চুয়াডাঙ্গা-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
চুয়াডাঙ্গা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭৯নং আসন।
চুয়াডাঙ্গা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চুয়াডাঙ্গা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাচুয়াডাঙ্গা-১ আসনটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সোলায়মান হক জোয়ার্দ্দার | ১,৪৫,১৩৪ | ৮৭.৮ | +৩১.৩ | |
জাসদ (রব) | মোঃ সোবেদ আলী | ২০,১০৮ | ১২.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,২৫,০২৬ | ৭৫.৭ | +৬১.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৫,২৪২ | ৪১.৬ | −৫০.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সোলায়মান হক জোয়ার্দ্দার | ১,৮৪,৭৯৩ | ৫৬.৫ | +১৫.১ | ||
বিএনপি | ওহিদুল ইসলাম বিশ্বাস | ১,৩৬,৮৮৯ | ৪১.৮ | -১৩.৭ | ||
ইসলামী আন্দোলন | আসাদ-উজ্জামান সরদার | ৫,০২৭ | ১.৫ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | ইদ্রিস চৌধুরী | ৫৭৯ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৭,৯০৪ | ১৪.৬ | +০.৫ | |||
ভোটার উপস্থিতি | ৩,২৭,২৮৮ | ৯২.১ | +৫.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শহীদুল ইসলাম বিশ্বাস | ১,৫১,৭৬৩ | ৫৫.৫ | +১৩.৯ | |
আওয়ামী লীগ | সোলায়মান হক জোয়ার্দ্দার | ১,১৩,৩৩৩ | ৪১.৪ | +৫.৫ | |
স্বতন্ত্র | মীর শামসুজ্জোহা | ৬,৩৮১ | ২.৩ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সোহরাব হোসেন | ১,৪৮৭ | ০.৫ | প্র/না | |
গণতান্ত্রিক পার্টি | মোঃ খন্দকার মোতাহারুল ইসলাম | ৩৪৩ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ আবুল হোসেন নান্টু | ১৮৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৮,৪৩০ | ১৪.১ | +৮.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,৭৩,৪৯২ | ৮৭.০ | +২.৪ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শামসুজ্জামান দুদু | ৮৯,৭৮৬ | ৪১.৬ | +৬.৯ | |
আওয়ামী লীগ | সোলায়মান হক জোয়ার্দ্দার | ৭৭,৪৮৯ | ৩৫.৯ | +২.৪ | |
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুল খালেক | ৩৫,৩৬৫ | ১৬.৪ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ সাইফুল ইসলাম পিন্টু | ৫,২১২ | ২.৪ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ তৌহিদুল হোসেন | ৩,৪০৩ | ১.৬ | +১.২ | |
ইসলামী ঐক্য জোট | মৌলানা ইউনুস আলী | ৩,০৩৪ | ১.৪ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | মোঃ মোখলেসুর রহমান | ৬১৫ | ০.৩ | -০.৪ | |
স্বতন্ত্র | এম. সানোয়ার হোসেন | ২৯৮ | ০.১ | প্র/না | |
বিকেএ | নুরুল রহমান | ২৫৩ | ০.১ | প্র/না | |
ফ্রিডম পার্টি | মোহাম্মদ বজলুল হুদা | ১২৯ | ০.১ | -২৭.৮ | |
স্বতন্ত্র | মোঃ নজরুল ইসলাম | ১০০ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১২,২৯৭ | ৫.৭ | +৪.৫ | ||
ভোটার উপস্থিতি | ২,১৫,৬৮৪ | ৮৪.৬ | +১৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মিয়া মোহাম্মদ মনসুর আলী | ৫৫,৩৮৭ | ৩৪.৭ | |||
আওয়ামী লীগ | সোলায়মান হক জোয়ার্দ্দার | ৫৩,৫৩৫ | ৩৩.৫ | |||
ফ্রিডম পার্টি | মোহাম্মদ বজলুল হুদা | ৪৪,৬৩০ | ২৭.৯ | |||
জাকের পার্টি | এ. বারী | ৪,৪৫৬ | ২.৮ | |||
ওয়ার্কার্স পার্টি | বাবলু রহমান | ১,১৪৫ | ০.৭ | |||
জাসদ (রব) | মোহাম্মদ শাহজাহান | ৫৯৫ | ০.৪ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৮৫২ | ১.২ | ||||
ভোটার উপস্থিতি | ১,৫৯,৭৪৮ | ৬৮.৬ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চুয়াডাঙ্গা-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Chuadanga-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে চুয়াডাঙ্গা-১
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |