জাতীয় সংসদের চীফ হুইপ
বাংলাদেশের সংসদ সদস্য
চীফ হুইপ হলেন বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত ক্ষমতাসীন বা শাসক দলের হয়ে থাকেন। চীফ হুইপের দায়িত্ব হলো সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা।
আর হুইপের কাজ হলো সংসদের কর্মকাণ্ডে, ভোটাভুটিতে দলীয় সংসদ সদস্যদের যথাযথ (দল যেভাবে চায়) অংশগ্রহণ নিশ্চিত করা। সংসদ নেতা ও উপনেতা অনুপস্থিত থাকলে, তাদের পক্ষে কথা বলতে পারেন হুইপ।[১][২]
হুইপদের তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০১-২৩)। "মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪।
- ↑ "হুইপ (রাজনীতি)"। উইকিপিডিয়া। ২০২২-০৮-১৭।