প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই ও বিশেষ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে।[১][২]
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক | |
---|---|
গঠন | ১৯৭৭ |
ওয়েবসাইট | mod |
কাঠামো
সম্পাদনানিজস্ব অবকাঠামো সংস্থাটি গঠিত হয়েছে। মহাপরিচালক হিসেবে রয়েছেন একজন মেজর জেনারেল। তিনি সাতজন পরিচালক নিয়ে সংস্থার কার্যক্রম পরিচালনা করেন। তারা প্রত্যেকেই ব্রিগেডিয়ার জেনারেল কিংবা সমপদের অধিকারী হয়ে থাকেন।[২][৩]
ডিরেক্টরেট অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিএফআই) মহাপরিচালকদের তালিকা
মহাপরিচালকদের নাম | মেয়াদকাল |
---|---|
ব্রিগেডিয়ার রউফ | -১৯৭৫ |
এয়ার ভাইস মার্শাল কে এম আমিনুল ইসলাম | ১৯৭৫–১৯৭৭ |
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালকদের তালিকা
সম্পাদনামহাপরিচালকদের নাম | মেয়াদকাল |
---|---|
উইং কমান্ডার এম হামিউল্লাহ খান | ১৯৭৭-১৯৭৮ |
মেজর জেনারেল মোহাব্বত জান চৌধুরী | ১৯৮০–১৯৮২ |
লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম | |
মেজর জেনারেল এম এ মতিন | ৭ মার্চ ১৯৯৬- |
মেজর জেনারেল এ এস এম নজরুল ইসলাম রবি | ১৯৯৯-২০০১ |
মেজর জেনারেল এম এ হালিম | ২০০১-২০০৩ |
মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী | ২০০৩-২০০৪ |
মেজর জেনারেল সাদিক হাসান রুমি | ২০০৪-২০০৭ |
মেজর জেনারেল এ টি এম আমিন | ২০০৬-২০০৭ |
ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী | ২০০৭-২০০৮ |
মেজর জেনারেল গোলাম মুহাম্মদ | ২০০৮-২০০৯ |
মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর | ২০০৯-২০১১ |
মেজর জেনারেল শেখ মামুন খালেদ | ২০১১-২০১৩ |
মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন | ২০১৩-২০১৭ |
মেজর জেনারেল সাইফুল আবেদীন | ২০১৭-২০২০ |
মেজর জেনারেল মো. সাইফুল আলম | ২০২০-২০২১ |
মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী | ৪ জুলাই ২০২১-২৬ অক্টোবর ২০২২ |
মেজর জেনারেল হামিদুল হক | ২৬ অক্টোবর ২০২২-১২ আগস্ট ২০২৪ |
মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান | ১২ আগস্ট ২০২৪-১৪ অক্টোবর ২০২৪[৪] |
মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম | ১৪ অক্টোবর ২০২৪-বর্তমান |
প্রধান কার্যালয়
সম্পাদনাপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও দপ্তরসমূহ"। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
- ↑ ক খ "History of DGFI" (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪।
- ↑ Ignoring Execution and Tortures (ইংরেজি ভাষায়)। Human Rights Watch। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৮-১২)। "ডিজিএফআই এর নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমান"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১২।
বহিঃসংযোগ
সম্পাদনা