ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি

বাংলাদেশের ব্যাংক

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (ডিবিবিএল) বাংলাদেশনেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। এটি এম. সাহাবুদ্দিন আহমদ (বাংলাদেশ) এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ডাচ্ ফিনান্সিং সংস্থা নামক নেদারল্যান্ডের একটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা পায়। এটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ডিবিবিএল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৩ জুন, ১৯৯৬ সালে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ ২০০৪ সালে নিবন্ধিত।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১৯৯৫
প্রতিষ্ঠাতাএম. সাহাবুদ্দিন আহমদ এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ডাচ্ ফিনান্সিং সংস্থা
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
সাদিয়া রাইয়ান আহমেদ (চেয়ারম্যান)
পণ্যসমূহব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
বিনিয়োগ ব্যাংকিং
কর্মীসংখ্যা
১৯০০০+
ওয়েবসাইটwww.dutchbanglabank.com

ব্যাংকিং কার্যক্রম

সম্পাদনা

শাখা ও এটিএম

সম্পাদনা

বর্তমানে সারা দেশে এই ব্যাংকের 7760 টি এটিএম বুথ (দেশের সর্ব বৃহত এটিএম নেটওর্য়াক) রয়েছে। এছাড়া ব্যাংকটির প্রায় 5954 টি এজেন্ট বাংকিং অফিস এবং 1429 টি ফার্স্ট-ট্রাক রয়েছে। ব্যাংকটির বর্তমানে শাখার সংখ্যা 241 টি।[][][]

মোবাইল ব্যাংকিং

সম্পাদনা

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং "ডাচ বাংলা মোবাইল ব্যাংক" চালু করে ৩১ মার্চ ২০১১ সালে।[] যেটি বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ’বিকাশ’ এবং ডাচ-বাংলা মোবাইল ব্যাংক 'রকেট'।[][] রকেটের গ্রাহক ২ কোটি ৪০ লাখ.[]

এজেন্ট ব্যাংকিং

গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য চালু হয় এজেন্ট ব্যাংকিং, সকল ব্যাংকিং সেবা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন জনবহুল ব্যাংকিং মাধ্যম হয়ে দাড়িয়েছে।

সামাজিক দায়বদ্ধতা

সম্পাদনা

প্রতি বছর ডাচ্-বাংলা ব্যাংক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ১০২ কোটি টাকার মেধাবৃত্তি প্রদান করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্রাঞ্চ"। ২০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 
  2. "অটোমেশন"। ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 
  3. "এটিএম"ডাচ বাংলা ব্যাংক। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৭ 
  4. সাকিব, সানাউল্লাহ। "খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৮ 
  5. দেশে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "সাত মাসে মোবাইল ব্যাংকিং গ্রাহক দ্বিগুণ"। ২৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 
  7. "অফিশিয়াল সাইট"। ৩১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 
  8. সাকিব, সানাউল্লাহ (১৮ জুন ২০২১)। "খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা