বরিশাল সদর উপজেলা

বরিশাল জেলার একটি উপজেলা

বরিশাল সদর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা

বরিশাল সদর
উপজেলা
মানচিত্রে বরিশাল সদর উপজেলা
মানচিত্রে বরিশাল সদর উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪১′৫৩″ উত্তর ৯০°২১′৪৮″ পূর্ব / ২২.৬৯৮০৬° উত্তর ৯০.৩৬৩৩৩° পূর্ব / 22.69806; 90.36333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
আয়তন
 • মোট৩২৪.৪১ বর্গকিমি (১২৫.২৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট১,৯৮,৭৩৯
 • জনঘনত্ব৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ৫১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

উত্তরে বাবুগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলামেহেন্দিগঞ্জ উপজেলা, দক্ষিণে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাবাকেরগঞ্জ উপজেলা, পূর্বে মেহেন্দিগঞ্জ উপজেলাভোলা সদর উপজেলা, পশ্চিমে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলানলছিটি উপজেলা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড ছাড়াও বরিশাল সদর উপজেলায় বর্তমানে ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মোট ৪টি মেট্রোপলিটন থানার আওতাধীন।

ক্রম নং মেট্রোপলিটন থানা আওতাধীন এলাকা
০১ কাউনিয়া ওয়ার্ড (৬টি): ১নং, ২নং, ৩নং, ৪নং, ৫নং এবং ৭নং
ইউনিয়ন (৩টি): ৩নং চর বাড়িয়া, ৪নং সায়েস্তাবাদ এবং ৫নং চর মোনাই
০২ কোতোয়ালী ওয়ার্ড (২০টি): ৬নং, ৮নং, ৯নং, ১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৪নং, ১৫নং, ১৬নং, ১৭নং, ১৮নং, ১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৩নং, ২৪নং, ২৫নং এবং ২৬নং
ইউনিয়ন (১টি): ৬নং জাগুয়া
০৩ বন্দর ইউনিয়ন (৪টি): ৭নং চর কাউয়া, ৮নং চাঁদপুরা, ৯নং টুঙ্গিবাড়িয়া এবং ১০নং চন্দ্রমোহন
০৪ বিমানবন্দর ওয়ার্ড (৪টি): ২৭নং, ২৮নং, ২৯নং এবং ৩০নং
ইউনিয়ন (২টি): ১নং রায়পাশা কড়াপুর এবং ২নং কাশীপুর

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার মোট জনসংখ্যা ৫,২৭,০১৭ জন। এর মধ্যে পুরুষ ২,৬৭,২০৭ জন এবং মহিলা ২,৫৯,৮১০ জন। মোট পরিবার ১,১৪,৭৭৪টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার সাক্ষরতার হার ৬৯.৩%।[]

উল্লেখযোগ্য স্থান

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বরিশাল সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা