রায়পাশা কড়াপুর ইউনিয়ন

বাংলাদেশের বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন

রায়পাশা কড়াপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন

রায়পাশা কড়াপুর
ইউনিয়ন
১নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ
রায়পাশা কড়াপুর বরিশাল বিভাগ-এ অবস্থিত
রায়পাশা কড়াপুর
রায়পাশা কড়াপুর
রায়পাশা কড়াপুর বাংলাদেশ-এ অবস্থিত
রায়পাশা কড়াপুর
রায়পাশা কড়াপুর
বাংলাদেশে রায়পাশা কড়াপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′১৮.০০১″ উত্তর ৯০°১৭′৫৬.০০০″ পূর্ব / ২২.৭২১৬৬৬৯৪° উত্তর ৯০.২৯৮৮৮৮৮৯° পূর্ব / 22.72166694; 90.29888889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
উপজেলাবরিশাল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১,৮৭৭ হেক্টর (৪,৬৩৮ একর)
জনসংখ্যা
 • মোট১৮,৭৩৪
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ৫১ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রায়পাশা কড়াপুর ইউনিয়নের আয়তন ৪,৬৩৮ একর।[]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

রায়পাশা কড়াপুর ইউনিয়ন বরিশাল সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিমানবন্দর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৩নং নির্বাচনী এলাকা বরিশাল-৫ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড উত্তর কড়াপুর
২নং ওয়ার্ড মধ্য কড়াপুর
৩নং ওয়ার্ড দক্ষিণ কড়াপুর
৪নং ওয়ার্ড কটুরাকাঠি, মাকরকাঠি
৫নং ওয়ার্ড ধর্মাদী, কুলাকানা
৬নং ওয়ার্ড রায়পাশা
৭নং ওয়ার্ড মঙ্গলহাটা
৮নং ওয়ার্ড শিবপাশা
৯নং ওয়ার্ড শোলনা

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পাশা কড়াপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ৯,০২৫ জন এবং মহিলা ৯,৭০৯ জন। মোট পরিবার ৩,৯১০টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৯%।[]

হাট-বাজার

সম্পাদনা

রায়পাশা কড়াপুর ইউনিয়নে ৩ টি হাট হলো:- উত্তর কড়াপুর বসুর হাট এবং রায়পাশা ফকির হাট। এছাড়াও রয়েছে শোলনার হাট রয়েছে পপুলার বাজার মঙ্গলহাটা মৌচাক বাজার ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • এই ইউনিয়নে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শতবর্ষ পুরানো কড়াপুর মিয়াবাড়ী জামে মসজি।
  • সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা ফকিরের হাটের- নিসর্গ পার্ক।
  • বারু খার দিঘী ইত্যাদি।
  • রায়পাশা বাজারের পাশে বৌসের বাড়ি নামক হিন্দুবাড়ী ছিল।তবে মুক্তিযুদ্ধের সময় সম্পত্তিটি বিক্রয় করে বৌস পরিবারেই সবাই ভারত চলে যান। এখন এই বাড়িটি একেবারেই বিলীন।
  • শিল্পী আব্দুল লতিফের বাড়ি/লাল মাহমুদ হাজ্বী বাড়ী।
  • কথা সাহিত্যিক হানিফ সংকেতের বাড়ি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা