নাগরাকাটা বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র

নাগরাকাটা (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই আসনটি (এসটি) জন্য সংরক্ষিত।

নাগরাকাটা
বিধানসভা কেন্দ্র
নাগরাকাটা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নাগরাকাটা
নাগরাকাটা
নাগরাকাটা ভারত-এ অবস্থিত
নাগরাকাটা
নাগরাকাটা
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৫৪′০৯″ উত্তর ৮৮°৫৪′২১″ পূর্ব / ২৬.৯০২৫০° উত্তর ৮৮.৯০৫৮৩° পূর্ব / 26.90250; 88.90583
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাজলপাইগুড়ি
কেন্দ্র নং.২১
আসন(এসটি) জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র২. আলিপুরদুয়ার(এসটি)
নির্বাচনী বছর১৮৩,৬৫০ (২০১১)

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২১ নং নাগরাকাটা (এসটি) বিধানসভা কেন্দ্রটি নাগরাকাটা সিডি ব্লক এবং মতিয়ালী সমষ্টি উন্নয়ন ব্লক এবং বনরহাট-২ এবং ছামুর্চি গ্রাম পঞ্চায়েত ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[]

নাগরাকাটা (এসটি) বিধানসভা কেন্দ্রটি ২ নং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র(এসটি) র অন্তর্গত।[]

বিধানসভার বিধায়ক

সম্পাদনা
নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
১৯৬২ নাগরাকাটা বন্ধু ভগত ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৭ বন্ধু ভগত ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৯ বন্ধু ভগত ভারতীয় জাতীয় কংগ্রেস []
১৯৭১ পুনাই ওরাওঁ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
১৯৭২ প্রেম ওরাওঁ ভারতের কমিউনিস্ট পার্টি[]
১৯৭৭ পুনাই ওরাওঁ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৮২ পুনাই ওরাওঁ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৮৭ চৈতন মুন্ডা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৯১ চৈতন মুন্ডা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
১৯৯৬ চৈতন মুন্ডা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১]
২০০১ চৈতন মুন্ডা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
২০০৬ সুখমৈথ (পিটিং) ওরাওঁ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৩]
২০১১ জোসেফ মুন্ডা ভারতীয় জাতীয় কংগ্রেস[১৪]

২০১৬ নির্বাচন

সম্পাদনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, তৃণমূলের সুকড়া মুন্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জোসেফ মুন্ডাকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: নাগরাকাটা (এসটি) কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল সুকড়া মুন্ডা ৫৭,৩০৬ ৩২.৪৬ % জয়ী
কংগ্রেস জোসেফ মুন্ডা ৫৪,০৭৮ ৩০.৬০ %
বিজেপি জন বারলা ৪৭,৮৩৬ ২৭.০৯ %
অখিল ভারতীয় গোর্খা লীগ গনেশ লামা ৩,৮৫৫
নির্দল ইন্দর দেও ওরাওঁ ৩,৮২৯
নির্দল পবন কুমার খেরবার ৩,৪৪২
নোটা উপরের কেউ না ৬,১৯৬
ভোটার উপস্থিতি ১,৭৬,৫৪২

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের জোসেফ মুন্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর সুখমৈথ পিটিং ওরাওঁকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: নাগরাকাটা (এসটি) কেন্দ্র[১৪][১৫]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস জোসেফ মুন্ডা ৪৬,৫৩৭ ৩০.২৭ -১৪.৮১#
সিপিআই(এম) সুখমৈথ পিটিং ওরাওঁ ৪৩,৭৭৪ ২৮.৪৭ -১৭.৫৫
জেএমএম উইলিয়াম মিঞ্জ ৪০,৬৬৪ ২৬.৪৫
নির্দল রাজেশ লাকরা ২০,৭৭৮ ১৩.৫১
ভোটার উপস্থিতি ১,৫৩,৭৫৩ ৮৩.৭২
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

১৯৭৭-২০০৬

সম্পাদনা

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[১৩] সিপিআই (এম) এর সুখমৈথ (পিটিং) ওরাওঁ ২১ নং নাগরাকাটা (এসটি) আসনে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শঙ্কর বারিককে পরাজিত। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে সিপিআই (এম) -এর চৈতান মুন্ডা তৃণমূল কংগ্রেসের গণেশ ওরাওঁকে পরাজিত করেন,[১২] ১৯৯৬ সালে কংগ্রেসের ভিক্টর লাকরা[১১] এবং ১৯৯১ সালে কংগ্রেসের ভাদেয়া ওরাওঁকে পরাজিত করেন।[১০] ১৯৮৭ সালে সিপিআই (এম) -এর সুকরা ওরাওঁ কংগ্রেসের ভাদেয়া ওরাওঁকে পরাজিত করেন।[] ১৯৮২ সালে সিপিআই (এম) -এর পুনাই ওরাওঁ কংগ্রেসের টুনা ওরাওঁকে পরাজিত করেন[] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের হেমরাজ ভগতকে পরাজিত করেন।[][১৬]

১৯৬২-১৯৭২

সম্পাদনা

১৯৭২ সালে সিপিআইয়ের প্রেম ওরাওঁ জয়ী হন।[] ১৯৭১ সালে সিপিআই (এম) -এর পুনাই ওরাওঁ জয়ী হন।[] ১৯৬৯ সালে,[] ১৯৬৭ সালে [] এবং ১৯৬২ সালে কংগ্রেসের বন্ধু ভগত জয়ী হন।[] ১৯৫৭ সালে সিপিআই'র মাংরু ভগত এবং কংগ্রেসের বন্ধু ভগত মাল (এসটি) যৌথ আসন থেকে জয়ী হন।[১৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  3. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  4. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  5. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  6. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  7. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  8. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  9. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  10. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  11. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  12. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  13. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  14. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  15. "West Bengal Assembly Election 2011"Nagrakata (ইংরেজি ভাষায়)। Empowering India। ২৯ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১১ 
  16. "16 - Nagrakata (ST) Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯ 
  17. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪