ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুসারে ২৮ নক্ষত্রের ৭ম সদস্যা যুগ্নতারা, যাদেরকে সৈন্ধান্তিকরা শুধু পুনর্বসু নামে ও প্রাচীন ঋগ্বেদীয় ঋষিরা অদিতি ও দিতি নামে ডাকতো।[১] আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রভুক্তদ্বয়ের আমরা পাই মিথুন রাশির উজ্জ্বল দুই সদস্য Pollux (বীটা জেমিনি) ও Castor (আলফা জেমিনি)।