১১ জানুয়ারি

তারিখ
(জানুয়ারি ১১ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

১১ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১তম দিন। বছর শেষ হতে আরো ৩৫৪ (অধিবর্ষে ৩৫৫) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১১৫৮ - দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।
  • ১৬১৩ - মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
  • ১৬৯৩ - ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।
  • ১৭৫৯ - যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে।
  • ১৭৭৯ - চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৭৮২ - সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
  • ১৮৪৬ - নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
  • ১৮৬৬ - অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।
  • ১৮৭৯ - এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।
  • ১৯০৮ - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।
  • ১৯২২ - মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
  • ১৯২৬ - জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।
  • ১৯২৮ - সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।
  • ১৯৩৮ - চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।
  • ১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
  • ১৯৭২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
  • ১৯৭৬ - ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।
  • ১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।
  • ১৯৯২ - আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।
  • ২০০২ - কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।
  • ২০০২ -বাংলাদেশের কূটনীতিক কিউ এ এম এ রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

আন্তর্জাতিক ফিত আস্টা বৈদালি দিবস

বহিঃসংযোগ

সম্পাদনা