রায়পাশা কড়াপুর ইউনিয়ন
রায়পাশা কড়াপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন।
রায়পাশা কড়াপুর | |
---|---|
ইউনিয়ন | |
১নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রায়পাশা কড়াপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৩′১৮.০০১″ উত্তর ৯০°১৭′৫৬.০০০″ পূর্ব / ২২.৭২১৬৬৬৯৪° উত্তর ৯০.২৯৮৮৮৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | বরিশাল সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ১,৮৭৭ হেক্টর (৪,৬৩৮ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৮,৭৩৪ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ৫১ ৭৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারায়পাশা কড়াপুর ইউনিয়নের আয়তন ৪,৬৩৮ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারায়পাশা কড়াপুর ইউনিয়ন বরিশাল সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিমানবন্দর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৩নং নির্বাচনী এলাকা বরিশাল-৫ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর কড়াপুর |
২নং ওয়ার্ড | মধ্য কড়াপুর |
৩নং ওয়ার্ড | দক্ষিণ কড়াপুর |
৪নং ওয়ার্ড | কটুরাকাঠি, মাকরকাঠি |
৫নং ওয়ার্ড | ধর্মাদী, কুলাকানা |
৬নং ওয়ার্ড | রায়পাশা |
৭নং ওয়ার্ড | মঙ্গলহাটা |
৮নং ওয়ার্ড | শিবপাশা |
৯নং ওয়ার্ড | শোলনা |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পাশা কড়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ৯,০২৫ জন এবং মহিলা ৯,৭০৯ জন। মোট পরিবার ৩,৯১০টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৯%।[১]
হাট-বাজার
সম্পাদনারায়পাশা কড়াপুর ইউনিয়নে ৩ টি হাট হলো:- উত্তর কড়াপুর বসুর হাট এবং রায়পাশা ফকির হাট। এছাড়াও রয়েছে শোলনার হাট রয়েছে পপুলার বাজার মঙ্গলহাটা মৌচাক বাজার ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আবদুল লতিফ - গীতিকার ও সুরকার।
- হানিফ সংকেত
দর্শনীয় স্থান
সম্পাদনা- এই ইউনিয়নে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শতবর্ষ পুরানো কড়াপুর মিয়াবাড়ী জামে মসজি।
- সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা ফকিরের হাটের- নিসর্গ পার্ক।
- বারু খার দিঘী ইত্যাদি।
- রায়পাশা বাজারের পাশে বৌসের বাড়ি নামক হিন্দুবাড়ী ছিল।তবে মুক্তিযুদ্ধের সময় সম্পত্তিটি বিক্রয় করে বৌস পরিবারেই সবাই ভারত চলে যান। এখন এই বাড়িটি একেবারেই বিলীন।
- শিল্পী আব্দুল লতিফের বাড়ি/লাল মাহমুদ হাজ্বী বাড়ী।
- কথা সাহিত্যিক হানিফ সংকেতের বাড়ি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |