মোহাম্মদ শাহীন ইকবাল
অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি[১] বাংলাদেশ নৌবাহিনীর ১৬ তম প্রধান। তিনি ২৫ জুলাই ২০২০ সাল থেকে ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]
মোহাম্মদ শাহীন ইকবাল এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি | |
---|---|
১৬তম নৌবাহিনী প্রধান | |
কাজের মেয়াদ ২৫ জুলাই ২০২০ – ২৪ জুলাই ২০২৩ | |
রাষ্ট্রপতি | আবদুল হামিদ |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আওরঙ্গজেব চৌধুরী |
উত্তরসূরী | নাজমুল হাসান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬৪ (বয়স ৬০–৬১) কুমিল্লা, বাংলাদেশ[১][২] |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ নৌবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৮২ - ২০২৩ |
পদ | অ্যাডমিরাল |
কমান্ড | সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) কমান্ডার - চট্টগ্রাম নৌঅঞ্চল কমান্ডার - খুলনা নৌঅঞ্চল |
যুদ্ধ | ইরাকের জন্য জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমআই) |
জীবনী
সম্পাদনাশাহীন ইকবাল ১ জুন ১৯৮০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করে ১ ডিসেম্বর ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।
তিনি যুক্তরাষ্ট্র হতে নেভাল স্টাফ কোর্স, মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার কোর্স, ইন্টারন্যাশনাল সারফেস ওয়ারফেয়ার কোর্স, ভারত হতে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স এবং মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে এনডিসি কোর্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেন।
তিনি নৌসদরে সহকারী নৌপ্রধান (অপারেশান্স), সহকারী নৌপ্রধান (পার্সোনেল), পরিচালক নৌঅপারেশান্স, পরিচালক নৌগোয়েন্দা, চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
রিয়ার অ্যাডমিরাল ইকবালকে ২০২০ সালের ১৮ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে[৪] এবং ৩ সেপ্টেম্বর অ্যাডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়।[৫] তিনি ২০২৩ সালের ২৪ জুলাই অবসরে যান।
সম্মাননা
সম্পাদনামোহাম্মদ শাহীন ইকবাল প্রশিক্ষণে উচ্চতর গ্রেডিং অর্জন ও কৃতিত্ব রাখায় নৌবাহিনী প্রধানের সর্বোচ্চ প্রশংসা পত্র সহ নৌবাহিনীর সর্বোচ্চ পদক (এনবিপি) এবং নৌ উৎকর্ষ পদক (এনইউপি)-এ ভূষিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন নৌবাহিনীর প্রধান শাহীন ইকবাল"। ১৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০।
- ↑ অনলাইন ডেস্ক (১৮ জুলাই ২০২০)। "মোহাম্মদ শাহীন ইকবাল নৌবাহিনীর নতুন প্রধান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০।
- ↑ ক খ নিজস্ব প্রতিবেদক (১৮ জুলাই ২০২০)। "নৌবাহিনী প্রধান হলেন মোহাম্মদ শাহীন ইকবাল"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০।
- ↑ "নতুন নৌ প্রধানকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্যাজ পরালেন সেনা ও বিমান প্রধান"। চ্যানেল আই অনলাইন। ২০২০-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩।
সামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী |
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ২৫ জুলাই ২০২০ – ২৪ জুলাই ২০২৩ |
উত্তরসূরী নাজমুল হাসান |