মো. সাইফুল আলম
লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, এসইউপি, বিএসপি, এনডিসি, পিএসসি, পিএইচডি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট ছিলেন।[১] ইতিপূর্বে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতির পূর্বে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ছিলেন।[২]
লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল আলম | |
---|---|
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক | |
কাজের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি ২০২০ – ৪ জুলাই ২০২১ | |
পূর্বসূরী | মো. সাইফুল আবেদীন |
উত্তরসূরী | আহম্মদ তাবরেজ শামস চৌধুরী |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ সেনাবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৮৬-২০২৪ |
পদ | লেফটেন্যান্ট জেনারেল |
কমান্ড |
|
কর্মজীবন
সম্পাদনাসাইফুল আলম ২৭ জুন ১৯৮৬ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৪তম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত হন। তিনি তার বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সর্ড অব অনার এবং অ্যাকাডেমিক স্বর্ণপদক অর্জন করেন।[৩] তিনি ১১তম পদাতিক ডিভিশনের অধীনে একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন।[৪] ১১তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পর, ২৮ ফেব্রুয়ারি ২০২০ সালে তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।[৫][৬]
বগুড়ায় ১১ পদাতিক ডিভিশনে জিওসি হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[৭][৮] তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরের ডিরেক্টিং স্টাফ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এবং স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স (এসআইএন্ডটি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার ছিলেন।
৫ জুলাই ২০২১ সালে, আলমকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।[৯] ২৯ জানুয়ারি ২০২৪ সালে তাকে জাতীয় প্রতিরক্ষা কলেজ, বাংলাদেশের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আগস্ট ২০২৪ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হন।
৩ সেপ্টেম্বর ২০২৪ সালে, তার ব্যাংক হিসাব বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দ্বারা জব্দ করা হয়। একই সাথে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক হিসাব এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর ২০২৪ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।[১০][১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত"। banglanews24.com। ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ডিজিএফআই পেল নতুন ডিজি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাইফুল আলম ডিজিএফআই প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত, সেনাবাহিনীর পাঁচ মেজর জেনারেল নতুন দায়িত্বে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২১-১১-২০।
- ↑ "ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সাইফুল আলম | জাতীয়"। দৈনিক ইত্তেফাক। ২০২০-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ "সাইফুল আলম ডিজিএফআই প্রধান"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৯-১২)। "লেফটেন্যান্ট জেনারেল মজিবুর বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১২।
- ↑ "মেজর জেনারেল মোঃ সাইফুল আলম"। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। ঢাকা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সাইফুল আলম | জাতীয়। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ "বাংলাদেশ সেনাবাহিনীতে সাইফুল আলম কোয়ার্টারমাস্টার জেনারেল নিযুক্ত; তাবরেজ শামস ডিজিএফআই এর নতুন প্রধান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫।
- ↑ "লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে"। skhobor.com। ১২ সেপ্টেম্বর ২০২৪। ২০২৪-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "লে. মজিবুরকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসর"। RTV Online। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১২।