ঋগ্বৈদিক ঋষি

ঋগ্বেদে উল্লেখিত ঋষি গণের তালিকা

প্রাচীনত্ব ও সমন্বয়বাদী হিন্দুধর্মের যাবতীয় বিষয়ধারার উৎস হিসেবে ঋগ্বেদ সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত গ্রন্থ। তাই এ গ্রন্থটির পুনর্পাঠ ও আদ্যোপান্ত বিশ্লেষণ সত্যনিষ্ঠতার প্রয়োজনে জরুরী। এ প্রচেষ্টার অংশ হিসেবে এখানে বর্ণানুক্রমিকভাবে ঋগ্বেদ রচয়িতা ঋষিদের পূর্ণাঙ্গ তালিকা দেয়া হলো। ঋষিদের রচিত সূক্তঋকাদির সাথে সংশ্লিষ্ট দেবতা তথা প্রার্থ্য বা আরাধ্য বা উপাস্যও উল্লেখিত হলো।[] এক্ষেত্রে মনে রাখতে হবে যে সকল সূক্তে প্রার্থ্য নেই, সেক্ষেত্রে সূক্তের বিষয়কেই প্রার্থ্য ব'লে বেদ সংকলনের প্রাথমিক যুগ থেকেই উল্লেখ করা হয়েছে।বৃহদ্দেবতা  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)

ঋগ্বৈদিক ঋষি, সূক্ত ও উপাস্য

সম্পাদনা

মোট ৩২৯ জন ঋষি ও ২৮ জন ঋষিকার রচনার সংকলন ঋগ্বেদ[টিকা ১] কিছু সূক্তঋক এককরচনা নয়, সেগুলোকে প্রথম বন্ধনীতে ( ) আর বিকল্প রচনাগুলোকে (অর্থাৎ যে সূক্তের রচক হিসেবে অন্য কারও নামও বিকল্প রচক হিসেবে উল্লেখিত রয়েছে) দ্বিতীয় বন্ধনীতে { } দেখানো হয়েছে।

ক্রম ঋষি মন্ডল:সূক্ত:ঋক/পঙক্তি প্রার্থ্য/আরাধ্য/উপাস্য
অঙ্গ ১০:১৩৮ ইন্দ্র
অগস্ত্য :১৬৫ - ১৭৮ - (১৭৯) - ১৯১ ইন্দ্র, বায়ু, মরুতাদি, (রতি), অশ্বিদ্বি, দ্যাবাপৃথিবী, দেবাদি, পিতৃ, আপ্রী, অগ্নি, বৃহস্পতি ও জলতৃণ
অগস্ত্যস্বষা (অগস্ত্যভগ্নী)[] ১০:৬০:৬ রাজন
অগ্নি (বৃহস্পতিপুত্র) :(১০২), :(১০৬), ১০৯, ১০:(৫১), ৫২, (১২৪), ১৪০ ও ১৪১ অগ্নি, সোম ও দেবাদি
অগ্নি (বৈশ্বানর) ১০:৮০ অগ্নি
অগ্নিষুত ১০:১১৬ ইন্দ্র
অঘমর্ষণ ১০:১৯০ সৃষ্টি
অজমীলহ :৪৩ ও ৪৪ অশ্বিদ্বি
অত্রি :(২৭), ৩৭ - ৪৩, ৮৫ - ৮৬, :(৬৭), ৮৬:৪১-৪৫, (১০৭), ১০:(১৩৭), ১৪৩ অগ্নি, ইন্দ্র, দেবাদি, বরুণ, সোম, বিষনাশকশক্তি, দেবাদি ও অশ্বিদ্বি
১০ অদিতি (দক্ষকন্যা) [] :১৮:৪, ৭ ; ১০:৭২ অদিতি ; দেবমাতা অদিতির ৮ সন্তান জন্মদান
১১ অনানত :১১১ সোম
১২ অনিল ১০:১৬৮ বায়ু
১৩ অন্ধিগু :(১০১) সোম
১৪ অপ্রতিরথ ১০:১০৩ ইন্দ্র ও অপ্বা ( = পাপ-সায়ণ, ব্যাধি বা ভয়-নিরুক্ত ৬:১২)
১৫ অপালা (অত্রিকন্যা) [] :৯১ ইন্দ্র
১৬ অবস্যু (অত্রিবংশীয়) :৩১ ও ৭৫ ইন্দ্র ও অশ্বিদ্বি
১৭ অবৎসার (কশ্যপবংশীয়) :৪৪ ও :৫৩ - ৫৯ দেবাদি ও পবমান সোম
১৮ অভিতপা ১০:৩৭ সূর্য
১৯ অভীবর্ত ১০:১৭৪ রাজস্তুতি
২০ অমহীয়ু :৬১ সোম
২১ অম্বরীষ (বৃষাগিপুত্র) :(১০০) ও :(৯৮) ইন্দ্র ও সোম
২২ অযাস্য ১০:৬৭ ও ৬৮ বৃহস্পতি
২৩ অরিষ্টনেমি ১০:১৭৮ তার্ক্ষ্য পক্ষী
২৪ অরুণ ১০:৯১ অগ্নি
২৫ অর্চনানা :৬৩ - ৬৪ ও :(৪২) ইন্দ্র-বরুণ ও বরুণ-অশ্বিদ্বি
২৬ অর্চৎ (হিরণ্যস্তুপবংশীয়) ১০:১৪৯ সবিতা
২৭ অর্বুদ ১০:৯৪ সোমলতা নিষ্পীড়নের পাথরাদি
২৮ অশ্বসূক্তি :(১৪ ও ১৫) ইন্দ্র
২৯ অষাস্য :৪৪ - ৪৬ পবমান সোম
২৯ অষ্টক ১০:১০৪ ইন্দ্র
৩০ অষ্টাদ্রংষ্ট ১০:১১১ ইন্দ্র
৩১ অসঙ্গ (রাজপুত্র) :১:৩০ - ৩৩ ইন্দ্র
৩২ অসিত (কশ্যপগোত্রীয়) :(৫ - ২৪) পবমান সোম
৩৩ আকৃষ্ট :(৮৬) পবমান সোম
৩৪ আপ্ত্যত্রিত :৪৭ আদিত্যা দেবাদি (মিত্র, বরুণ, অদিতি=, ঊষা )
৩৫ আয়ু :৫২ ইন্দ্র
৩৬ ইট ১০:১৭১ ইন্দ্র
৩৭ ইতিজ :৮৬:২১-৩০ পবমান সোম
৩৮ ইন্দ্র ১০:(৮৬) ইন্দ্র (স্ত্রী ইন্দ্রানী এবং পুত্র বৃষাকপি ও পু্ত্রবধুর সাথে কথোপকথন)
৩৯ ইন্দ্র, বৈকুন্ঠ ১০:৪৮ - ৫০ বৈকুন্ঠ ইন্দ্র
৪০ ইন্দ্র, মুষ্কবান ১০:৩৮ ইন্দ্র
৪১ ইন্দ্র, লবরূপী ১০:১১৯ লবরূপী ইন্দ্র
৪২ ইন্দ্রানী (ইন্দ্রপত্নী) [] ১০:(৮৬) ও ১৪৫ সপত্নীবধন
৪৩ ইন্দ্রমাতাগণ (ইন্দ্রমাতাদি) [] ১০:১৫৩ ইন্দ্র
৪৪ ইধ্মবাহু (দৃঢ়চ্যুতপুত্র) :২৬ সোম
৪৫ ইরিম্বিঠ :১৬-১৭ ও ১৮ ইন্দ্র ও অশ্বিদ্বি,অগ্নি,সূর্য,বায়ু
৪৬ ইষ :৭ ও ৮ অগ্নি
৪৭ উচথ্য (অঙ্গিরাবংশীয়) :৫০ - ৫২ সোম
৪৮ উৎকীল (কতগোত্রীয়) :১৫ ও ১৬ অগ্নি
৪৯ উপস্তুত ১০:১১৫ অগ্নি
৫০ উরু :(১০৮) সোম
৫১ উরুক্ষয় ১০:১১৮ রাক্ষসবধক অগ্নি
৫২ উরুচক্রি (অত্রিবংশীয়) :৬৯ ও ৭০ মিত্র-বরুণ
৫৩ উল ১০:১৮৬ অগ্নি
৫৪ উশনা (কবিকন্যা) :৮৪, :৮৭ - ৮৯ অগ্নি, সোম
৫৫ ঊর্ধ্বগ্রাবা ১০:১৭৫ পাথরাদি
৫৬ ঊর্ধ্বসদ্মা :(১০৮) সোম
৫৭ ঊর্বশী [] ১০:(৯৫) কথোপকথন (পুরুরবার সাথে)
৫৮ ঋজ্রশ্ব (বৃষাগিপুত্র) :(১০০) ইন্দ্র
৫৯ ঋজিশ্বা (ভরদ্বাজবংশীয়) :৪৯ - ৫২ ; :(১০৮) বিশ্বদেবাদি (মিত্র, বরুণ, অগ্নি, অশ্বিদ্বি, মরুতাদি, সরস্বতী, ত্বষ্টা, রুদ্র, বিষ্ণু, অহির্ব্রধ্ন, পর্বত, সবিতা) ; সোম
৬০ ঋজিশ্বান :(৯৮) সোম
৬১ ঋণঞ্চয় :(১০৮) সোম
৬২ ঋষভ (বিশ্বামিত্রবংশীয়) :১৩ - ১৪ অগ্নি
৬৩ একদ্যু (নোধাপুত্র) :৮০ ইন্দ্র
৬৪ এবযামরুৎ (অত্রিবংশীয়) :৮৭ মরুতাদি
৬৫ কক্ষীবান (দীর্ঘতমাপুত্র) :১১৬ - ১২৫ - (১২৬) ; :৭৪ অশ্বিদ্বি, ইন্দ্র, দেবাদি, উষা, রাজার দান, সোম
৬৬ কণ্ব (ঘোরপুত্র) :৩৬ - ৪৩ ; :১:১ - ২ ; :৯৪ অগ্নি, মরুতাদি, ব্রহ্মণস্পতি, বরুণ, মিত্র, অর্যমা, আদিত্যাদি, পুষা, সোম, রুদ্র, ইন্দ্র
৬৭ কত (বিশ্বামিত্রবংশীয়) :১৭ - ১৮ অগ্নি
৬৮ কপোত ১০:১৬৫ দেবাদি
৬৯ কবষ ১০:৩০ - ৩৪ জল, দেবাদি, অক্ষখেলার কুফল
৭০ কবি (ভৃগুপুত্র) :৪৭ - ৪৯, ৭৫ - ৭৯ সোম
৭১ কলি (প্রগাথকন্যা) :৬৬ ইন্দ্র
৭২ কশ্যপ (মরীচিপুত্র) :৯৯ ; :(২৯) ; :৬৪, (৬৭), ৯১ - ৯২, (১০৭), ১১৩ - ১১৪ ; ১০:(১৩৭) অগ্নি, দেবাদি, সোম
৭৩ কাণ্ব (প্রগাথপুত্র) :৫০ - ৫১ ও ৬৫ ইন্দ্র
৭৪ কুৎস (অঙ্গিরাপুত্র) :৯৪ - ৯৮, ১০১ - ১১৫ অগ্নি, ইন্দ্র, দেবাদি, ঋভুদি, অশ্বিদ্বি, উষা, রুদ্র, সূর্য
৭৫ কুমার (অগ্নিপুত্র) :(১০১) পর্জন্য
৭৬ কুমার (অত্রিপুত্র) :(২) অগ্নি
৭৭ কুমার (নচিকেতাপুত্র) ১০:১৩৫ যম
৭৮ কুরুসুতি :৭৬ - ৭৮ ইন্দ্র
৭৯ কুলমল বর্হিষ ১০:১২৬ দেবাদি
৮০ কুশিক (ইষীরখপুত্র) :{৩১} ; ১০:১২৭ ইন্দ্র ; রাত্রি
৮১ কুসীদী (কণ্বগোত্রীয়া) :৮১ - ৮৩ ইন্দ্র, দেবাদি
৮২ কূর্ম (গৃৎসমদপু্ত্র) :{২৭ - ২৯} আদিত্যাদি, বরুণ, দেবাদি
৮৩ কৃৎনু :৭৯ সোম
৮৪ কৃতযশা :(১০৮) সোম
৮৫ কৃশ (কণ্ববংশীয়) :৫৫ ইন্দ্র
৮৬ কৃষ্ণ ১০:৪৪ ইন্দ্র
৮৭ কৃষ্ণ (অঙ্গিরাবংশীয়) :৮৫ ও {৮৭} অশ্বিদ্বি
৮৮ কৃষ্ণাখ্য ১০:৪২ - ৪৩ ইন্দ্র
৮৯ কেতু ১০:১৫৬ অগ্নি
৯০ গবিষ্ঠির (অত্রিবংশীয়) :(১) অগ্নি
৯১ গয় (অত্রববংশীয়া) :৯ - ১০ ; ১০:৬৩ - ৬৪ অগ্নি ; দেবাদি
৯২ গর্গ (ভরদ্বাজপুত্র) :৪৭ ইন্দ্র, প্রস্তোকদান, রথ, দুন্দুভি, বৃহস্পতি, পৃথিবী, দেবাদি, সোমরস
৯৩ গাতু (অত্রিবংশীয়া) :৩২ ইন্দ্র
৯৪ গাথী (কুশিককন্যা) :১৯ - ২২ অগ্নি, দেবাদি
৯৫ গৃৎসমদ :১ - ৩, ৮ - ২৬, {২৭ ২৯}, ৩০ - ৪৩, :৮৬:৪৬-৪৮ অগ্নি, আপ্রী, ব্রহ্মণস্পতি, {আদিত্যাদি,বরুণ,দেবাদি}, ইন্দ্র, সোম, মরুতাদি, সরস্বতী, বৃহস্পতি, দেবাদি, ১০দেবী, রুদ্র, সবিতা, অশ্বিদ্বি, পুষা, কপিঞ্জলরূপী ইন্দ্র, পবমান সোম
৯৬ গৃহপতি (সহপুত্র) :(১০২) অগ্নি
৯৭ গোতম (রহুগণপুত্র) :৭৪ - ৯৩ ; :৩১ ; ১০:(১৩৭) অগ্নি, ইন্দ্র, মরুতাদি, দেবাদি, ১৯দেবাদি, সোম, উষা, অশ্বিদ্বি, বিষনাশকশক্তি
৯৮ গোধা[] ১০:১৩৪:৭ দেবগণ
৯৯ গোপবন :৭৪ অগ্নি, দান
১০০ গোপায়ন :(২৪) অগ্নি
১০১ গোসূক্তি (কণ্বগোত্রীয়া) :(১৪ - ১৫) ইন্দ্র
১০২ গৌতম :(৬৭ ও ১০৭) সোম, অগ্নি
১০৩ গৌরিবীতি (শক্তিগোত্রীয়া) :২৯ ; :(১০৮) ; ১০:৭৩ - ৭৪ ইন্দ্র, উশনা, সোম
১০৪ ঘর্ম ১০:(১৮১) দেবাদি
১০৫ ঘোষা (কক্ষীবান রাজর্ষীর কন্যা)[] ১০:৩৯ ও ৪০ অশ্বিদ্বি
১০৫ চক্ষু :(১০৬) ও ১০:১৫৮ সোম ও সূর্য
১০৭ চিত্রমহা ১০:১২২ সোম
১০৮ জমদগ্নি (ভৃগুপুত্র) :৬২:{১৬-১৮} ; :১০১ ; :৬২, {৬৫}, (৬৭), (১০৭) ; ১০:১১০ ও (১৩৭) মিত্র, বরুণ, দেবাদি, সোম, আপ্রী, বিশনাশকশক্তি দেবাদি
১০৯ জয় ১০:১৮০ ইন্দ্র
১১০ জরৎকর্ণ ১০:৭৬ সোমনিষ্কাষণের পাথরাদি
১১১ জরিতা (৪ পক্ষী ?) ১০:১৪২ অগ্নি
১১২ জুহু (বৃহস্পতিপত্নী)[১০] ১০:১০৯ বৃহস্পতি, সূর্য, বরুণ, বায়ু, অগ্নি, সোম, প্রজাপতি, মিত্র, সপ্তর্ষি
১১৩ জূতি ১০:১৩৬ কেশী (অগ্নি-জল-দ্যু-ভূ-লোক ইত্যাদির ধারক জ্যোতির্ময় দৈবসত্ত্বা)
১১৪ জেতৃ (মধুচ্ছন্দাপুত্র) :১১ ইন্দ্র
১১৫ তপুমূর্ধা ১০:১৮২ বৃহস্পতি
১১৬ তাম্ব ১০:৯৩ দেবাদি
১১৭ তিরশ্চী :৯৫, {৯৬} ইন্দ্র
১১৮ ত্রসদস্যু (পুরুকুৎসবংশীয়) :৪২ :{২৭} :(১১০) ত্রসদস্যু,ইন্দ্র,বরুণ, অগ্নি, সোম
১১৯ ত্রারুণ :(১১০) সোম
১২০ ত্রিত :৩৩ - ৩৪, ১০২ ; ১০:১ - ৭ সোম, অগ্নি
১২১ ত্রিশিরা ১০:৮ ও (৯) অগ্নি, ইন্দ্র, জল
১২২ ত্র্যরুণ :{২৭} অগ্নি
১২৩ ত্বষ্টা ১০:১৮৪ বিষ্ণু, ত্বষ্টা, প্রজাপতি, ধাতা, সিনীবালী, সরস্বতী, পদ্মমালাধারী অশ্বিদ্বি
১২৪ দক্ষিণা (প্রজাপতিগোত্রীয়া)[১১] ১০:১৬ অগ্নি
১২৫ দমন ১০:১৬ অগ্নি
১২৬ দিব্য (অঙ্গিরাবংশীয়) ১০:১০৭ দক্ষিণা(দান)র সুফল বর্ণনা
১২৭ দুবস্যু ১০:১০০ ইন্দ্র, সবিতা, অদিতি, বায়ু, সোম, বৃহস্পতি, অগ্নি, বসুদি, দেবাদি, সোমনিষ্পীড়নপ্রস্তর, গাভীদি
১২৮ দুর্মিত্র ১০:{১০৫} ইন্দ্র
১২৯ দীর্ঘতমা (উচথ্যকন্যা) :১৪০ - ১৬৪ অগ্নি, আপ্রী(অগ্নিযজ্ঞ), ইন্দ্র, মিত্রাবরুণ, বিষ্ণু, অশ্বিদ্বি, দ্যাবাপৃথিবী, ঋভুদি, অশ্ব, দেবাদি
১৩০ দ্যুতান :{৯৬} ইন্দ্র
১৩১ দ্যুম্ন (অত্রিবংশীয়) :২৩ অগ্নি
১৩২ দ্যুম্নীক (বসিষ্ঠপুত্র) :{৮৭} ইন্দ্র
১৩৩ দৃঢ়চ্যুত (অগস্ত্যপুত্র) :২৫ পবমান সোম
১৩৪ দেবমুনি ১০:১৪৬ অরণ্যানী
১৩৫ দেবশ্রবা ১০:১৭ সরণ্যু, পূষা, সরস্বতী, জল, সোম
১৩৬ দেবশ্রবা দেবরাত (ভরতকন্যা) :২৩ অগ্নি
১৩৭ দেবাতিথি :৪ ইন্দ্র, পূষা, কুরঙ্গ(রাজার)দান
১৩৮ দেবাপি (ঋষ্টিসেনপুত্র) ১০:৯৮ বৃহস্পতি, মিত্র/বরুণ/পূষা/আদিত্যাদি, বসুদি/ইন্দ্র, দেবাপি, অগ্নি
১৩৯ দেবাদি ১০:(৫১), ৫৩ অগ্নি ও দেবাদি (কথোপকথন), অগ্নি
১৪০ দ্বিত :১০৩ সোম
১৪১ ধরুণ (অঙ্গিরাবংশীয়) :১৫ অগ্নি
১৪২ ধ্রুব ১০:১৭৩ রাজস্তুতি
১৪৩ নদী[১২] :৩৩:৪,৬,৮,১০ ইন্দ্র
১৪৪ নভঃপ্রভেদন ১০:১১২ ইন্দ্র
১৪৫ নর :৩৫ - ৩৬ ইন্দ্র
১৪৬ নহুষ :(১০১) সোম
১৪৭ নাভাক :৩৯ - ৪১, (৪২) অগ্নি, ইন্দ্র, বরুণ, অশ্বিদ্বি
১৪৮ নাভানেদিষ্ট ১০:৬১ - ৬২ দেবাদি ( রুদ্র, অশ্বিদ্বি, ইন্দ্র, অগ্নি, সূর্য, মিত্র, বরুণ, অঙ্গিরা ঋষিদি )
১৪৯ নারদ (কণ্বগোত্রীয়) :১৩ ; :(১০৪ - ১০৫) ইন্দ্র, সোম
১৫০ নারায়ণ ১০:৯০ ( সহস্র মাথা-চোখ-পা বি‌শিষ্ট ) পুরুষ
১৫১ নিধ্রুব (কশ্যপগোত্রীয়) :৬৩ সোম
১৫২ নীপাতিথি (কণ্বগোত্রীয়া) :৩৪ ইন্দ্র
১৫৩ নীবাবরী :৮৬:(১১ - ২০) পবমান সোম
১৫৪ নৃমেধ (অঙ্গিরাপুত্র) :(৮৯ - ৯০), ৯৮ - ৯৯ ; :২৭, ২৯ ইন্দ্র ; পবমান সোম
১৫৫ নেম (ভৃগুগোত্রীয়) :১০০ ইন্দ্র, বাক
১৫৬ নোধা (গোতমগোত্রীয়া) :৫৮ - ৬৪ ; :৮৮ ; :৯৩ অগ্নি, ইন্দ্র, মরুতাদি, সোম
১৫৭ পণিগণ ১০:(১০৮) পণিগণ ও সরমা
১৫৮ পতঙ্গ ১০:১৭৭ মায়া
১৫৯ পবিত্র (অজিরাপুত্র) :(৬৭), ৭৩, ৮৩ সোম, অগ্নি
১৬০ পরাশর (শক্তিপুত্র) :৬৫ - ৭৩ অগ্নি
১৬১ পরুচ্ছেপ (দিবোদাসপুত্র) :১৩০ - ১৩৯ ইন্দ্র, বায়ু, মিত্রাবরুণ, পূষা, দেবাদি
১৬২ পর্বত (কণ্বগোত্রীয়) :১২ ; :(১০৪ - ১০৫) ইন্দ্র, সোম
১৬৩ পাযু ১০:৮৭ অগ্নি
১৬৪ পায়ু (ভরদ্বাজপুত্র) :৭৫ বর্ম, ধেণু, জ্যা, আর্তমী, ইষুধি, সারথি, রশ্মি, অশ্ব, রথ, রথগোপাদি, স্তোতা, পিতা, সোম্য, দ্যাবাপৃথিবী, পূষা, ইষু, প্রত্যেদ, হস্তর, যুদ্ধভূমি, ব্রহ্মণস্পতি, অদিতি, কবচ, সোম, বরুণ, দেবাদি, ব্রহ্মদেবতা
১৬৫ পুরু (অত্রিবংশীয়) :১৬ - ১৭ অগ্নি
১৬৬ পুরুমীলহ :(৪৩ - ৪৪) অশ্বিদি
১৬৭ পুরুমীড় :(৭১) অগ্নি
১৬৮ পুরুমেধ :(৮৯ - ৯০) ইন্দ্র
১৬৯ পুরুরবা ১০:(৯৫) পুরুরবা ও ঊর্বশী
১৭০ পুরুহম্মা :৭০ ইন্দ্র
১৭১ পূতদক্ষ :(৯৪) মরুতাদি
১৭২ পূরণ ১০:১৬০ ইন্দ্র
১৭৩ পৃথু ১০:১৪৮ ইন্দ্র
১৭৪ পৃশ্নি[১৩] :৮৬:(৩১ - ৪০) পবমান সোম
১৭৫ পৃষধ্র (কণ্বগোত্রীয়) :৫৬ অগ্নি ও সূর্য
১৭৬ পৌর (অত্রিপুত্র) :৭৩ - ৭৪ অশ্বিদ্বি
১৭৭ প্রগাথ (কণ্বপুত্র) :১:৩ - ২৯, ১০, ৪৮, ৬২ - ৬৪ ইন্দ্র, অশ্বিদ্বি
১৭৮ প্রচেতা ১০:১৬৪ দুঃস্বপ্ননাশক শক্তি
১৭৯ প্রজাপতি (বিশ্বামিত্রপুত্র বা বাচপুত্র) :{৩৮}, ৫৪ - ৫৬ ; :৮৪ ; ১০:১২৯ ও ১৩০ ইন্দ্র, বরুণ, দ্যাবাপৃথিবী, সবিতা, ত্বষ্টা, ঋভুদি, মরুতাদি, সরস্বতী, নাসত্যদ্বি, অশ্বিদ্বি, অর্যমা, অদিতি, জল, অন্তরীক্ষ, পর্বতাদি, আদিত্যাদি, অগ্নি, সম্বৎসর, নদীদি, ভগ, ধিষণা ; পবমান সোম ; পরমাত্মা (সৃষ্টিকল্পনা) ও যজ্ঞ
১৮০ প্রজাবান ১০:১৮৩ যজমান ও স্বপত্নীর প্রতি আশীর্বচন এবং হোতা হিসেবে আত্মপ্রশংসা
১৮১ প্রতর্দন :৯৬ ; ১০:(১৭৯) সোম ; ইন্দ্র
১৮২ প্রতিক্ষত্র (অত্রিপুত্র) :৪৬ অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, মরুতাদি, বিষ্ণু, নাসত্যদ্বি, রুদ্র, দেবাদিপত্নীদি, পূষা, ভগ, সরস্বতী, অদিতি, সূর্য, পৃথিবী, স্বর্গ, মেঘাদি, জলাদি, ব্রহ্মণস্পতি, সবিতা, বায়ু, সোম, ঋভুদি, অশ্বিদ্বি, ত্বষ্টা, বিভ্বা, বৃহস্পতি, অর্যমা, পর্বতাদি, নদীদি, ইন্দ্রাণী, অগ্নায়ী, অশ্বিনী, রোদসী, বরুণানী
১৮৩ প্রতিপ্রভ (অত্রিপুত্র) :৪৯ সবিতা, ভগ, অশ্বিদ্বি, পূষা, অদিতি, ইন্দ্র, বিষ্ণু, বরুণ, মিত্র, অগ্নি, নদীসকল, বসুগণ
১৮৪ প্রতিবথ (অত্রিপুত্র) :৪৭ উষা, সূর্য, রশ্মি, মিত্র, বরুণ, অগ্নি
১৮৫ প্রতিভানু (অত্রিপুত্র) :৪৮ উষা
১৮৬ প্রথ (বসিষ্ঠপিতা) ১০:১৮১:১ সবিতা ও বিষ্ণু
১৮৭ প্রভুবসু (অঙ্গিরাপুত্র) :৩৫ ও ৩৬ ; :৩৫ ও ৩৬ ইন্দ্র, সোম
১৮৮ প্রভেদন ১০:১১৩ ইন্দ্র
১৮৯ প্রযস্বস্বৎগণ (অত্রিবংশীয়) :২০ অগ্নি
১৯০ প্রয়োগ (ভৃগুগোত্রীয়) :(১০২) অগ্নি
১৯১ প্রস্কণ্ব (কণ্বপুত্র) :৪৪ - ৫০ ; :৪৯ ; :৯৫ অগ্নি, অশ্বিদ্বি, উষা, সূর্য ; ইন্দ্র ; সোম
১৯২ প্রিয়মেধ :২৮ সোম
১৯৩ প্রিয়মেধ (অঙ্গিরাগোত্রীয়) :(২), ৬৮ ও ৬৯ ইন্দ্র, ঋক্ষ, দান, বরুণ, উষা
১৯৪ প্রিয়মেধ (কণ্বগোত্রীয়) :৩৩ ইন্দ্র
১৯৫ প্রিয়মেধা (অঙ্গিরাগোত্রীয়া) :(৮৭) অশ্বিদ্বি
১৯৬ বক্র :৩০ ইন্দ্র, ঋণঞ্চয়, বাত্যা
১৯৭ বক্ষোহা ১০:১৬২ গর্ভরক্ষণশক্তি
১৯৮ বৎস (কণ্বগোত্রীয়) :৬ - ৭, ১১ ; :৬৮ ; ১০:১৮৭ ইন্দ্র ও রাজপুত্র তিরন্দির দান, মরুতাদি, অগ্নি ; সোম ; অগ্নি
১৯৯ বৎসপ্রি ১০:৪৫ - ৪৬ অগ্নি
২০০ বন্ধু (১ম/৪ গোপায়ন ও লৌপায়ন) :(২৪) ; ১০:(৫৭ - ৬০) অগ্নি ; ইন্দ্র, অগ্নি, নরাশংস সোম, পিতৃলোকাদি, মৃতবন্ধুর মন, দেবলোকাদি, নির্ঋতি, অসুনীতি, অনুমতি, পৃথিবী, দ্যুলোকদেবী, অন্তরিক্ষ, সোম, পূষা, দ্যাবপৃথিবী, স্বর্গ ও পৃথিবীস্থ ঔষধ, ইন্দ্র, অসমাতি রাজা
২০১ বব্রি (অত্রিগোত্রীয়া) :১৯ অগ্নি
২০২ বম্র (বৈখানস) ১০:৯৯ ইন্দ্র
২০৩ বরূ ১০:৯৬ ইন্দ্রের ঘোড়াদ্বি
২০৪ বশ :৪৬ দান, বায়ু, ইন্দ্র
২০৫ বসিষ্ঠ :১ - (৩৩) - (১০১) - ১০৪ ; :(৬৭), ৯০, ৯৭, (১০৭) ; ১০:(১৩৭) অগ্নি, আপ্রী, বৈশ্বানর অগ্নি, ইন্দ্র, সুদাস রাজার দান, বসিষ্ঠ-বসিষ্ঠপুত্রাদি, দেবাদি, সবিতা, দধিক্রা, রুদ্র, অপ(জল), ঋভু, মিত্র, বরুণ, নদী, আদিত্য, দ্যাবাপৃথিবী, বাস্তোষ্পতি, মরুৎ, সূর্য, অশ্বিদ্বি, উষা, সরস্বতী, ব্রহ্মণস্পতি, বৃহস্পতি, বায়ু, বিষ্ণু, পর্জন্য, মন্ডুক, সোম, গ্রাবা, পৃথিবী, অন্তরিক্ষ
২০৬ বসিষ্ঠপুত্রাদি :(৩৩) বসিষ্ঠ ও বসিষ্ঠপুত্ররাই প্রার্থ্য
২০৭ বসুকর্ণ (বশিষ্ঠবংশীয়) ১০:৬৫ ও ৬৬ অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, অর্যমা, বায়ু, পূষা, সরস্বতী, আদিত্যাদি, বিষ্ণু, মরুতাদি, বৃহৎস্বর্গ, সোম, রুদ্র, অদিতি, ব্রহ্মণস্পতি, দ্যাবাপৃথিবী, ঋভুদি, ত্বষ্টা, অশ্বিদ্বি, ধারক, জল
২০৮ বসুকৃৎ ১০:(২০ - ২১) অগ্নি
২০৯ বসুক্র ১০:২৭ - ২৯ ইন্দ্র
২১০ বসুক্রপত্নী (ইন্দ্রের পুত্রবধু)[১৪] ১০:২৮:১ ইন্দ্র
২১১ বসুনামা :৮০ - ৮২ পবমান সোম
২১২ বসুমনা ১০:(১৭৯) ইন্দ্র
২১৩ বসুশ্রুত (অত্রিবংশীয়) :৩ - ৬ অগ্নি, আপ্রী
২১৪ বসুষুদল (অত্রিবংশীয়) :২৫ ও ২৬ অগ্নি
২১৫ বাক/বাগম্ভৃণী (অম্ভৃণকন্যা)[১৫] ১০:১২৫ (দেবীসূক্ত)[১৬] আমি (বাক পরমাত্মা)
২১৬ বামদেব :১ - ৪১, ৪৫ - ৫৮ অগ্নি, বরুণ, রাক্ষসবিনাশকশক্তি, বৈশ্বানর, সবিতা (সূর্য), সোমকরাজা, অশ্বিদ্বি, ইন্দ্র, অদিতি, শ্যেন, সোম, ঋভুদি, দ্যাবাপৃথিবী, দধিক্রা, বায়ু, বৃহস্পতি, উষা
২১৭ বাহুবৃক্ত :৭১ ও ৭২ মিত্র, বরুণ
২১৮ বিন্দু (অঙ্গিরগোত্রীয়া) :(৯৪) ; :৩০ মরুতাদি ; সোম
২১৯ বিপ্রবন্ধু (৪র্থ/৪ গোপায়ন ও লৌপায়ন) :(২৪) ; ১০:৫৭ - ৬০ অগ্নি ; ইন্দ্র, অগ্নি, নরাশংস সোম, পিতৃলোকাদি, মৃতবন্ধুর মন, দেবলোকাদি, নির্ঋতি, অসুনীতি, অনুমতি, পৃথিবী, দ্যুলোকদেবী, অন্তরিক্ষ, সোম, পূষা, দ্যাবপৃথিবী, স্বর্গ ও পৃথিবীস্থ ঔষধ, ইন্দ্র, অসমাতি রাজা
২২০ বিবস্বত ১০:১৩ হবির্ধান
২২১ বিবৃহা ১০:১৬৩ যক্ষ্মানাশকশক্তি
২২২ বিভাবরী[১৭] :৮৬:(১১ - ২০) সোমরস
২২৩ বিভ্রাট ১০:১৭০ সূর্য
২২৪ বিমদ ১০:(২০ - ২১) - ২২ - ২৬ অগ্নি, ইন্দ্র, অশ্বিদ্বি, সোম, পূষা
২২৫ বিরূপ (অঙ্গিরাপুত্র) :৪৩ - ৪৪, ৭৫ অগ্নি, ইন্দ্র
২২৬ বিশ্বকর্মা ১০:৮১ ও ৮২ বিশ্বকর্মা
২২৭ বিশ্বকায় (কৃষ্ণপুত্র) :৮৬ অশ্বিদ্বি
২২৮ বিশ্ববারা (অত্রিগোত্রজাতা)[১৮] :২৮ অগ্নি
২২৯ বিশ্বমনা (ব্যশ্ববংশীয়া) :২৩ ও (২৬) অগ্নি ও (অশ্বিদ্বি, বায়ু)
২৩০ বিশ্বসামা (অত্রিবংশীয়া) :২২ অগ্নি
২৩১ বিশ্বাবসু ১০:১৩৯ বিশ্বাবসু ও সবিতা
২৩২ বিশ্বামিত্র :১ - ১২, ২৪ - (৩১) - (৩৮) - ৫৩, ৫৭ - (৬২) ; :(৬৭), (১০৭) ; ১০:(১৩৭), ১৬৭ অগ্নি, আপ্রী, যূপ, ইন্দ্র, মরুতাদি, ব্রহ্ম, বিশ্বামিত্র উপাধ্যায়, ঋতু, বরুণ, পর্বত, পূষা, বিশ্বদেবাদি, অশ্বিদ্বি, মিত্র, উষা, বৃহস্পতি, সবিতা, ভগ, সোম
২৩৩ বিহব্য ১০:১২৮ আকাশ, দেবসকল ও দেবীসকল
২৩৪ বীতহব্য (অঙ্গিরাপুত্র) :(১৫) অগ্নি
২৩৫ বুধ :(১) ; ১০:১০১ অগ্নি ; (সখাদের প্রতি আহ্বান) দধিক্রা, উষা, ইন্দ্র ও দেবসকল
২৩৬ বৃষ (জারপুত্র) :(২) অগ্নি
২৩৭ বৃহৎমতি (অঙ্গিরাগোত্রীয়া) :৩৯ ও ৪০ সোম
২৩৮ বৃহদুক্থ ১০:৫৪ - ৫৬ ইন্দ্র, দেবাদি
২৩৯ বৃহদ্দিব ১০:১২০ ইন্দ্র
২৪০ বৃহস্পতি ১০:৭১ ও ৭২ ভাষাজ্ঞান, বাগ্দেবী, স্তোতা ও পুরোহিত
২৪১ বেন :৮৫ ; ১০:১২৩ সোম, বেন
২৪২ বৈখানস, শতসংখ্যক :৬৬ অগ্নি, সোম
২৪৩ বৈয়শ্ব (ব্যশ্ববংশীয়) :২৪ - (২৬) ইন্দ্র দান দেবাদি মিত্র বরুণ অশ্বিদ্বি বায়ু
২৪৪ ব্রহ্মাতিথি (কণ্বগোত্রীয়া) :৫ দান ও অশ্বিদ্বি
২৪৫ ভগ (প্রগাথপুত্র) :৬০ ও ৬১ অগ্নি ও ইন্দ্র
২৪৬ ভয়মান :১০০ অগ্নি
২৪৭ ভরদ্বাজ :১ - (১৫) - ৩০, ৩৪, ৩৭ - ৪৩, ৪৬, ৫৩ - ৭৪ ; :(৬৭), (১০৭) ; ১০:(১৩৭) অগ্নি, ইন্দ্র, পূষা, সরস্বতী, অশ্বিদ্বি, উষা, মরুতাদি, মিত্র-বরুণ, ইন্দ্র-বরুণ, ইন্দ্র-বিষ্ণু, দ্যাবাপৃথিবী, সবিতা, ইন্দ্র-সোম, বৃহস্পতি, সোম-রুদ্র ; (সোম-অগ্নি) ; (সোম) ; (দেবাদি, বায়ু, মরুতাদি, চরাচরাদি, জল)
২৪৮ ভার্গব :৭৫ - ৭৯ সোমরস
২৪৯ ভিক্ষু ১০:১১৭ দান ও দাতার প্রশংসা
২৫০ ভিষক ১০:৯৭ ওষধিদি
২৫১ ভুবন ১০:১৫৭ ইন্দ্র, দেবসকল, আদিত্যাদি, মরুতাদি
২৫২ ভূতাংশ ১০:১০৬ অশ্বিদ্বি
২৫৩ ভৃগু (বরুণপুত্র) :{৬৫} ; ১০:{১৯} সোম
২৫৪ মৎস্য (সমদপুত্র) :{৬৭} অাদিত্যাদি
২৫৫ মথিত ১০:{১৯} গাভী, অগ্নি, সোম, ইন্দ্র, গোপা (রাখাল), দেবাদি, নিবর্তন (গোচারক)
২৫৬ মধুচ্ছন্দা (বিশ্বামিত্রপুত্র) :১ - ১০ অগ্নি, বায়ু-ইন্দ্র, মিত্র-বরুণ, ইন্দ্র-বরুণ, অশ্বিদ্বি, ইন্দ্র, বিশ্বদেবাদি, সরস্বতী
২৫৭ মনু (বিবস্বানপুত্র) :২৭ - {২৯} - ৩১ ; :(১০১), (১০৬) ৭ মরুতাদি, ব্রহ্মণস্পতি, বিশ্বদেবাদি, আদিত্যাদি, বরুণ, অদিতি, মিত্র, ইন্দ্র, বিষ্ণু, অশ্বিদ্বি, পূষা, অর্যমা, অসুরাদি, ৩৩ দেবাদি, সোম, ত্বষ্টা, শুচি, উগ্র, পর্বত, নদী, (সোমরস)
২৫৮ মন্যু ১০:৮৩ ও ৮৪ মন্যু দেব
২৫৯ মাতরিশ্বা (কণ্বগোত্রীয়া) :৫৪ ইন্দ্র, দেবসকল, বসুগণ, রুদ্রগণ, মরুৎগণ, পূষা, বিষ্ণু, সরস্বতী, সপ্তসিন্ধু, জল, বায়ু, পর্বত, বনস্পতি, পৃথিবী
২৬০ মান্য (মিত্র ও বরুণের পুত্র) :{৬৭} অাদিত্যগণ
২৬১ মান্ধাতা ১০:১৩৪:১ - ৫ ইন্দ্র
২৬২ মাষ :৮৬:(১ - ১০) সোমরস
২৬৩ মুক্তবাহ দ্বিত (অত্রিপুত্র) :১৮ অগ্নি
২৬৪ মুদ্গল ১০:১০২ ইন্দ্র
২৬৫ মুড়ীক ১০:১৫০ অগ্নি
২৬৬ মূর্ধণ্বান ১০:৮৮ অগ্নি ও সূর্য
২৬৭ মেধা (কণ্বগোত্রীয়) :৫৩ ইন্দ্র
২৬৮ মেধাতিথি (কণ্বপুত্র) :১২ - ২৩ ; :(১?), ২ ও ৩২ ; :২, ৪২ ও ৪৩ অগ্নি, ঋতু, মরুৎগণ, দ্রবিণোদা, অশ্বিদ্বয়, নেষ্টা, ইন্দ্র, মিত্র-বরুণ, দক্ষিণা, সদস্পতি, সোম, ব্রহ্মস্পতি, ঋভুগণ, ইন্দ্রাণী, বরুণানি, অগ্নায়ি, দ্যৌ, পৃথিবী, বিষ্ণু, ধিষণা, সবিতা, পূষা, জল ; ইন্দ্র ; পবমান সোম
২৬৯ মেধ্য (কণ্বগোত্রীয়)) :৫৭ ও ৫৮ অশ্বিদ্বয় ও অগ্নি, সূর্য, ঊষা
২৭০ মেধ্যাতিথি (কণ্বগোত্রীয়) :(১?), ৩ ; :৪১ ইন্দ্র, পাকস্থানরাজার দান ; সোম
২৭১ যক্ষ্মানাশন ১০:১৬১ ইন্দ্র ও অগ্নি
২৭২ মথিত (অত্রিপুত্র) :৬৭ ও ৬৮ মিত্র-বরুণ
২৭৩ যবিষ্ঠ :{(১০২)} অগ্নি
২৭৪ যম (বিবস্বানপুত্র) ১০:১০:২, ৪, ৬, ৮, ১০, ১২ ও ১৪ ; ১০:১৪ কথোপকথন ; পরলোক সম্পর্কিত বর্ণনা
২৭৫ যমী (বিবস্বানকন্যা)[১৯] ১০:১০:১, ৩, ৫, ৭, ৯, ১১ ও ১৩ ; ১০:১৫৪ কথোপকথন ; পরলোকগত ব্যক্তি সম্পর্কিত বর্ণনা
২৭৬ যযাতি :(১০১) পবমান সোম
২৭৭ রশ্মি (স্যূম্) ১০:৭৭ - ৭৮ মরুৎগণ
২৭৮ রহুগণ :৩৭ - ৩৮ সোম
২৭৯ রাতহব্য (অত্রিপুত্র) :৬৫ - ৬৬ মিত্র-বরুণ
২৮০ রাত্রি (ভরদ্বাজগোত্রীয়া) ১০:১২৭[২০] রাত্রি
২৮১ রেণু :৭০ ; ১০:৮৯ সোম, ইন্দ্র
২৮২ রেভ :৯৭ ; :(৯৯ - ১০০) ইন্দ্র, সোম
২৮৩ রোমাশা (বৃহস্পতিকন্যা, রাজা স্বনয় ভাবয়ব্যপত্নী)[২১] :১২৬:৭ পবমান সোম
২৮৪ লুশ ১০:৩৫ - ৩৬ দ্যুলোক, ভূলোক, নদীগণ, সূর্য, পর্বতগণ, ইন্দ্র, বৃহস্পতি, ভগ উষা, রাত্রি, দ্যাবাপৃথিবী, বরুণ, অর্যমা, মরুৎগণ, জলগণ, আদিত্যগণ, স্বর্গ, নির্ঋতি-প্রতিরোধ, মিত্র, অদিতি, সোমনিষ্পীড়নপ্রস্তর, অশ্বিদ্বয়, অগ্নি, সোম, সূর্য
২৮৫ লোপামুদ্রা[২২] (অগস্ত্যপত্নী) ১০:১৭৯:১ ও ২ পবমান
২৮৬ লৌপায়ন :(২৪) পবমান সোম
২৮৭ শংযু (বৃহস্পতিপুত্র) :৪৪ - ৪৫, ৪৮ ইন্দ্র, বৃহস্পতি, অগ্নি, পৃশ্নি, মরুৎগণ, স্বর্গ, পূষা, পৃথিবী
২৮৮ শক্তি :১০৮ সোম
২৮৯ শকপূত ১০:১৩২ মিত্র-বরুণ
২৯০ শঙ্খ ১০:১৫ পিতৃলোক
২৯১ শচী (দৈত্যগুরু পুলমাকন্যা) [২৩] ১০:১৫৯ দেবগণ, সপত্নীবিজয়, স্বামী-পুত্র-কন্যা ও আত্ম প্রশংসা
২৯২ শতসংখ্যক বৈখানস :৬৬ অগ্নি, সোম
২৯৩ শবর ১০:১৬৯ রুদ্র, পর্জন্য, ইন্দ্র, সোম, প্রজাপতি, সর্বদেব, পিতৃলোক
২৯৪ শশকর্ণ :৯ অশ্বিদ্বয়
২৯৫ শাস ১০:১৫২ ইন্দ্র
২৯৬ শার্ষত ১০:৯২ অগ্নিস্তুতি
২৯৭ শিকতা (কশ্যপগোত্রীয়া) [২৪] :৮৬:(১১ - ২০) সোমরস
২৯৮ শিখন্ডিণী (কশ্যপগোত্রীয়া) [২৫] :১০৪ সোমরস
২৯৯ শিবি ১০:(১৭৯) ইন্দ্র
৩০০ শিরিম্বিত ১০:১৫৫ অলক্ষ্মীবিতাড়ন, ব্রহ্মণস্পতি ও দেবগণ
৩০১ শিশু :১১২ সোম
৩০২ শুনঃশেপ (আজীগর্ত্তপুত্র) :২৪ - ৩০ অগ্নি
৩০৩ শুনঃশেফ :৩ সোমরস
৩০৪ শুনহোত্র :৩৩ ইন্দ্র
৩০৫ শ্যেন ১০:১৮৮ অগ্নি
৩০৬ শ্যাবাশ্ব (অত্রিগোত্রীয়) :৫২ - ৬১, ৮১ ও ৮২ ; :৩৫ - ৩৮ ; :৩২ মরুৎগণ, অগ্নি, দেবগণ, সবিতা
৩০৭ শ্রদ্ধা (কামায়ণী) [২৬] ১০:১৫১ শ্রদ্ধাসূক্ত শ্রদ্ধা
৩০৮ শ্রুতবন্ধু (৩/৪ গোপায়ন ও লৌপায়ন) :(২৪) ; ১০:(৫৭ - ৬০) অগ্নি ; দেবগণ, বন্ধুর মন-প্রাণ, রাজা অসামতিস্তুতি
৩০৯ শ্রুতবিদ (অত্রিপুত্র) :৬২ মিত্র-বরুণ
৩১০ শ্বশ্বতী (অঙ্গিরাকন্যা, অসঙ্গপত্নী)[২৭] :১:৩৪ ; :(১০১) পবমান সোম
৩১১ সংকুসুক ১০:১৮ মৃত্যু, ধাতা, ত্বষ্টা, অগ্নিসংস্কার
৩১২ সংবর্ত ১০:১৭২ ঊষা
৩১৩ সংবহন ১০:১৯১ অগ্নি ও ঐকমত্য
৩১৪ সত্যধৃতি ১০:১৮৫ আদিত্য
৩১৫ সত্যশ্রবা (অত্রিবংশীয়) :৭৯ ও ৮০ ঊষা
৩১৬ সদাপৃণ (অত্রিবংশীয়) :৪৫ বিশ্বদেবগণ
৩১৭ সধ্বংসাখ্য (কণ্বগোত্রীয়) :৮ অশ্বিদ্বয়
৩১৮ সধ্রি ১০:১১৪ দেবগণ
৩১৯ সপ্তগু ১০:৪৭ বৈকুন্ঠ ইন্দ্র
৩২০ সপ্তবধ্রি (অত্রিপুত্র) :৭৮ ও :৭৩ অশ্বিদ্বয়
৩২১ সপ্তর্ষি :৬৭ ; ১০:১০৭ ও ১৩৭ সোম ও অগ্নি
৩২২ সপ্তি ১০:৭৯ অগ্নি
৩২৩ সপ্রথ ১০:(১৮১) দেবগণ
৩২৪ সব্য :৫১ - ৫৭ বৈকুন্ঠ
৩২৫ সম্বরণ (প্রজাপতিপুত্র) :৩৩ - ৩৪ ইন্দ্র
৩২৬ সরমা (ইন্দ্রদূতী)[২৮] ১০:১০৮:২, ৪, ৬, ৮, ১০ ও ১১ ইন্দ্র, জল:২, বৃহস্পতি:৬, অযাস্য:৮, অাঙ্গিরসগণ:৮, নবগুগণ:৮, ধর্ম:১১ সোম:১১, সোমপ্রস্তুতকারী প্রস্তরগণ:১১ ঋষিগণ:১১, মেধাবীগণ:১১
৩২৭ সস (অত্রিপুত্র) :২১ অগ্নি
৩২৮ সহদেব :(১০০) ইন্দ্র
৩২৯ সার্পরাজ্ঞী[২৯] ১০:১৮৯ ত্রিশস্থানী সূর্য
৩৩০ সিকতা :৮৬:(১১ - ২০) সোমরস
৩৩১ সিন্ধুক্ষিৎ ১০:৭৫ নদী
৩৩২ সিন্ধুদ্বীপ ১০:(৯) জল
৩৩৩ সুকক্ষ :(৯২) ও ৯৩ ইন্দ্র
৩৩৪ সুকৃতি ১০:১৩১ অশ্বিদ্বয় ও ইন্দ্র
৩৩৫ সুতম্ভর (অত্রিপুত্র) :১১ - ১৪ অগ্নি
৩৩৬ সুদাস ১০:১৩৩ ইন্দ্র
৩৩৭ সুদিতি :(৭১) অগ্নি
৩৩৮ সুনু ১০:১৭৬ ঋভু ও অগ্নি
৩৩৯ সুপর্ণ ১০:১৪৪ ইন্দ্র
৩৪০ সুপর্ণ (কণ্বগোত্রীয়) :৫৯ ইন্দ্র-বরুণ
৩৪১ সুবন্ধু (২/৪ গোপায়ন ও লৌপায়ন) :(২৪) অগ্নি
৩৪২ সুবেদা ১০:১৪৭ ইন্দ্র
৩৪৩ সুমিত্র ১০:৬৯ - ৭০, {১০৫} অগ্নি, আপ্রী, {ইন্দ্র}
৩৪৪ সুরাধা :(১০০) ইন্দ্র
৩৪৫ সুহস্ত ১০:৪১ অশ্বিদ্বয়
৩৪৬ সুহোত্র :৩১ - ৩২ ইন্দ্র
৩৪৭ সূনু :৯৯ - ১০০ সোম
৩৪৮ সূর্যা (সূর্যকন্যা)[৩০] ১০:৮৫ বিয়ের মন্ত্র দেবগণ
৩৪৯ স্যূম ১০:৭৭ -৭৮ মরুৎগণ
৩৫০ সোভরি (কণ্বপুত্র) :১৯ - ২২, ১০৩ দান, আদিত্য, অগ্নি, মরুৎগণ, ইন্দ্র, অশ্বিদ্বয়
৩৫১ সোমাহুতি (ভৃগুপুত্র) :৪ - ৭ অগ্নি
৩৫২ স্বস্তি (অত্রিপুত্র) :৫০ - ৫১ বিশ্বদেব
৩৫৩ হবির্ধান ১০:১১ - ১২ অগ্নি
৩৫৪ হর্যত (প্রগাথপুত্র) :৭২ অগ্নি
৩৫৫ হরিমন্ত :৭২ সোম
৩৫৬ হিরণ্যগর্ভ ১০:১২১ প্রজাপতি
৩৫৭ হিরণ্যস্তুপ (অঙ্গিরাপুত্র) :৩১ - ৩৫ ; :৪, ৬৯ অগ্নি, ইন্দ্র, অশ্বিদ্বয়, সবিতা

ঋগ্বেদীয় ঋষি-পরম্পরা

সম্পাদনা
প্রা অঙ্গিরা ভৃগু

বৃহস্পতি হিরণ্যস্তুপ সব্য ভরদ্বাজ

      বিশ্বামিত্র
 কুৎস        বসিষ্ঠ     অগস্ত্য
              
              শক্তি    মধুচ্ছন্দা
              পরাশর  শূনঃশেপ

আরও দেখুন

সম্পাদনা
  1. শৌণক তার বৃহদ্দেবতা নামক গ্রন্থে ঋগ্বেদের পঙক্তি ধ'রে ধ'রে ঋষি ও ঋষিকাদের দেবোপাসক , ঋষি-দেববাচী (ঋষি বা দেবদেবীর সাথে কথোপকথক) ও আত্মস্তুতিকারী - এ ৩ বিন্যাসে উপস্থাপন করেছেন ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ঋগ্বেদ সংহিতা , বাংলানুবাদ:রমেশচন্দ্র দত্ত (সায়ন , ম্যাক্স মুলারসহ অন্যান্যের ভাষ্যাদিকে টীকাকারে উল্লেখকৃত) , হরফ প্রকাশনী এ-১২৬ কলেজ স্ট্রীট মার্কেট কলকাতা ৭ , ১৯৭৬ । দত্ত, রমেশচন্দ্র (১৯৭২), ঋগ্বেদ সংহিতা, পৃষ্ঠা ১৩ 
  2. দেবোপাসক ১.১
  3. দেবোপাসক ১.২
  4. দেবোপাসক ১.৩
  5. ঋষি-দেববাচী ২.১
  6. ঋষি-দেববাচী ২.২
  7. ঋষি-দেববাচী ২.৫
  8. দেবোপাসক ১.৪
  9. দেবোপাসক ১.৫
  10. দেবোপাসক ১.৬
  11. আত্মস্তুতিকারী ৩.৪
  12. ঋষি-দেববাচী ২.৭
  13. দেবোপাসক ১.১২
  14. দেবোপাসক ১.৮
  15. আত্মস্তুতিকারী ৩.২
  16. মূর্তোপাসকদের সংস্কৃতিতে
  17. দেবোপাসক ১.১১
  18. দেবোপসনা ১.৭
  19. ঋষি-দেববাচী ২.৮
  20. আত্মস্তুতিকারী ৩.৫
  21. ঋষি-দেববাচী ২.৪
  22. ঋষি-দেববাচী ২.৬
  23. আত্মস্তুতিকারী ৩.৭
  24. দেবোপাসক ১.১০
  25. দেবোপাসক ১.৯
  26. আত্মস্তুতিকারী ৩.৩
  27. ঋষি-দেববাচী ২.৯
  28. ঋষি-দেববাচী ২.৩
  29. আত্মস্তুতিকারী ৩.১
  30. আত্মস্তুতিকারী ৩.৬