বরিশাল সদর উপজেলা
বরিশাল জেলার একটি উপজেলা
বরিশাল সদর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা।
বরিশাল সদর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে বরিশাল সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৪১′৫৩″ উত্তর ৯০°২১′৪৮″ পূর্ব / ২২.৬৯৮০৬° উত্তর ৯০.৩৬৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
আয়তন | |
• মোট | ৩২৪.৪১ বর্গকিমি (১২৫.২৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৯৮,৭৩৯ |
• জনঘনত্ব | ৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ৫১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাউত্তরে বাবুগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা, দক্ষিণে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে মেহেন্দিগঞ্জ উপজেলা ও ভোলা সদর উপজেলা, পশ্চিমে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড ছাড়াও বরিশাল সদর উপজেলায় বর্তমানে ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মোট ৪টি মেট্রোপলিটন থানার আওতাধীন।
ক্রম নং | মেট্রোপলিটন থানা | আওতাধীন এলাকা |
---|---|---|
০১ | কাউনিয়া | ওয়ার্ড (৬টি): ১নং, ২নং, ৩নং, ৪নং, ৫নং এবং ৭নং |
ইউনিয়ন (৩টি): ৩নং চর বাড়িয়া, ৪নং সায়েস্তাবাদ এবং ৫নং চর মোনাই | ||
০২ | কোতোয়ালী | ওয়ার্ড (২০টি): ৬নং, ৮নং, ৯নং, ১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৪নং, ১৫নং, ১৬নং, ১৭নং, ১৮নং, ১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৩নং, ২৪নং, ২৫নং এবং ২৬নং |
ইউনিয়ন (১টি): ৬নং জাগুয়া | ||
০৩ | বন্দর | ইউনিয়ন (৪টি): ৭নং চর কাউয়া, ৮নং চাঁদপুরা, ৯নং টুঙ্গিবাড়িয়া এবং ১০নং চন্দ্রমোহন |
০৪ | বিমানবন্দর | ওয়ার্ড (৪টি): ২৭নং, ২৮নং, ২৯নং এবং ৩০নং |
ইউনিয়ন (২টি): ১নং রায়পাশা কড়াপুর এবং ২নং কাশীপুর |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার মোট জনসংখ্যা ৫,২৭,০১৭ জন। এর মধ্যে পুরুষ ২,৬৭,২০৭ জন এবং মহিলা ২,৫৯,৮১০ জন। মোট পরিবার ১,১৪,৭৭৪টি।[২]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার সাক্ষরতার হার ৬৯.৩%।[২]
উল্লেখযোগ্য স্থান
সম্পাদনা- চর মোনাই দরবার ও মাদ্রাসা
- লাকুটিয়া জমিদার বাড়ি
- কড়াপুর মিয়া বাড়ি মসজিদ
- গজনীর দিঘি
- বিবির পুকুর
- বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান)
- অশ্বিনীকুমার টাউন হল
- বিভাগীয় যাদুঘর (কালেক্টরেট ভবন)
- বরিশাল জিলা স্কুল
- ব্রজমোহন কলেজ
- শের-ই-বাংলা মেডিকেল কলেজ
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম
- শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু
- অক্সফোর্ড মিশন এপিফানী গির্জা
- শঙ্কর মঠ
- কীর্তনখোলা নদী
- মুক্তিযোদ্ধা পার্ক
- বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার
- ত্রিশ গোডাউন পার্ক, বদ্ধভূমি স্মৃতিসৌধ
- স্মৃতি ৭১, নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি, ওয়াপদা কলোনি, বরিশাল
- কবি জীবনানন্দ দাশের বাড়ি ও গ্রন্থাগার
- পাবলিক স্কয়ার
- প্লানেট পার্ক
- শহীদ সুকান্ত আবদুল্লাহ শিশু পার্ক
- গ্রীণ সিটি পার্ক
- পদ্ম পুকুর
- স্বাধীনতা পার্ক
- শহীদ কাঞ্চন উদ্যান
- শহীদ গফুর ও শহীদ শুক্কুর পার্ক
- মুক্তিযোদ্ধা শাহজাহান পার্ক
- চারণ কবি মুকুন্দ দাস কালী মন্দির
- চৌমাথা লেক
- নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল
- বরিশাল শিক্ষা বোর্ড
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বরিশাল সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা
বরিশাল বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |