রকেট (মোবাইল ব্যাংকিং)

বাংলাদেশের অনলাইন মোবাইল ব্যাংকিং
(ডাচ-বাংলা মোবাইল ব্যাংক থেকে পুনর্নির্দেশিত)

রকেট বাংলাদেশের সর্বপ্রথম শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান।[] দেশে ডাচ্‌​–বাংলাই প্রথম ব্যাংক, যাদের হাত ধরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা চালু করে। বর্তমানে দেশের মোবাইল ব্যাংকিং সেবার ২২ শতাংশ রকেটের। এটি বাংলাদেশের ২য় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ৩১ মার্চ ২০১১ সালে চালু করা হয়েছিল। গ্রাহকরা *৩২২# ডায়াল করে এবং রকেট অ্যাপ ব্যবহার করে নগদ অর্থ জমা করা, নগদ অর্থ উত্তোলন করা, টাকা পাঠানো, টাকা যোগ করা, রেমিট্যান্স, মোবাইল রিচার্জ, মূল্য প্রদান ও বিল দেয়া ইত্যাদি সেবাগুলো নিতে পারেন। রকেট হিসাব খুলতে একজন গ্রাহককে পুর্ণাঙ্গ তথ্য দিয়ে নির্ধারিত গ্রাহক নিবন্ধন ফর্ম (কেওয়াইসি) পূরণ করতে হয় অনলাইনে রকেট অ্যাপ এর মাধ্যমে।[]

রকেট
ব্যবসার প্রকারবেসরকারি
সাইটের প্রকার
মোবাইল অ্যাপ
প্রধান ব্যক্তিআবুল কাশেম মো. শিরিন
পরিসেবাসমূহঅর্থ আদান-প্রদান
ধারক কোম্পানীডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
ওয়েবসাইটdutchbanglabank.com/rocket/rocket.html
অ্যালেক্সা অবস্থান
  • ৩২২#
চালুর তারিখ২০১১
বর্তমান অবস্থাঅনলাইন

সেবা সমূহ

সম্পাদনা

লেনদেনের সীমা কত? (গ্রাহকদের জন্য)[] []

  • এজেন্ট পয়েন্ট
  • দৈনিক ক্যাশ-ইন ২৫০০০৳
  • প্রত্যেকবার ক্যাশ-ইন ২৫০০০৳
  • দৈনিক ক্যাশ-আউট ২৫০০০৳
  • প্রত্যেকবার ক্যাশ-আউট ২৫০০০৳
  • দৈনিক ক্যাশ-আউট ৩ বার করা যাবে
  • মাসিক ক্যাশ-ইন ২০ বার
  • মাসিক ক্যাশ-আউট ২০ বার
  • মাসিক ক্যাশ-ইন / ক্যাশ-আউট ১৫০০০০৳
  • দৈনিক গ্রাহক থেকে গ্রাহক (সেন্ট মানি) ১০০০০৳
  • মাসিক গ্রাহক থেকে গ্রাহক (সেন্ট মানি) ২৫০০০৳


বর্তমানে দেশের ৬১১টি প্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করা হয় রকেট হিসাবের মাধ্যমে। এর বেশির ভাগই পোশাক খাতের প্রতিষ্ঠান। রকেটের মাধ্যমে বেতন-ভাতা দেওয়া শীর্ষ গ্রুপগুলো হলো নোমান, ফকির, অ্যাপেক্স, মোহাম্মদী, এসিআই, প্রাণ-আরএফএল, রানার, ডিবিএল, বেঙ্গল ও উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি। প্রতি মাসে ৭৮৪ কোটি টাকা বেতন-ভাতা বিতরণ হয় রকেটের মাধ্যমে। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধ হওয়া বেতন-ভাতার ৭০ শতাংশই রকেটের মাধ্যমে হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dutch-Bangla Bank Rocket" 
  2. প্রতিবেদক, নিজস্ব (২০২০-০২-১৭)। "ডাচ্-বাংলার টাকার রকেট"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৫ 
  3. "বিকাশ-রকেটে লেনদেনের সীমা বাড়ল"banglanews24.com। ২০২২-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৫ 
  4. "দেখার জন্য লগ ইন বা সাইন আপ করুন"m.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৫