মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম

সাবেক নৌবাহিনীর প্রধান

রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম (১১ সেপ্টেম্বর ১৯৪১ - ১৪ জুলাই ২০২০) ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। তিনি ৫ জুন ১৯৯১ থেকে ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[][][]


মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম
জন্ম(১৯৪১-১০-১১)১১ অক্টোবর ১৯৪১
মৃত্যু১৪ জুলাই ২০২০(2020-07-14) (বয়স ৭৮)
সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা)
আনুগত্য পাকিস্তান
 বাংলাদেশ
সেবা/শাখা পাকিস্তান নৌবাহিনী
 বাংলাদেশ নৌবাহিনী
কার্যকাল১৯৬২-১৯৯৫
পদমর্যাদারিয়ার অ্যাডমিরাল

নেতৃত্বসমূহনৌবাহিনী প্রধান
অপারেশনস পরিচালক -বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রাম নৌবাহিনী কমান্ড

মোহাইমিনুল ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।[] তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং পেশাগত জীবনে বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিন্টেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি নৌবাহিনী সদর দপ্তরের কয়েকটি পরিদপ্তরের পরিচালক ও পরে সহকারী নৌ-প্রধান ছিলেন। তিনি ৫ জুন ১৯৯১ থেকে ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[]

মোহাইমিনুল ২০২০ সালের ১৪ জুলাই মঙ্গলবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[] এরপূর্বে ১ জুলাই থেকে তিনি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।[] এছাড়াও তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।।[]

সম্মাননা

সম্পাদনা

মোহাইমিনুল থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।

মৃত্যু

সম্পাদনা

মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম ১৪ জুলাই ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং কিডনি জটিলতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Akhtar, Rafique (১৯৯১-০১-০১)। Pakistan Yearbook (ইংরেজি ভাষায়)। East & West Publishing Company। পৃষ্ঠা 297। 
  2. Summary of World Broadcasts: Asia, Pacific (ইংরেজি ভাষায়)। British Broadcasting Corporation। ১৯৯৫-০৫-০১। পৃষ্ঠা 8। 
  3. "Bangladesh Navy"www.navy.mil.bd। ২০১৬-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০ 
  4. "করোনায় সাবেক নৌবাহিনী প্রধানের মৃত্যু"বাংলানিউজ। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  5. "Bangladesh Navy"www.navy.mil.bd। ২০১৬-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০ 
  6. "চলে গেলেন সাবেক নৌবাহিনী প্রধান মোহাইমিনুল ইসলাম"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
সামরিক দপ্তর
পূর্বসূরী
রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা
নৌবাহিনী প্রধান
৫ জুন ১৯৯১ - ৩ জুন ১৯৯৫
উত্তরসূরী
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ নুরুল ইসলাম