জাতীয় সংসদের স্পিকার

সভাধ্যক্ষ বা স্পিকার হলেন বাংলাদেশের জাতীয় সংসদের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার।[] তার ভূমিকা অন্যান্য দেশের ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকারে স্পিকারের ভূমিকার সমতুল্য।

জাতীয় সংসদের স্পিকার
জাতীয় সংসদের সভাধ্যক্ষ
জাতীয় সংসদের স্পিকারের সীলমোহর
জাতীয় সংসদের স্পিকারের পতাকা
দায়িত্ব
পদশূন্য []
জাতীয় সংসদ
সম্বোধনরীতিজনাব স্পিকার
(অনানুষ্ঠানিক)
মাননীয় স্পিকার
(আনুষ্ঠানিক; কক্ষে সভাপতিত্ব করার সময়)
অবস্থাপ্রিসাইডিং অফিসার
এর সদস্যজাতীয় সংসদ
আসনঢাকা
মনোনয়নদাতারাজনৈতিক দলসমূহ
নিয়োগকর্তাজাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত
গঠনের দলিলবাংলাদেশের সংবিধান
সর্বপ্রথমশাহ আব্দুল হামিদ
গঠন১০ এপ্রিল ১৯৭২
ডেপুটিজাতীয় সংসদের ডেপুটি স্পিকার
বেতন
  • ৳ ১১০,০০০ মাসিক
  • ৳ ১,৩২০,০০০ বাৎসরিক
ওয়েবসাইটparliament.gov.bd

ক্ষমতা ও কাজ

সম্পাদনা

সভাধ্যক্ষ সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন। কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন। তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও সভাধ্যক্ষ স্থির করেন।

স্পিকারদের তালিকা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি"বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২৬ আগষ্ট ২০২৪ 
  2. জাতীয় সংসদ বাংলাপিডিয়া

বহিঃসংযোগ

সম্পাদনা