ৮ দিন
রিয়ার অ্যাডমিরাল
আমির আহমেদ মুস্তফা
১৫ আগস্ট ১৯৯০২ মে ১৯৯১২৬০ দিন
রিয়ার অ্যাডমিরাল
মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম (এস/এম), এনসিসি, পিএসসি
(জন্ম ১৯৪১)
৪ জুন ১৯৯১৩ জুন ১৯৯৫৩ বছর, ৩০৩ দিন
রিয়ার অ্যাডমিরাল
মোহাম্মাদ নুরুল ইসলাম এনসিসি, পিএসসি
৪ জুন ১৯৯৫৩ জুন ১৯৯৯৩ বছর, ৩০৩ দিন
রিয়ার অ্যাডমিরাল
মো. আবু তাহের এনসিসি, পিএসসি
৪ জুন ১৯৯৯৩ জুন ২০০২২ বছর, ৩০৩ দিন
রিয়ার অ্যাডমিরাল
শাহ ইকবাল মুজতবা এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৪৮)
৪ জুন ২০০২৯ জানুয়ারি ২০০৫২ বছর, ২৮১ দিন
১০রিয়ার অ্যাডমিরাল
এম হাসান আলী খান এনডিসি, পিএসসি
(১৯৫০–২০১৩)
৯ জানুয়ারি ২০০৫৯ ফেব্রুয়ারি ২০০৭২ বছর, ৩১ দিন
১১ভাইস অ্যাডমিরাল
সরওয়ার জাহান নিজাম এনডিইউ, পিএসসি
(জন্ম ১৯৫২)
১০ জানুয়ারি ২০০৭২৮ জানুয়ারি ২০০৯২ বছর, ১৮ দিন
১২ভাইস অ্যাডমিরাল
জহির উদ্দীন আহমেদ (এনডি), এনবিপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৭)
২৯ জানুয়ারি ২০০৯২৮ জানুয়ারি ২০১৩৩ বছর, ৩৬৫ দিন
১৩অ্যাডমিরাল
এম ফরিদ হাবিব (এনডি) এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৯)
২৮ জানুয়ারি ২০১৩২৭ জানুয়ারি ২০১৬২ বছর, ৩৬৪ দিন
১৪অ্যাডমিরাল
মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (টিএএস), ওএসপি, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৬০)
২৭ জানুয়ারি ২০১৬২৬ জানুয়ারি ২০১৯২ বছর, ৩৬৪ দিন
১৫অ্যাডমিরাল
আওরঙ্গজেব চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৯)
২৬ জানুয়ারি ২০১৯২৫ জুলাই ২০২০১ বছর, ১৮১ দিন
১৬অ্যাডমিরাল
মোহাম্মদ শাহীন ইকবাল এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
(জন্ম ১৯৬৪)
২৫ জুলাই ২০২০২৪ জুলাই ২০২৩২ বছর, ৩৬৪ দিন
১৭ভাইস অ্যাডমিরাল
নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি
২৪ জুলাই ২০২৩চলমান১ বছর, ১৩২ দিন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh Navy"www.navy.mil.bd। ২০১৬-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০