টাঙ্গাইল-৬
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(টাংগাইল-৬ থেকে পুনর্নির্দেশিত)
টাঙ্গাইল-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩৫নং আসন।
টাঙ্গাইল-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | টাঙ্গাইল জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাটাঙ্গাইল-৬ আসনটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা ও নাগরপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | খন্দকার আবদুল বাতেন | ৬৬,২৯২ | ৮১.৯ | +৫০.২ | ||
স্বতন্ত্র | কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল | ১৪,৬২১ | ১৮.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫১,৬৭১ | ৬৩.৯ | +৪৬.৬ | |||
ভোটার উপস্থিতি | ৮০,৯১৩ | ২৩.৩ | +৬.০ | |||
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | খন্দকার আবদুল বাতেন | ১,৩৪,২৯৭ | ৪৯.০ | প্র/না | ||
আওয়ামী লীগ | আহসানুল ইসলাম টিটু | ৮৬,৭৯৯ | ৩১.৭ | -৯.৫ | ||
বিএনপি | গৌতম চক্রবর্তী | ৪৫,৫৯৮ | ১৬.৭ | -২৬.০ | ||
ইসলামী আন্দোলন | আখিনুর মিয়া | ৩,৮২২ | ১.৪ | প্র/না | ||
কেএসজেএল | আনোয়ারুল ইসলাম রোটন | ১,৭৩১ | ০.৬ | -০.৫ | ||
বিকল্পধারা | মঞ্জুর রাশেদ | ৮৭০ | ০.৩ | প্র/না | ||
গণফোরাম | মোস্তাসিম বিল্লাহ | ৭১৪ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৭,৪৯৮ | ১৭.৩ | +১৫.৮ | |||
ভোটার উপস্থিতি | ২,৭৩,৮৩১ | ৮৭.৪ | +১৬.৪ | |||
বিএনপি থেকে স্বতন্ত্র অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | গৌতম চক্রবর্তী | ৫৫,১৭৩ | ৪২.৭ | +৫.০ | |
আওয়ামী লীগ | খন্দকার আবদুল বাতেন | ৫৩,২৯৫ | ৪১.২ | +৫.৬ | |
স্বতন্ত্র | গোলাম মোহাম্মদ খান | ১৬,৪৬২ | ১২.৭ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এমদাদ হোসেন | ২,৪১৮ | ১.৯ | প্র/না | |
কেএসজেএল | আরিফ খান ইউসুফজাই | ১,৩৯৯ | ১.১ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | আবদুর রউফ | ৩০৯ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মাসুদুর রহমান | ১৫৪ | ০.১ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | গোলাম মোস্তফা | ৬৬ | ০.১ | ০.০ | |
জাতীয় পার্টি | এ বি বি এম বোরহান উদ্দিন | ৫৪ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৮৭৮ | ১.৫ | −০.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,২৯,৩৩০ | ৭১.০ | +১.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | গৌতম চক্রবর্তী | ৩৪,২৭৯ | ৩৭.৭ | -১.১ | |
আওয়ামী লীগ | খন্দকার আবদুল বাতেন | ৩২,৩২৯ | ৩৫.৬ | +১৪.৪ | |
জাতীয় পার্টি | নূর মুহাম্মদ খান | ২২,১৩৮ | ২৪.৪ | +২৩.৬ | |
জামায়াতে ইসলামী | এ কে এম এম আবদুল হামিদ | ১,৬৭৬ | ১.৮ | প্র/না | |
জাকের পার্টি | আমিনুর রহমান | ১৯৫ | ০.২ | -২.১ | |
স্বতন্ত্র | সাইফুল আলম খান | ১৭০ | ০.২ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | গোলাম মোস্তফা | ১৪০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯৫০ | ২.১ | −১৫.৫ | ||
ভোটার উপস্থিতি | ৯০,৯২৭ | ৭০.০ | +১৯.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খন্দকার আবু তাহের | ৩২,৮৪৫ | ৩৮.৮ | |||
আওয়ামী লীগ | আব্দুল মান্নান | ১৭,৯৩৬ | ২১.২ | |||
স্বতন্ত্র | খন্দকার এনামুল কবীর শহীদ | ১৪,০৭৯ | ১৬.৬ | |||
জাসদ (রব) | খন্দকার আবদুল বাতেন | ১১,৬৯৪ | ১৩.৮ | |||
স্বতন্ত্র | ফয়জুল ওয়ারা | ২,২৩৪ | ২.৬ | |||
জাকের পার্টি | আমিনুর রহমান | ১,৯৫১ | ২.৩ | |||
জাতীয় ঐক্যফ্রন্ট | আলী আকবর | ১,৮০৯ | ২.১ | |||
কমিউনিস্ট পার্টি | দাউদুল ইসলাম | ১,২২৭ | ১.৫ | |||
জাতীয় পার্টি | ওয়াদুর রহমান খান | ৭০৩ | ০.৮ | |||
স্বতন্ত্র | মীর এ শাহজাহান | ১০৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৯০৯ | ১৭.৬ | ||||
ভোটার উপস্থিতি | ৮৪,৫৮২ | ৫০.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "টাঙ্গাইল-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Tangail-6"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে টাঙ্গাইল-৬