আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র ভারতের ৫৪৩টি সংসদীয় নির্বাচনী এলাকার মধ্যে একটি । পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কেন্দ্রিক কেন্দ্র । ২ নং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের পাঁচটি বিধানসভা এলাকা আলিপুরদুয়ার জেলায়, একটি অংশ কোচবিহার জেলায় এবং একটি অংশ জলপাইগুড়ি জেলায় । আসনটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ।ত।
আলিপুরদুয়ার WB-2 | |
---|---|
লোকসভা কেন্দ্র | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট নাগরাকাটা |
প্রতিষ্ঠিত | ১৯৭৭ |
মোট নির্বাচক | ১৭,৭৩,২৫২ (২০২৪)[১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০২৪ |
নির্বাচনী ফলাফল
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০১৪
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | দশরথ তিরকে | ৩,৬২,৪৫৩ | ২৯.৪৬ | +০.৩২ | |
আরএসপি | মনোহর তিরকে | ৩,৪১,০৫৬ | ২৭.৭২ | -১৩.৫০ | |
বিজেপি | বীরেন্দ্র বরা ওঁরাও | ৩,৩৫,৮৫৭ | ২৭.৩০ | +৫.৯০ | |
কংগ্রেস | জোসেফ মুন্ডা | ১,১৬,৭১৮ | ৯.৪৯ | +৯.৪৯ | |
বিএসপি | এলিয়াশ নার্জিনারি | ১১,০৩৯ | ০.৯০ | ||
নির্দল | পল ডেক্সন খেরিয়া | ১০,৪৫০ | ০.৮৫ | ||
নির্দল | কাপিন চন্দ্র বোড়ো | ৭,৬৭৬ | ০.৬৩ | ||
এসইউসিআই(সি) | সুভাষ চিক বারাইক | ৭,১৩১ | ০.৫৮ | ||
আরজেএসপি | ইশাবেলা কুজুর | ৫,৯৬১ | ০.৪৯ | ||
সমাজবাদী জন পরিষদ | বিলকান বারা | ৫,৩৪০ | ০.৪৪ | ||
উপরিউক্ত কাউকে নয় | উপরিউক্ত কাউকে নয় | ১৯,৮৮৫ | ১.৬২ | --- | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৩৯৭ | ১.৭৪ | −১০.৩৪ | ||
ভোটার উপস্থিতি | ১৩,৩২,৪০৯[২] | ৮৩.১৮ | |||
আরএসপি থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং |
রাজনৈতিক দল | বিজিত আসনের সংখ্যা | আসনের হ্রাসবৃদ্ধি | প্রাপ্ত ভোটের শতকরা হার |
---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৩৪ | ১৫ | ৩৯.৩ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ৭ | ২২.৭ |
ভারতের কমিউনিস্ট পার্টি | ০ | ২ | ২.৩ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ২ | ২.৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ০ | ২ | ২.১ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৪ | ২ | ৯.৬ |
ভারতীয় জনতা পার্টি | ২ | ২ | ১৬.৮ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ১ | ০.৭ |
সূত্র: ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ – রাজনৈতিক দলগুলির রাজ্যভিত্তিক বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯ – রাজনৈতিক দলগুলির বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
২০০৯ সালের সাধারণ নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আরএসপি | মনোহর তিরকে | ৩,৮৪,৮৯০ | |||
তৃণমূল | পবন কুমার লাকড়া | ২,৭২,০৬৮ | |||
বিজেপি | মনোজ টিগ্গা | ১,৯৯,৮৪৩ | |||
নির্দল | জোয়াকিম বাকলা | ১৮,৮৫৫ | |||
নির্দল | পলডেজিয়ন খারিয়া | ১৬,৮৫৬ | |||
বিএসপি | এলিয়াস নারজিনারাই | ১৪,১৫৫ | |||
এসডব্লিউজেপি | বিলকন বারা | ৯,৬৫৯ | |||
নির্দল | থাডেয়াস লাকড়া | ৮,৭৫০ | |||
নির্দল | কামাল লামা | ৮,৬৫৮ | |||
ভোটার উপস্থিতি | ৯,৩৩,৭৩৪ |
পূর্ববর্তী নির্বাচনসমূহ
সম্পাদনা২০০৯ সালের পূর্ববর্তী নির্বাচনসমূহের ফলাফল নিচে প্রদত্ত হল:
বছর | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||
---|---|---|---|---|
প্রার্থী | দল | প্রার্থী | দল | |
১৯৭৭ [৪] | পীয়ূষ তিরকে | বিপ্লবী সমাজতন্ত্রী দল | তুনা ওঁরাও | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৮০ | পীয়ূষ তিরকে | বিপ্লবী সমাজতন্ত্রী দল | তুনা ওঁরাও | ভারতীয় জাতীয় কংগ্রেস (আই) |
১৯৮৪ | পীয়ূষ তিরকে | বিপ্লবী সমাজতন্ত্রী দল | ফিলিপ মিঞ্জ | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৮৯ | পীয়ূষ তিরকে | বিপ্লবী সমাজতন্ত্রী দল | ডেনিস লাকড়া | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৯১ | পীয়ূষ তিরকে | বিপ্লবী সমাজতন্ত্রী দল | ফিলিপ মিঞ্জ | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৯৬ | জোয়াকিম বাকলা | বিপ্লবী সমাজতন্ত্রী দল | পীয়ূষ তিরকে | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৯৮ | জোয়াকিম বাকলা | বিপ্লবী সমাজতন্ত্রী দল | ধীরেন্দ্র নারজিনারাই | ভারতীয় জনতা পার্টি |
১৯৯৯ | জোয়াকিম বাকলা | বিপ্লবী সমাজতন্ত্রী দল | ধীরেন্দ্র নারজিনারাই | ভারতীয় জনতা পার্টি |
২০০৪ | জোয়াকিম বাকলা | বিপ্লবী সমাজতন্ত্রী দল | মনোজ টিগ্গা | ভারতীয় জনতা পার্টি |
পঞ্চদশ লোকসভা
সম্পাদনা২০০৯ সালের সাধারণ নির্বাচনের পর গঠিত পঞ্চদশ লোকসভায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের আসনসংখ্যা নিম্নরূপ:[৫]
জোট | দল | আসন সংখ্যা |
---|---|---|
সংযুক্ত প্রগতিশীল জোট | ভারতীয় জাতীয় কংগ্রেস | ২০৬ |
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ১৯ | |
দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম | ১৮ | |
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | ৯ | |
জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স | ৩ | |
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা | ২ | |
অন্যান্য | ৫ | |
মোট | ২৬২ | |
জাতীয় গণতান্ত্রিক জোট | ভারতীয় জনতা পার্টি | ১১৬ |
জনতা দল (ইউনাইটেড) | ২০ | |
শিবসেনা | ১১ | |
শিরোমণি অকালি দল | ৪ | |
অসম গণ পরিষদ | ১ | |
রাষ্ট্রীয় লোক দল | ৫ | |
মোট | ১৫৭ | |
সংযুক্ত জাতীয় প্রগতিশীল জোট (তৃতীয় ফ্রন্ট) | বামফ্রন্ট | ২২ |
বহুজন সমাজ পার্টি | ২১ | |
জনতা দল (সেক্যুলার) | ৩ | |
অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম | ৯ | |
তেলুগু দেশম পার্টি | ৬ | |
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি | ২ | |
বিজু জনতা দল | ১৪ | |
অন্যান্য | ৩ | |
মোট | ৮০ | |
চতুর্থ ফ্রন্ট | সমাজবাদী পার্টি | ২৭ |
রাষ্ট্রীয় জনতা দল | ৪ | |
মোট | ২৭ |
পঞ্চদশ লোকসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের বিজিত আসনসংখ্যা নিম্নরূপ:[৬]
বিধানসভা কেন্দ্র
সম্পাদনাপূর্বে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত কেন্দ্রগুলি নিয়ে গঠিত ছিল:[৭]
- তুফানগঞ্জ (তফসিলি জাতি) (৯ নং বিধানসভা কেন্দ্র)
- কুমারগ্রাম (তফসিলি উপজাতি) (১০ নং বিধানসভা কেন্দ্র)
- কালচিনি (তফসিলি উপজাতি) (১১ নং বিধানসভা কেন্দ্র)
- আলিপুরদুয়ার (১২ নং বিধানসভা কেন্দ্র)
- ফালাকাটা (তফসিলি জাতি) (১৩ নং বিধানসভা কেন্দ্র)
- মাদারিহাট (তফসিলি উপজাতি) (১৪ নং বিধানসভা কেন্দ্র)
- নাগরাকাটা (তফসিলি উপজাতি) (১৬ নং বিধানসভা কেন্দ্র)
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের অধ্যাদেশ অনুযায়ী পুনর্নির্ধারিত সীমানায় তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত পশ্চিমবঙ্গের ২ নং লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ারের অন্তর্গত বর্তমান বিধানসভা কেন্দ্রগুলি হল:[৮]
- তুফানগঞ্জ) (৯ নং বিধানসভা কেন্দ্র)
- কুমারগ্রাম (তফসিলি উপজাতি) (১০ নং বিধানসভা কেন্দ্র)
- কালচিনি (তফসিলি উপজাতি) (১১ নং বিধানসভা কেন্দ্র)
- আলিপুরদুয়ার (১২ নং বিধানসভা কেন্দ্র)
- ফালাকাটা (তফসিলি জাতি) (১৩ নং বিধানসভা কেন্দ্র)
- মাদারিহাট (তফসিলি উপজাতি) (১৪ নং বিধানসভা কেন্দ্র)
- নাগরাকাটা (তফসিলি উপজাতি) (২১ নং বিধানসভা কেন্দ্র)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৬ মে ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;turnout
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "General Election 2009 Alipurduars"। West Bengal Election Results। Ibnlive। ২০০৯-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-১০।
- ↑ "2 - Alipurduars Parliamentary Constituency"। West Bengal। Election Commission of India। ২০০৫-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০২।
- ↑ "General Election 2009 Results"। Indian Elections। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০।
- ↑ "General Election 2009 Results"। Statewise results। Indian Elections। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০।
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২০০৮-১০-০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০১।
- ↑ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। Table B – Extent of Parliamentary Constituencies। Government of West Bengal। ২০১১-০৮-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৭।