পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি (WBPCC), যা পূর্বে ঔপনিবেশিক ভারতে বাংলা প্রাদেশিক কংগ্রেস কমিটি নামে পরিচিত ছিল, এটি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি রাজ্য শাখা।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি West Bengal Pradesh Congress Committee | |
---|---|
চেয়ারপার্সন | শুভঙ্কর সরকার |
প্রতিষ্ঠা | ১৯ জুন ১৯৬৬ |
সদর দপ্তর | ১০৪ই, ড. লালমোহন ভট্টাচার্য রোড, কলকাতা-৭০০০১৪, পশ্চিমবঙ্গ |
ছাত্র শাখা | পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্রপরিষদ |
যুব শাখা | পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস |
মহিলা শাখা | পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি |
ভাবাদর্শ |
|
স্বীকৃতি | রাজ্য দল |
জোট | সংযুক্ত প্রগতিশীল জোট |
লোকসভায় আসন | ২ / ৪২
|
রাজ্যসভায় আসন | ২ / ১৬
|
পশ্চিমবঙ্গ বিধানসভা-এ আসন | ০ / ২৯২
|
গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন-এ আসন | ০ / ৬২
|
নির্বাচনী প্রতীক | |
ওয়েবসাইট | |
wbpcc | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
সংগঠনের প্রধান কার্যালয় হল বিধান ভবন, যা কলকাতায় ডঃ লালমোহন ভট্টাচার্য রোডে অবস্থিত। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি হলেন শুভঙ্কর সরকার।
সভাপতিদের তালিকা
সম্পাদনা- ১৯৩৫- শরৎচন্দ্র বসু
- ১৯৩৮- শরৎচন্দ্র বসু
- ১৯৪১- নেলী সেনগুপ্তা
- ১৯৪২- বিধানচন্দ্র রায়
- ১৯৪৫- লাবণ্যপ্রভা দত্ত
- ১৯৪৮- ড. সুরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ১৯৪৯- সুরেন্দ্র মোহন ঘোষ
- ১৯৫০- অতুল্য ঘোষ
- ১৯৫৮- ড. যাদবেন্দ্র নাথ পাঁজা
- ১৯৬১- অতুল্য ঘোষ
- ১৯৬২- রবীন্দ্র লাল সিংহ
- ১৯৬৪- অজয় মুখোপাধ্যায়
- ১৯৬৫- রেজাউল করিম
- ১৯৬৬- প্রতাপচন্দ্র চন্দ্র
- ১৯৭০- বিজয় সিং নাহার
- ১৯৭১- আব্দুস সাত্তার
- ১৯৭২- অরুণ পাত্র
- ১৯৭৭- পূরবী মুখোপাধ্যায়
- ১৯৭৮- আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী
- ১৯৮০- অজিত কুমার পাঁজা
- ১৯৮১- আনন্দ গোপাল মুখোপাধ্যায়
- ১৯৮৫- প্রণব মুখোপাধ্যায়
- ১৯৮৭- প্রিয়রঞ্জন দাশমুন্সি
- ১৯৮৮- আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী
- ১৯৯১- সিদ্ধার্থ শঙ্কর রায়
- ১৯৯২- সোমেন মিত্র
- ১৯৯৮- আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী
- ২০০০- প্রণব মুখোপাধ্যায়
- ২০০৮- প্রিয়রঞ্জন দাশমুন্সি
- ২০১০- মানস ভূঁইয়া
- ২০১১- প্রদীপ ভট্টাচার্য
- ২০১৪- অধীর রঞ্জন চৌধুরী
- ২০১৮- সোমেন মিত্র
- ২০২০- অধীর রঞ্জন চৌধুরী
- ২০২৪- শুভঙ্কর সরকার