নক্ষত্র (হিন্দু জ্যোতিষ)
ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও বৈদিকদের জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্র হল চন্দ্রপথের ২৮টি ভাগ যেগুলো "চন্দ্রনিবাস" হিসেবে পরিচিত । সূর্যের গতিপথকে যেমন ১২ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে রাশি তেমনি চন্দ্রপথকে ২৮ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে নক্ষত্র । বিভিন্ন দেশে এই চন্দ্রনিবাসসমূহের নাম বিভিন্ন । ভূমধ্যাঞ্চলীয় আরবে ও পূর্বাঞ্চলীয় চীনে সময় পরিমাপের এ প্রাকৃতিক ঘড়িটিকে ২৮ ভাগেই ভাগ ক'রে নিয়েছে । আরবরা একে বলে "মঞ্জিল" [১] আর চীনাদের কাছে এ "সিউ" নামে পরিচিত । মিশরেও এমন এক আকাশবিভাজন পাওয়া যায় , যা ৩৬ ভাগে বিভক্ত "দেকান" নামে পরিচিত[২] । প্রাচীন গ্রিসে এধরনের কোন চন্দ্রনিবাস চর্চার কথা জানা যায় না । গণিতজ্যোতিষে গাণিতিকভাবে ১২.৮৫৩ (বা ১২° ৫১ ৩/৭') অংশে (degree) এক নক্ষত্র ও ২.৩ নক্ষত্রে এক রাশি হিসেব করা হয় ।
পর্যবেক্ষণের ইতিহাস
সম্পাদনাসময়ের হিসেব রাখার প্রয়োজনে নিশাসঙ্গী চাঁদের গতিপথকে মানুষ বুঝতে চেয়ে আসছে কত আগে থেকে তা এখনও অজানা । সম্প্রতি স্কটল্যান্ডের আবডীনশায়ারে অন্তত ১০,০০০ বছরের প্রাচীন এক চন্দ্রনিবাসের সন্ধান পেয়েছে একদল প্রত্নতাত্ত্বিক[৩] যা প্রচলিত চন্দ্রনিবাসগুলোর প্রাচীনতমটির থেকেও ৫,০০০ বছর আগের ।[৪]
নক্ষত্রাদি
সম্পাদনাঋগ্বেদীয় দেবদেবী ইন্দ্র , অগ্নি , সোম , বিশ্বদেব , অশ্বিদ্বয় , মরুৎগণ , বরুণ প্রমুখ দেবতা সূক্ত-দ্রষ্টা ঋষিদের মননে যথাক্রমে জ্যেষ্ঠা , কৃত্তিকা , মৃগশিরা , উত্তরাষাঢ়া , অশ্বিণী , শতভিষা , স্বাতী প্রভৃতি । সর্বপ্রাচীন যে গ্রন্থে ২৮ নক্ষত্রের তালিকা পাওয়া তার নাম যজুর্বেদ ৪.৪.১০ । এছাড়া অথর্ববেদ ১৯.৭ ও লগধের বেদাঙ্গ জ্যোতিষেও এর উল্লেখ পাওয়া যায় , যেটি খ্রী.পূ. ১২শ শতাব্দীর রচিত হয়।[৫][৬] সে সময়কালটি ভারতীয় উপমহাদেশে প্রাচীন সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত পরবর্তী হরপ্পা যুগকে নির্দেশ করে । যদিও জ্যোতিষীয় চর্চায় জ্যোতির্বিজ্ঞানের সুস্পষ্টভাবে চিহ্নিত অভিজিৎ নক্ষত্রকে ধারণ করতে পারেনি [৭] , কারণ চন্দ্রনিবাস হিসেবে অভিজিতের বিস্তৃতি অন্য নক্ষত্রদের থেকে কম[৮][৯]
ক্রম | জ্যোতিষ-সৈদ্ধান্তিক নাম | ঋগ্বৈদিক নাম | আরব্য নাম (সঙ্গীতারা) | রাশি-তারামণ্ডল(মূল নক্ষত্র) | তারা(দি) | জ্যোতিষ-সৈদ্ধান্তিক তথ্যাদি | আকাশে অবস্থান |
---|---|---|---|---|---|---|---|
১ | অশ্বিনী | নাসত্য ও দস্র (অশ্বিদ্বয়) | শেরাতন বা আশরাৎ (দ্বিচিহ্ন) α Ari (হামাল) , β Ari (শারতিনা) এবং γ2 Ari (মেসারথিম) | মেষ (Aries) ৬ই চৈত্র - ৫ই বৈশাখ ২১শে মার্চ - ১৯/২০শে এপ্রিল | শৈলিনী ও মোহিনী | ||
২ | ভরণী | বিবস্বানপুত্র,যম,সংবরণ,সংযম | বোতিনা (ভেড়ার উদর) ε Ari , δ Ari (বোতিনা) , এবং ρ3 Ari | মেষ (Aries) ৬ই চৈত্র - ৫ই বৈশাখ ২১শে মার্চ - ১৯/২০শে এপ্রিল | একচল্লিশিনী , পঁয়ত্রিশিনী ও ঊনচল্লিশিনী | ||
৩ | কৃত্তিকা | অগ্নি,দহন | থেরিয়া তারাগুচ্ছ | বৃষ (Taurus) ২০/২১ এ - ২১ মে | আলোছায়িনী , ষোড়শিনী , সপ্তদশিনী , অষ্টাদশিনী , ঊনবিংশতিনী , বিংশতিনী , একবিংশতিনী , দ্বাবিংশতিনী , ত্রয়োবিংশতিনী , সপ্তবিংশতিনী ও অষ্টবিংশতিনী | ||
৪ | রোহিণী | বিধাতা,ব্রহ্ম,স্বয়ম্ভূ,প্রজাপতি,সূনুর্দ্দাধার | দুবরান (কৃত্তিকার অনুগামী) α_Tau (আলদুবরান বা রোহিনী) ও হাইডিস বা রোহিনী | বৃষ (Taurus) ২০/২১ এ - ২১ মে | হরিদ্রাবিণী | ||
৫ | মৃগশিরা | সোম ( চাঁদ , যজ্ঞসোম) | হেখায়া (ঘোড়ার গায়ের দাগ) λ Ori (মেইসা), φ1 Ori এবং φ2 Ori | কালপুরুষ (Orion) ৩১ মে | মিশ্রিনী , খননী | ||
৬ | আর্দ্রা | রুদ্র (ঝড়ের দেব) | হ্যনাহ (উটের ঘাড়) γ Gem (আলহানা) এবং ξ Gem | কালপুরুষ (Orion) | বেতালজয়িনী | ||
৭ | পুনর্বসু | অদিতি (ভূমি) | জ্যিরাহ (সিংহের স্কন্ধ) α Gem (বিষ্ণুতারা) এবং β Gem (সোমতারা) | মিথুন (Gemini) ২১/২২ মে - ২১ জুন | সোমতারা ও বিষ্ণুতারা | ||
৮ | পুষ্যা (তিষ্যা) | ব্রহ্মণষ্পতি (বাচস্পতি , বৃহস্পতি) (Jupiter) | নাথরাহ (সিংহের নাকের ডগা) Praesepe বা পুষ্যা তারকাগুচ্ছ এবং γ Cnc (অ্যাসেলাস বোরিয়ালিস) এবং δ Cnc (অ্যাসেলাস অস্ট্রালিস) | কর্কট (Cancer) ২২ জুন - ২০/২২ জুলাই | পূর্বিনী , মধ্যবর্তনী ও পশ্চিমী | ||
৯ | অশ্লেষা | অহি (সাপ) | তার্ফ (সিংহের চাহনি) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: κ Cnc এবং λ Leo (আলতার্ফ) | বাসুকী (Hydra) | ঈষিতিনী , মালতিনী , অতিনী , রোদিনী ও পীনোন্নতিনী | ||
১০ | মঘা | পিতৃ (পূর্বপুরুষ) | জাবাহ (সিংহের কপাল) ৪টি নক্ষত্র নিয়ে গঠিত: ζ Leo (আধাফেরা), γ1 Leo (আলজবাহ), η Leo এবং α Leo (মঘা) | সিংহ (Leo) ২১/২৩ জুলাই - ২০/২২ আগস্ট | রাগিনী | ||
১১ | পূর্বফল্গুনী | ভগ (জনন সহযোগিনী) | জ্যাব্রাহ (সিংহের কেশর) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: δ Leo (জ্যোসমা) এবং θ Leo (শারতিনা) | সিংহ (Leo) ২১/২৩ জুলাই - ২০/২২ আগস্ট | জ্যোৎস্নাময়ী , চিৎময়ী | ||
১২ | উত্তরফল্গুনী | অর্য্যমা (সহযোগিনী ও দাত্রী) | শারাফাহ (শীতের সূচক) ১টি নক্ষত্র নিয়ে গঠিত: β Leo (ডেনাবোলা) | সিংহ (Leo) ২১/২৩ জুলাই - ২০/২২ আগস্ট | দানয়িত্রী | ||
১৩ | হস্তা | সবিতা (সূর্য,সবিতৃ,সূর্যা) (Sun) | আউয়া (বাঁক) ৫টি নক্ষত্র নিয়ে গঠিত: β Vir (জাভিওয়া), η Vir (জানিয়াহ), γ Vir (পোরিমা), δ Vir এবং ε Vir (ভিন্ডেমিয়াট্রিক্স) | করতল (Corvus) | গনগনিণী , কৃয়িনী , গরবিনী , মিনতিনী ও কিঙ্কিনী | ||
১৪ | চিত্রা | ত্বষ্টা (গতিময়ী) | সিমাখ (নিরস্ত্র মহান ব্যক্তি) ১টি নক্ষত্র নিয়ে গঠিত: α Vir (চিত্রা) | কন্যা (Virgo) ২১/২৩ আগস্ট - ২০/২৩ সেপ্টেম্বর | ইপ্সিতা | ||
১৫ | স্বাতি | বায়ু,মরুত্মান | গফর (সিংহের পুচ্ছ) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: ι Vir (শুরমা), κ Vir এবং λ Vir | কৃষক (Bootes) | অতর্কিতা | ||
১৬ | বিশাখা | ইন্দ্রাগ্নি (দেবরাজ+অগ্নিদেব) | জুব্যানাহ (বৃস্চিকের দাঁড়াঁ) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: α2 Lib (জুবেনিলজেনুবি) এবং β Lib (জুবেনেস্চামালি) | তুলা (Libra) ২১/২৪ সে - ২০/২৩ অক্টোবর | সুচর্মী , জাহ্নবী , হৃদ্ময়ী ও শিৎময়ী | ||
১৭ | অনুরাধা | মিত্র (এক আদিত্য-বন্ধুত্ব ও অংশীদারীত্বের) | ইকালেই (রত্নখচিত মুকুট) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: β1 Sco (আকরাব), δ Sco (দেসচুবা) এবং π Sco, তবে আল সুফি অনুযায়ী : θ Lib, κ Lib এবং 42 Lib | বৃশ্চিক (Scorpius) ২১/২৪ অ - ২০/২৪ নভেম্বর | জঙ্গমী , অক্রোধী ও পললী |
|
|
১৮ | জ্যেষ্ঠা | ইন্দ্র (দেবরাজ) | কাল্ব (বৃস্চিকের হৃদয়) ১টি নক্ষত্র নিয়ে গঠিত: α Sco (জ্যেষ্ঠা বা Antares) | বৃশ্চিক (Scorpius) ২১/২৪ অ - ২০/২৪ নভেম্বর | অন্তরী , নয়নী ও সিঁথিনী |
|
|
১৯ | মূলা | নির্ঋতি , পিতৃ | সাওলাহ (বৃস্চিকের হূল) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: λ Sco (শউলা) এবং υ Sco (লেস্যাথ) | বৃশ্চিক (Scorpius) ২১/২৪ অ - ২০/২৪ নভেম্বর | শালিনী , সর্গিনী , আস্তীর্ণা , গৈরিকা , ললিতা , অপেলবা , অকৃয়া , ইতি , জটিনী ও জবা |
|
|
২০ | পূর্বাষাঢ়া | আপঃ,অপাংনপাৎ (জলদেব) | নইম (উটপাখি) ζ Sgr (অ্যাসেলা), φ Sgr, δ Sgr (কাউস মেদিয়া) ও ε Sgr (কাউস অস্ট্রালিস) এর আশেপাশের অংশ | ধনু (Sagittarius) ২১/২৩ ন - ২০/২১ ডি | ঊর্ধ্বকর্ষিণী , মধ্যকর্ষিণী | ||
২১ | উত্তরাষাঢ়া | বিশ্বদেবগণ | বালদাহ (ফাঁকা স্থান) আল নইম ও সাদ আল জ্যেবিহ্ এর মাঝের ফাঁকা অংশ | ধনু (Sagittarius) ২১/২৩ ন - ২০/২১ ডি | নির্মিলিতা,অাস্বাদিনী | ||
২২ | অভিজয়িনী (অভীষ্ট বিজয়িনী) | মহাবিষ্ণু | সাদ আল জ্যেবিহ্ (কসাই এর ভাগ্যতারা) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: α1 Cap (অ্যালগেদি) এবং β Cap (দাবিহ) | বীণা (Lyra) | আলাপিনী , যতি , ডলিনী , সুলাফিনী ও শল্যিনী |
|
|
২৩ | শ্রবণা (শ্রবণকারিনী) | বিষ্ণু (বিশ্বপালক) | সাদ ব্যলা (পেটুকের ভাগ্যতারা) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: ν Aqr, μ Aqr এবং ε Aqr (আলবেলি) | ঈগল (Aquila) | অালতোনী , আলস্যিনী ও তরঙ্গিণী | ||
২৪ | ধনিষ্ঠা (শ্রবিষ্ঠা) (সম্পদময়ী) (গতিময়ী) | বসুগণ,অষ্টবসু (পার্থিব কাঙ্খা পূরণকারিণী) | সাদ আল সৌদ (ভাগ্যবানের ভাগ্যতারা) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: β Aqr (সাদালসুদ), ξ Aqr এবং λ Cap | শুশুক (Delphinus) | সুলোচনা , রতি , গমগমিনী ও গমগমী | ||
২৫ | শতভিষা (শত আকাঙ্খিনী) | বরুণ (নভজলাশয়াদির দেব) | সাদ আল আখেবিয়াতো (তাঁবুর বাসিন্দাদের ভাগ্যতারা) ৪টি নক্ষত্র নিয়ে গঠিত: γ Aqr (সাদাচিবা), π Aqr, ζ2 Aqr এবং η Aqr | কুম্ভ (Aquarius) ২১ জা - ১৯ ফে | অক্ষিণী | ||
২৬ | পূর্ব ভাদ্রপদ (প্রথম আশীষপ্রাপ্তা) | অজৈকপাদ (অনলবর্ষী সাপ) | মুকাদ্দম (কুম্ভের সামনের দিক) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: α এবং (আলফার্জ) এবং γ Peg (আলজেনিব) | পক্ষীরাজ (Pegasus) | শিৎকৃয়ী ও মর্মরী | ||
২৭ | উত্তর ভাদ্রপদ (দ্বিতীয় আশীষপ্রাপ্তা) | অহির্ব্রধ্ম (গভীরজলের সাপ) | খ্যারাহু (কুম্ভের পশ্চাৎ দিক) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: β Peg (Scheat) এবং α Peg (Markab) | পক্ষীরাজ (Pegasus) ও অন্তর্ময়ী (Andromeda) | জিন্ময়ী ও থরিনী | ||
২৮ | রেবতী (অগ্রসরিনী) | পূষা,পূষণ(পালক/পালিকা) | রাশা বা বতন আল হুত (কুয়োর দড়ি বা মাছের পেটি) , বশিষ্ঠতারা এবং তারা-দিয়ে-তৈরী দু'টি বাঁক নিয়ে গঠিত যা মাছের আকার গঠন করে | মীন (Pisces) ২০ ফে - ২০ মার্চ | জয়া |
নক্ষত্রের তাৎপর্য
সম্পাদনাপ্রাগেতিহাসিক কাল থেকে সময়ের হিসেব রাখার প্রয়োজনেই চাঁদ-পৃথিবী-সূর্য-তারামন্ডল দিয়ে পরমকরুণাময় সৃজক-নির্মিত বিশাল পরিসরের এ প্রাকৃতিক ঘড়িটিকে মানুষ ব্যবহার ক'রে আসছে । চাঁদ প্রত্যেক তিথিতে একেকটি নক্ষত্রের সীমানায় অবস্থান করে। পূর্ণিমার দিন চাঁদ যে নক্ষত্রে অবস্থান করে তদনুসারে মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ইত্যাদি রাখা হয়েছে । প্রত্যেক নক্ষত্রের আকাশস্থানের পরিমাণ (৩৬০ / ২৮ = ১২ ডিগ্রী ৮৬ মিনিট)। প্রতিটি নক্ষত্রের একটি বিশেষ তারাকে (সাধারণত উজ্জ্বলতম তারাকে) নির্দিষ্ট করা হয় এবং একে যোগতারা বলা হয়। কোন নক্ষত্রের আদিবিন্দু থেকে ঐ নক্ষত্রের যোগতারা পর্যন্ত ভূকক্ষের অংশকে উক্ত নক্ষত্রের ভোগ বলা হয়। শাস্ত্রে নক্ষত্রের অবস্থান এবং যোগতারা নির্দিষ্ট করা আছে। তাই প্রত্যেক নক্ষত্রের ভোগ নির্দিষ্ট। এর কোন পরিবর্তন হয়না।
হিন্দু পুরাণ
সম্পাদনাহিন্দু পুরাণে ২৮ টি নক্ষত্র নিয়ে গল্প আছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ W. B. Yeats and "A Vision": The Arab Mansions of the Moon
- ↑ "Gary D. Thompson chapter 11-24"। ২৬ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬।
- ↑ http://phys.org/news/2013-07-scotland-lunar-calendar-stone-age-rethink.html#
- ↑ http://dx.doi.org/10.11141/ia.34.1
- ↑ B.G. Tilak , The Orion (the Antiquity of the Vedas) , Publisher:Radhabai Atmaram Sagoon 1898 , page 38
- ↑ https://www.geogebra.org/m/hPzeVrAD
- ↑ Burgess, Ebenezer (১৮৫৮)। Translation of the Surya Siddhantha, a Textbook of Hindu Astronomy। The American Oriental Society।
- ↑ জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণে অভিজিতের নিবাস মকর রাশিমন্ডলের ০৬°৪০' থেকে ১০°৫৩'৪০ অর্থাৎ উত্তরাষাঢ়ার শেষ(৪র্থ) পাদ থেকে শ্রবণার ১/১৫ অংশে , পশ্চিমা হিসেবে ২২°৪০' মকর - ২৬° কুম্ভ
- ↑ http://www.constellationsofwords.com/stars/MoonMansions.htm