পঞ্চম জাতীয় সংসদ (৫ এপ্রিল ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। নির্বাচনে প্রধান দুটি দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদের ৩০০টির আসনের মধ্যে ১৪০টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ৮৮টি আসনে জয়লাভ করে।[] বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়াকে প্রধান করে সরকার গঠন করে। ১৯৯১ সালের ৫ এপ্রিল পঞ্চম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।[] জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে পঞ্চম সংসদ যাত্রা শুরু করে। ২০ মার্চ মন্ত্রিসভা গঠিত হয়। আবদুর রহমান বিশ্বাস সংসদের স্পিকার এবং শেখ রাজ্জাক আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলে শেখ রাজ্জাক আলী স্পিকার এবং হুমায়ুন খান পন্নী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।[] সংসদে আওয়ামীলীগ বিরোধীদলের মর্যাদা পায় এবং শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন।[] এ সংসদ মোট ৪ বছর ৮ মাস স্থায়ী ছিলো।[]

পঞ্চম জাতীয় সংসদ
প্রতীক বা লোগো
জাতীয় সংসদের সিলমোহর
লোগো
জাতীয় সংসদের পতাকা
ধরন
ধরন
এককক্ষ বিশিষ্ট
মেয়াদসীমা৪ বছর ৮ মাস
ইতিহাস
শুরু৫ এপ্রিল ১৯৯১ (1991-04-05)
বিলুপ্তি২৪ নভেম্বর ১৯৯৫ (1995-11-24)
পূর্বসূরীচতুর্থ জাতীয় সংসদ
উত্তরসূরীষষ্ঠ জাতীয় সংসদ
নেতৃত্ব
গঠন
আসন৩৩০
রাজনৈতিক দল
সরকার(১৫৪)
  •   বিএনপি(১৩৬)
  •   জামায়াতে ইসলামী(১৮)

বিরোধী দল(১৪৩)

অন্যান্য

  •   স্বতন্ত্র(৩)
  •   মহিলা(৩০)
নির্বাচন
সর্বশেষ নির্বাচন
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন
পরবর্তী নির্বাচন
ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন
সভাস্থল
জাতীয় সংসদ ভবন,
শের-ই-বাংলা নগর, ঢাকা,
বাংলাদেশ
ওয়েবসাইট
http://www.parliament.gov.bd/

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

সম্পাদনা
নাম আলোকচিত্র পদবী কার্যকাল রাজনৈতিক দল
আবদুর রহমান বিশ্বাস   স্পিকার ৫ এপ্রিল ১৯৯১ - ২৫ সেপ্টেম্বর ১৯৯১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
শেখ রাজ্জাক আলী স্পিকার ১২ অক্টোবর ১৯৯১ - ১৯ মার্চ ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
শেখ রাজ্জাক আলী ডেপুটি স্পিকার ৫ এপ্রিল ১৯৯১ - ২৫ সেপ্টেম্বর ১৯৯১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
হুমায়ুন খান পন্নী ডেপুটি স্পিকার ১২ অক্টোবর ১৯৯১ - ১৯ মার্চ ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
খালেদা জিয়া   সংসদ নেতা ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
একিউএম বদরুদ্দোজা চৌধুরী সংসদ উপনেতা ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
খোন্দকার দেলোয়ার হোসেন   চীফ হুইপ ৫ এপ্রিল ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আশরাফ হোসেন হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
মাহবুবুল আলম তারা হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আব্দুল করিম আব্বাসী হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
শাহজাহান মিয়া (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ) হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
শেখ হাসিনা   বিরোধীদলীয় নেতা ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ আওয়ামী লীগ
আব্দুস সামাদ আজাদ বিরোধীদলীয় উপনেতা ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ আওয়ামী লীগ
মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় চিফ হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ আওয়ামী লীগ
আজিজুর রহমান (রাজনীতিবিদ) হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ আওয়ামী লীগ
আবুল হাসান চৌধুরী হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ আওয়ামী লীগ
শেখ হারুনুর রশিদ হুইপ ২০ মার্চ ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫ বাংলাদেশ আওয়ামী লীগ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Islam, Syed Serajul (২০০১)। "Elections and politics in post-Ershad era in Bangladesh" (পিডিএফ)Asian and African Studies10 (1): 160–173। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  2. "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)জাতীয় সংসদ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 
  3. "১৯৭৩-২০১৪: কেমন ছিল দশ সংসদ নির্বাচন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  4. "জাতীয় সংসদ"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০