বঙ্গবন্ধু হাই–টেক সিটি রেলওয়ে স্টেশন
বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি বি শ্রেণীর রেলওয়ে স্টেশন যা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির পশ্চিম পাশে অবস্থিত।[১][২] স্টেশনটি ২০১৮ সালের ১লা নভেম্বর উদ্বোধন করা হয়।[১] বঙ্গবন্ধু হাই-টেক সিটির নিয়মিত যাত্রীদের চলাচলের সুবিধার্থে স্টেশনটি নির্মিত হয়েছে। ৩৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে স্টেশনটি নির্মিত হয়েছে।
বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন | |||||
---|---|---|---|---|---|
বাংলাদেশের বি শ্রেণীর রেলওয়ে স্টেশন | |||||
অবস্থান | বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা ঢাকা বিভাগ বাংলাদেশ | ||||
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | ||||
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে | ||||
লাইন | জামতৈল-জয়দেবপুর লাইন (ডুয়েলগেজ) | ||||
প্ল্যাটফর্ম | ১টি | ||||
রেলপথ | ৩টি | ||||
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | ||||
অন্য তথ্য | |||||
অবস্থা | সচল | ||||
ইতিহাস | |||||
চালু | ১ নভেম্বর ২০১৮ | ||||
| |||||
অবস্থান | |||||
অবস্থান
সম্পাদনাএ স্টেশনটি বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে পশ্চিম দিকে এবং ঢাকা - টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত।
অবকাঠামো
সম্পাদনাএ স্টেশনটির মূল নকশা করা হয়েছে ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের আদলে।[৩] এতে একটি প্ল্যাটফর্ম ও একটি লুপ লাইন রয়েছে।
পরিষেবা
সম্পাদনাবঙ্গবন্ধু হাইটেক পার্ক রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
দুর্ঘটনা
সম্পাদনা- ০৭/১১/২০২০: ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশনের নিকটবর্তী সোনাখালী এলাকার একটি রেল ক্রসিং-এ একটি যাত্রীবাহী বাসের সাথে ৭৬৬ ডাউন নীলসাগর এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে বাসের একজন যাত্রীসহ ২ জন মারা যান। আহত তিনজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল স্টেশন ভবনের উদ্বোধন"। বিডি মর্নিং। ২০১৮-১১-০১। সংগ্রহের তারিখ ২০২০-১২-২২।
- ↑ "বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আসছে ট্রেন সার্ভিস"। ঢাকা টাইমস। ২০১৮-১০-২১। ২০২০-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "গাজীপুরের হাইটেক পার্ক রেলস্টেশন উদ্বোধন"। বাংলা ট্রিবিউন। ২০১৮-১১-০১। ২০১৮-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু ট্রেন চলাচল শুরু বৃহস্পতিবার"। প্রথম আলো। ২০১৮-১১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮।
- ↑ "গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২, ট্রেন চলাচল স্বাভাবিক"। সময় টিভি। ২০২০-১১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৭।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে Bangabandhu Hi-Tech City railway station সম্পর্কিত মিডিয়া দেখুন।