শেখ মামুন খালেদ

বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডার

শেখ মামুন খালেদ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার যিনি সাবেক মহাপরিচালক ফোর্সেস ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেল। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। [][][]

শেখ মামুন খালেদ
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা Bangladesh Army
পদমর্যাদালেফটেন্যান্ট জেনারেল
ইউনিটসিগন্যাল কর্পস
নেতৃত্বসমূহকমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ (বাংলাদেশ)
মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই)।
কমান্ডার, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
কমান্ডার, সেনাবাহিনীর লজিস্টিক এরিয়া (লগ এরিয়া)।

লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কর্পস অফিসার। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ২ বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উপাচার্য ছিলেন। [] তিনি পিএইচডি এর জন্য চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) পিএইচডি সম্পন্ন কারী প্রথম ব্যক্তি। [][]

শেখ মামুন খালেদ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মিলিটারি ইন্টেলিজেন্স স্কুল, আর্মি সদর দফতর, আর্ফেন্ট্রি বিভাগের কর্নেল স্টাফ, সামরিক সামরিক গোয়েন্দা বিভাগের কমান্ডার, এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়ার প্রশিক্ষক ছিলেন। বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডার হিসেবে অভিহিত হওয়ার পূর্বে তিনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডার ছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Govt names new DGFI chief"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  2. "BUP, CUB sign deal to boost co-op"thedailystar.net। দ্য ডেইলি স্টার। ২১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  3. "Commandant"www.ndc.gov.bd 
  4. "BUP VC Khaled earns Chancellor Gold Medal"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০১৬-০১-২৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৪ 
  5. "Maj Gen Sheikh Mamun new DGFI chief"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১১-০৬-২১। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৮ 
  6. "Commandant"www.ndc.gov.bd