নক্ষত্র (হিন্দু জ্যোতিষ)

ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও বৈদিকদের জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্র হল চন্দ্রপথের ২৮টি ভাগ যেগুলো "চন্দ্রনিবাস" হিসেবে পরিচিত । সূর্যের গতিপথকে যেমন ১২ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে রাশি তেমনি চন্দ্রপথকে ২৮ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে নক্ষত্র । বিভিন্ন দেশে এই চন্দ্রনিবাসসমূহের নাম বিভিন্ন । ভূমধ্যাঞ্চলীয় আরবে ও পূর্বাঞ্চলীয় চীনে সময় পরিমাপের এ প্রাকৃতিক ঘড়িটিকে ২৮ ভাগেই ভাগ ক'রে নিয়েছে । আরবরা একে বলে "মঞ্জিল" [] আর চীনাদের কাছে এ "সিউ" নামে পরিচিত । মিশরেও এমন এক আকাশবিভাজন পাওয়া যায় , যা ৩৬ ভাগে বিভক্ত "দেকান" নামে পরিচিত[] । প্রাচীন গ্রিসে এধরনের কোন চন্দ্রনিবাস চর্চার কথা জানা যায় না । গণিতজ্যোতিষে গাণিতিকভাবে ১২.৮‌৫৩ (বা ১২° ৫১ ৩/৭') অংশে (degree) এক নক্ষত্র ও ২.৩ নক্ষত্রে এক রাশি হিসেব করা হয় ।

পর্যবেক্ষণের ইতিহাস

সম্পাদনা

সময়ের হিসেব রাখার প্রয়োজনে নিশাসঙ্গী চাঁদের গতিপথকে মানুষ বুঝতে চেয়ে আসছে কত আগে থেকে তা এখনও অজানা । সম্প্রতি স্কটল্যান্ডের আবডীনশায়ারে অন্তত ১০,০০০ বছরের প্রাচীন এক চন্দ্রনিবাসের সন্ধান পেয়েছে একদল প্রত্নতাত্ত্বিক[] যা প্রচলিত চন্দ্রনিবাসগুলোর প্রাচীনতমটির থেকেও ৫,০০০ বছর আগের ।[]

নক্ষত্রাদি

সম্পাদনা

ঋগ্বেদীয় দেবদেবী ইন্দ্র , অগ্নি , সোম , বিশ্বদেব , অশ্বিদ্বয় , মরুৎগণ , বরুণ প্রমুখ দেবতা সূক্ত-দ্রষ্টা ঋষিদের মননে যথাক্রমে জ্যেষ্ঠা , কৃত্তিকা , মৃগশিরা , উত্তরাষাঢ়া , অশ্বিণী , শতভিষা , স্বাতী প্রভৃতি । সর্বপ্রাচীন যে গ্রন্থে ২৮ নক্ষত্রের তালিকা পাওয়া তার নাম যজুর্বেদ ৪.৪.১০ । এছাড়া অথর্ববেদ ১৯.৭ ও লগধের বেদাঙ্গ জ্যোতিষেও এর উল্লেখ পাওয়া যায় , যেটি খ্রী.পূ. ১২শ শতাব্দীর রচিত হয়।[][] সে সময়কালটি ভারতীয় উপমহাদেশে প্রাচীন সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত পরবর্তী হরপ্পা যুগকে নির্দেশ করে । যদিও জ্যোতিষীয় চর্চায় জ্যোতির্বিজ্ঞানের সুস্পষ্টভাবে চিহ্নিত অভিজিৎ নক্ষত্রকে ধারণ করতে পারেনি [] , কারণ চন্দ্রনিবাস হিসেবে অভিজিতের বিস্তৃতি অন্য নক্ষত্রদের থেকে কম[][]

ক্রম জ্যোতিষ-সৈদ্ধান্তিক নাম ঋগ্বৈদিক নাম আরব্য নাম (সঙ্গীতারা) রাশি-তারামণ্ডল(মূল নক্ষত্র) তারা(দি) জ্যোতিষ-সৈদ্ধান্তিক তথ্যাদি আকাশে অবস্থান
অশ্বিনী নাসত্য ও দস্র (অশ্বিদ্বয়) শেরাতন বা আশরাৎ (দ্বিচিহ্ন) α Ari (হামাল) , β Ari (শারতিনা) এবং γ2 Ari (মেসারথিম) মেষ (Aries) ৬ই চৈত্র - ৫ই বৈশাখ ২১শে মার্চ - ১৯/২০শে এপ্রিল শৈলিনীমোহিনী
  • আকাশে সঙ্গী : কেতু (দক্ষিণ চান্দ্র বিন্দু)
  • চিহ্ন/প্রতীক : ঘোড়ার মাথা
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ০° - ১৩°২০' মেষ ; পশ্চিমা ২৬° Aries - ৯°২০' Taurus
 
ভরণী বিবস্বানপুত্র,যম,সংবরণ,সংযম বোতিনা (ভেড়ার উদর) ε Ari , δ Ari (বোতিনা) , এবং ρ3 Ari মেষ (Aries) ৬ই চৈত্র - ৫ই বৈশাখ ২১শে মার্চ - ১৯/২০শে এপ্রিল একচল্লিশিনী , পঁয়ত্রিশিনীঊনচল্লিশিনী
  • আকাশে সঙ্গী : শুক্র (Venus)
  • চিহ্ন/প্রতীক : ভগ (যোনি)
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১৩°২০' - ২৬°৪০' মেষ ; পশ্চিমা : ৯°২০' - ২২°৪০' Taurus
 
কৃত্তিকা অগ্নি,দহন থেরিয়া তারাগুচ্ছ বৃষ (Taurus) ২০/২১ এ - ২১ মে আলোছায়িনী , ষোড়শিনী , সপ্তদশিনী , অষ্টাদশিনী , ঊনবিংশতিনী , বিংশতিনী , একবিংশতিনী , দ্বাবিংশতিনী , ত্রয়োবিংশতিনী , সপ্তবিংশতিনীঅষ্টবিংশতিনী
  • আকাশে সঙ্গী : সূর্য (Sun)
  • চিহ্ন/প্রতীক : কর্তনী (কৃপাণ)
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ২৬°৪০' মেষ - ১০° বৃষ ; পশ্চিমা : ২২°৪০' Taurus - ৬° Gemini
 
রোহিণী বিধাতা,ব্রহ্ম,স্বয়ম্ভূ,প্রজাপতি,সূনুর্দ্দাধার দুবরান (কৃত্তিকার অনুগামী) α_Tau (আলদুবরান বা রোহিনী) ও হাইডিস বা রোহিনী বৃষ (Taurus) ২০/২১ এ - ২১ মে হরিদ্রাবিণী
  • আকাশে সঙ্গী : চাঁদ
  • চিহ্ন/প্রতীক : রথ , মন্দির , অশ্বথ(বট)বৃক্ষ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১০° - ২৩°২০' বৃষ ; পশ্চিমা : ৬° - ১৯°২০' Gemini
 
মৃগশিরা সোম ( চাঁদ , যজ্ঞসোম) হেখায়া (ঘোড়ার গায়ের দাগ) λ Ori (মেইসা), φ1 Ori এবং φ2 Ori কালপুরুষ (Orion) ৩১ মে মিশ্রিনী , খননী
  • আকাশে সঙ্গী' : মঙ্গল (Mars)
  • চিহ্ন/প্রতীক : হরিণের মাথা
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ২৩°২০' বৃষ - ৬°৪০' মিথুন পশ্চিমা: ১৯°২০' Gemini - ২°৪০' Cancer
 
আর্দ্রা রুদ্র (ঝড়ের দেব) হ্যনাহ (উটের ঘাড়) γ Gem (আলহানা) এবং ξ Gem কালপুরুষ (Orion) বেতালজয়িনী
  • আকাশে সঙ্গী : রাহু (উত্তর চান্দ্রবিন্দু)
  • চিহ্ন/প্রতীক : অশ্রুবিন্দু , হীরক , নরমস্তক
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ৬°৪০' - ২০° মিথুন পশ্চিমা: ২°৪০' - ১৬° Cancer
 
পুনর্বসু অদিতি (ভূমি) জ্যিরাহ (সিংহের স্কন্ধ) α Gem (বিষ্ণুতারা) এবং β Gem (সোমতারা) মিথুন (Gemini) ২১/২২ মে - ২১ জুন সোমতারাবিষ্ণুতারা  
পুষ্যা (তিষ্যা) ব্রহ্মণষ্পতি (বাচস্পতি , বৃহস্পতি) (Jupiter) নাথরাহ (সিংহের নাকের ডগা) Praesepe বা পুষ্যা তারকাগুচ্ছ এবং γ Cnc (অ্যাসেলাস বোরিয়ালিস) এবং δ Cnc (অ্যাসেলাস অস্ট্রালিস) কর্কট (Cancer) ২২ জুন - ২০/২২ জুলাই পূর্বিনী , মধ্যবর্তনীপশ্চিমী
  • আকাশে সঙ্গী : শনি (Saturn)
  • চিহ্ন/প্রতীক : বাঁট (ওলান) , পদ্মকোড়ক , ধনুর্বৃত্ত
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ৩°২০' -১৬°৪০' কর্কট পশ্চিমা ২৯°২০' Cancer - ১২°৪০' Leo
 
অশ্লেষা অহি (সাপ) তার্ফ (সিংহের চাহনি) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: κ Cnc এবং λ Leo (আলতার্ফ) বাসুকী (Hydra) ঈষিতিনী , মালতিনী , অতিনী , রোদিনীপীনোন্নতিনী
  • আকাশে সঙ্গী : বুধ (Mercury)
  • চিহ্ন/প্রতীক : সাপ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১৬°৪০' - ৩০° কর্কট পশ্চিমা ১২°৪০' - ২৬° Leo
 
১০ মঘা পিতৃ (পূর্বপুরুষ) জাবাহ (সিংহের কপাল) ৪টি নক্ষত্র নিয়ে গঠিত: ζ Leo (আধাফেরা), γ1 Leo (আলজবাহ), η Leo এবং α Leo (মঘা) সিংহ (Leo) ২১/২৩ জুলাই - ২০/২২ আগস্ট রাগিনী
  • আকাশে সঙ্গী : কেতু (দক্ষিণ চান্দ্রবিন্দু)
  • চিহ্ন/প্রতীক : সিংহাসন
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ০° - ১৩°২০' সিংহ পশ্চিমা ২৬° Leo - ৯°২০' Virgo
 
১১ পূর্বফল্গুনী ভগ (জনন সহযোগিনী) জ্যাব্রাহ (সিংহের কেশর) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: δ Leo (জ্যোসমা) এবং θ Leo (শারতিনা) সিংহ (Leo) ২১/২৩ জুলাই - ২০/২২ আগস্ট জ্যোৎস্নাময়ী , চিৎময়ী
  • আকাশে সঙ্গী : শুক্র (Venus)
  • চিহ্ন/প্রতীক : ডুমুর গাছ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১৩°২০' - ২৬°৪০' সিংহ পশ্চিমা ৯°২০' - ২২°৪০' Virgo
 
১২ উত্তরফল্গুনী অর্য্যমা (সহযোগিনী ও দাত্রী) শারাফাহ (শীতের সূচক) ১টি নক্ষত্র নিয়ে গঠিত: β Leo (ডেনাবোলা) সিংহ (Leo) ২১/২৩ জুলাই - ২০/২২ আগস্ট দানয়িত্রী
  • আকাশে সঙ্গী : সূর্য (Sun)
  • চিহ্ন/প্রতীক : শয্যার চার পায়া
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ২৬°৪০' সিংহ- ১০° কন্যা পশ্চিমা ২২°৪০' Virgo - ৬° Libra
 
১৩ হস্তা সবিতা (সূর্য,সবিতৃ,সূর্যা) (Sun) আউয়া (বাঁক) ৫টি নক্ষত্র নিয়ে গঠিত: β Vir (জাভিওয়া), η Vir (জানিয়াহ), γ Vir (পোরিমা), δ Vir এবং ε Vir (ভিন্ডেমিয়াট্রিক্স) করতল (Corvus) গনগনিণী , কৃয়িনী , গরবিনী , মিনতিনীকিঙ্কিনী
  • আকাশে সঙ্গী : চন্দ্র (Moon)
  • চিহ্ন/প্রতীক : করতল বা মুঠো
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য 10° - 23°20' কন্যা পশ্চিমা 6° - 19°20' Libra
 
১৪ চিত্রা ত্বষ্টা (গতিময়ী) সিমাখ (নিরস্ত্র মহান ব্যক্তি) ১টি নক্ষত্র নিয়ে গঠিত: α Vir (চিত্রা) কন্যা (Virgo) ২১/২৩ আগস্ট - ২০/২৩ সেপ্টেম্বর ইপ্সিতা
  • আকাশে সঙ্গী : মঙ্গল (Mars)
  • চিহ্ন/প্রতীক : অলংকার
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য 23°20' কন্যা - 6°40' তুলা পশ্চিমা: 19°20' Libra - 2°40' Scorpio
 
১৫ স্বাতি বায়ু,মরুত্মান গফর (সিংহের পুচ্ছ) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: ι Vir (শুরমা), κ Vir এবং λ Vir কৃষক (Bootes) অতর্কিতা
  • আকাশে সঙ্গী : রাহু (উত্তর চান্দ্রবিন্দু)
  • চিহ্ন/প্রতীক : অঙ্কুর , প্রবাল
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য 6°40' - 20° তুলা পশ্চিমা 2°40' - 16° Scorpio
 
১৬ বিশাখা ইন্দ্রাগ্নি (দেবরাজ+অগ্নিদেব) জুব্যানাহ (বৃস্চিকের দাঁড়াঁ) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: α2 Lib (জুবেনিলজেনুবি) এবং β Lib (জুবেনেস্চামালি) তুলা (Libra) ২১/২৪ সে - ২০/২৩ অক্টোবর সুচর্মী , জাহ্নবী , হৃদ্ময়ীশিৎময়ী
  • আকাশে সঙ্গী : বৃহস্পতি (গুরুগ্রহ) (Jupiter)
  • চিহ্ন/প্রতীক : অলাতচক্র (কুমারজাতি ব্যবহৃত ঘূর্ণন-চক্র)
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য 20° Tula - 3°20' বৃশ্চিক পশ্চিমা 16° - 29°20' Scorpio
 
১৭ অনুরাধা মিত্র (এক আদিত্য-বন্ধুত্ব ও অংশীদারীত্বের) ইকালেই (রত্নখচিত মুকুট) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: β1 Sco (আকরাব), δ Sco (দেসচুবা) এবং π Sco, তবে আল সুফি অনুযায়ী : θ Lib, κ Lib এবং 42 Lib বৃশ্চিক (Scorpius) ২১/২৪ অ - ২০/২৪ নভেম্বর জঙ্গমী , অক্রোধীপললী
  • আকাশে সঙ্গী : শনি (Saturn)
  • চিহ্ন/প্রতীক : বিজয়তোরণ , পদ্ম
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য 3°20' - 16°40' বৃশ্চিক পশ্চিমা 29°20' Scorpio - 12°40' Sagittarius
 
১৮ জ্যেষ্ঠা ইন্দ্র (দেবরাজ) কাল্ব (বৃস্চিকের হৃদয়) ১টি নক্ষত্র নিয়ে গঠিত: α Sco (জ্যেষ্ঠা বা Antares) বৃশ্চিক (Scorpius) ২১/২৪ অ - ২০/২৪ নভেম্বর অন্তরী , নয়নীসিঁথিনী
  • আকাশে সঙ্গী : বুধ (Mercury)
  • চিহ্ন/প্রতীক : বালা , ছাতা , দুল
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য 16°40' - 30° বৃশ্চিক পশ্চিমা 12°40' - 26° Sagittarius
 
১৯ মূলা নির্ঋতি , পিতৃ সাওলাহ (বৃস্চিকের হূল) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: λ Sco (শউলা) এবং υ Sco (লেস্যাথ) বৃশ্চিক (Scorpius) ২১/২৪ অ - ২০/২৪ নভেম্বর শালিনী , সর্গিনী , আস্তীর্ণা , গৈরিকা , ললিতা , অপেলবা , অকৃয়া , ইতি , জটিনীজবা
  • আকাশে সঙ্গী : কেতু (দক্ষিণ চান্দ্রবিন্দু)
  • চিহ্ন/প্রতীক : শেকরগুচ্ছ , অঙ্কুশ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ০° - ১৩°২০' ধনু পশ্চিমা ২৬° Sagittarius - ৯°২০' Capricorn
 
২০ পূর্বাষাঢ়া আপঃ,অপাংনপাৎ (জলদেব) নইম (উটপাখি) ζ Sgr (অ্যাসেলা), φ Sgr, δ Sgr (কাউস মেদিয়া) ও ε Sgr (কাউস অস্ট্রালিস) এর আশেপাশের অংশ ধনু (Sagittarius) ২১/২৩ ন - ২০/২১ ডি ঊর্ধ্বকর্ষিণী , মধ্যকর্ষিণী
  • আকাশে সঙ্গী : শুক্র (Venus)
  • চিহ্ন/প্রতীক : পাখা , কুলা
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১৩°২০' - ২৬°৪০' ধনু পশ্চিমা ৯°২০' - ২২°৪০' Capricorn
 
২১ উত্তরাষাঢ়া বিশ্বদেবগণ বালদাহ (ফাঁকা স্থান) আল নইম ও সাদ আল জ্যেবিহ্ এর মাঝের ফাঁকা অংশ ধনু (Sagittarius) ২১/২৩ ন - ২০/২১ ডি নির্মিলিতা,অাস্বাদিনী
  • আকাশে সঙ্গী : সূর্য (Sun)
  • চিহ্ন/প্রতীক : হাতির শূর , শয্যিকা
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ২৬°৪০' ধনু - ১০° মকর পশ্চিমা ২২°৪০' Capricorn - ৬° Aquarius
 
২২ অভিজয়িনী (অভীষ্ট বিজয়িনী) মহাবিষ্ণু সাদ আল জ্যেবিহ্ (কসাই এর ভাগ্যতারা) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: α1 Cap (অ্যালগেদি) এবং β Cap (দাবিহ) বীণা (Lyra) আলাপিনী , যতি , ডলিনী , সুলাফিনীশল্যিনী
  • আকাশে সঙ্গী : ব্রহ্মা
  • চিহ্ন/প্রতীক : বীণা
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ০৬°৪০' - ১০°৫৩' মকর অর্থাৎ উত্তরাষাঢ়ার শেষ পাদ থেকে শ্রবণার প্রথমাংশ পর্যন্ত । পশ্চিমা ২২°৪০' Capricorn - ২৬° Aquarius
 
২৩ শ্রবণা (শ্রবণকারিনী) বিষ্ণু (বিশ্বপালক) সাদ ব্যলা (পেটুকের ভাগ্যতারা) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: ν Aqr, μ Aqr এবং ε Aqr (আলবেলি) ঈগল (Aquila) অালতোনী , আলস্যিনীতরঙ্গিণী
  • আকাশে সঙ্গী : চন্দ্র (Moon)
  • চিহ্ন/প্রতীক : কান বা তিনটি পদচ্ছাপ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১০° - ২৩°২০' মকর পশ্চিমা ৬° - ১৯°২০' Aquarius
 
২৪ ধনিষ্ঠা (শ্রবিষ্ঠা) (সম্পদময়ী) (গতিময়ী) বসুগণ,অষ্টবসু (পার্থিব কাঙ্খা পূরণকারিণী) সাদ আল সৌদ (ভাগ্যবানের ভাগ্যতারা) ৩টি নক্ষত্র নিয়ে গঠিত: β Aqr (সাদালসুদ), ξ Aqr এবং λ Cap শুশুক (Delphinus) সুলোচনা , রতি , গমগমিনীগমগমী
  • আকাশে সঙ্গী : মঙ্গল (Mars)
  • চিহ্ন/প্রতীক : ঢাক বা বাঁশি
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ২৩°২০' মকর - ৬°৪০' কুম্ভ পশ্চিমা ১৯°২০' Aquarius - ২°৪০' Pisces
 
২৫ শতভিষা (শত আকাঙ্খিনী) বরুণ (নভজলাশয়াদির দেব) সাদ আল আখেবিয়াতো (তাঁবুর বাসিন্দাদের ভাগ্যতারা) ৪টি নক্ষত্র নিয়ে গঠিত: γ Aqr (সাদাচিবা), π Aqr, ζ2 Aqr এবং η Aqr কুম্ভ (Aquarius) ২১ জা - ১৯ ফে অক্ষিণী
  • আকাশে সঙ্গী : রাহু (উত্তর চান্দ্রবিন্দু)
  • চিহ্ন/প্রতীক : ফাঁকা বৃত্ত , সহস্র পুষ্প বা তারা
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ৬°৪০' - ২০° কুম্ভ ; পশ্চিমা ২°৪০' - ১৬° Pisces
 
২৬ পূর্ব ভাদ্রপদ (প্রথম আশীষপ্রাপ্তা) অজৈকপাদ (অনলবর্ষী সাপ) মুকাদ্দম (কুম্ভের সামনের দিক) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: α এবং (আলফার্জ) এবং γ Peg (আলজেনিব) পক্ষীরাজ (Pegasus) শিৎকৃয়ীমর্মরী
  • আকাশে সঙ্গী : বৃহস্পতি (Jupiter)
  • চিহ্ন/প্রতীক : তলোয়ার বা খাটিয়ার সামনের দু'পায়া , দু'মুখা মানুষ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ২০° কুম্ভ - ৩°২০' মীন ; পশ্চিমা ১৬° - ২৯°২০' Pisces
 
২৭ উত্তর ভাদ্রপদ (দ্বিতীয় আশীষপ্রাপ্তা) অহির্ব্রধ্ম (গভীরজলের সাপ) খ্যারাহু (কুম্ভের পশ্চাৎ দিক) ২টি নক্ষত্র নিয়ে গঠিত: β Peg (Scheat) এবং α Peg (Markab) পক্ষীরাজ (Pegasus) ও অন্তর্ময়ী (Andromeda) জিন্ময়ীথরিনী
  • আকাশে সঙ্গী : শনি (Saturn)
  • চিহ্ন/প্রতীক : যমজ , খাটিয়ার পেছনের দু'পায়া , নদসর্প
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ৩°২০' - ১৬°৪০' মীন ; পশ্চিমা ২৯°২০' Pisces - ১২°৪০' Aries
 
২৮ রেবতী (অগ্রসরিনী) পূষা,পূষণ(পালক/পালিকা) রাশা বা বতন আল হুত (কুয়োর দড়ি বা মাছের পেটি) , বশিষ্ঠতারা এবং তারা-দিয়ে-তৈরী দু'টি বাঁক নিয়ে গঠিত যা মাছের আকার গঠন করে মীন (Pisces) ২০ ফে - ২০ মার্চ জয়া
  • আকাশে সঙ্গী : বুধ (Mercury)
  • চিহ্ন/প্রতীক : মাছ,জোড়ামাছ
  • গণিতজ্যোতিষীয় অবস্থান : ভারত্য ১৬°৪০' - ৩০° মীন পশ্চিমা ১২°৪০' - ২৬° Aries
 

নক্ষত্রের তাৎপর্য

সম্পাদনা

প্রাগেতিহাসিক কাল থেকে সময়ের হিসেব রাখার প্রয়োজনেই চাঁদ-পৃথিবী-সূর্য-তারামন্ডল দিয়ে পরমকরুণাময় সৃজক-নির্মিত বিশাল পরিসরের এ প্রাকৃতিক ঘড়িটিকে মানুষ ব্যবহার ক'রে আসছে । চাঁদ প্রত্যেক তিথিতে একেকটি নক্ষত্রের সীমানায় অবস্থান করে। পূর্ণিমার দিন চাঁদ যে নক্ষত্রে অবস্থান করে তদনুসারে মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ইত্যাদি রাখা হয়েছে । প্রত্যেক নক্ষত্রের আকাশস্থানের পরিমাণ (৩৬০ / ২৮ = ১২ ডিগ্রী ৮৬ মিনিট)। প্রতিটি নক্ষত্রের একটি বিশেষ তারাকে (সাধারণত উজ্জ্বলতম তারাকে) নির্দিষ্ট করা হয় এবং একে যোগতারা বলা হয়। কোন নক্ষত্রের আদিবিন্দু থেকে ঐ নক্ষত্রের যোগতারা পর্যন্ত ভূকক্ষের অংশকে উক্ত নক্ষত্রের ভোগ বলা হয়। শাস্ত্রে নক্ষত্রের অবস্থান এবং যোগতারা নির্দিষ্ট করা আছে। তাই প্রত্যেক নক্ষত্রের ভোগ নির্দিষ্ট। এর কোন পরিবর্তন হয়না।

হিন্দু পুরাণ

সম্পাদনা

হিন্দু পুরাণে ২৮ টি নক্ষত্র নিয়ে গল্প আছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. W. B. Yeats and "A Vision": The Arab Mansions of the Moon
  2. "Gary D. Thompson chapter 11-24"। ২৬ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  3. http://phys.org/news/2013-07-scotland-lunar-calendar-stone-age-rethink.html#
  4. http://dx.doi.org/10.11141/ia.34.1
  5. B.G. Tilak , The Orion (the Antiquity of the Vedas) , Publisher:Radhabai Atmaram Sagoon 1898 , page 38
  6. https://www.geogebra.org/m/hPzeVrAD
  7. Burgess, Ebenezer (১৮৫৮)। Translation of the Surya Siddhantha, a Textbook of Hindu Astronomy। The American Oriental Society। 
  8. জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণে অভিজিতের নিবাস মকর রাশিমন্ডলের ০৬°৪০' থেকে ১০°৫৩'৪০ অর্থাৎ উত্তরাষাঢ়ার শেষ(৪র্থ) পাদ থেকে শ্রবণার ১/১৫ অংশে , পশ্চিমা হিসেবে ২২°৪০' মকর - ২৬° কুম্ভ
  9. http://www.constellationsofwords.com/stars/MoonMansions.htm

বহিঃসংযোগ

সম্পাদনা