কুষ্টিয়া-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
কুষ্টিয়া-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭৮নং আসন।
কুষ্টিয়া-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কুষ্টিয়া জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাকুষ্টিয়া-৪ আসনটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা ও খোকশা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবদুর রউফ | ৬২,১৪৯ | ৫০.৪ | -১.৬ | |
স্বতন্ত্র | সদর উদ্দিন খান | ৫৬,৪৭৫ | ৪৫.৮ | প্র/না | |
স্বতন্ত্র | রোকনুজ্জামান রোকন | ৩,৫৫০ | ২.৯ | প্র/না | |
ন্যাপ | আবদুল বারী জোয়ারদার | ১,০৬০ | ০.৯ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৬৭৪ | ৪.৬ | −১.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,২৩,২৩৪ | ৩৯.৪ | −৫১.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সুলতানা তরুন | ১,৩১,৬২০ | ৫২.০ | +২০.৮ | ||
বিএনপি | সৈয়দ মেহেদী আহমেদ রুমি | ১,১৫,৮৪২ | ৪৫.৮ | -৪.৭ | ||
জাতীয় পার্টি | আবদুল আওয়াল মিয়া | ২,৭৩০ | ১.১ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মোঃ মোস্তাফিজুর রহমান | ২,৫১৩ | ১.০ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ নাজমুল আশরাফ | ৪০৯ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৭৭৮ | ৬.২ | −১৩.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৫৩,১১৪ | ৯১.১ | +৭.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | সৈয়দ মেহেদী আহমেদ রুমি | ১,১০,৭৯২ | ৫০.৫ | +১৭.৮ | |
আওয়ামী লীগ | সুলতানা তরুন | ৬৮,৪০৪ | ৩১.২ | -১.৩ | |
স্বতন্ত্র | আব্দুর রউফ | ৩৬,২৪৮ | ১৬.৫ | প্র/না | |
জাসদ | নূর আলম জিকু | ৩,১৩২ | ১.৪ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | জি এম এম শহীদুল আলম | ২৫১ | ০.১ | -০.২ | |
স্বতন্ত্র | সুধীর কুমার দাস | ২৪৮ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | মোঃ সোলায়মান হোসেন | ১৭৩ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,৩৮৮ | ১৯.৩ | +১৯.১ | ||
ভোটার উপস্থিতি | ২,১৯,২৪৮ | ৮৩.৯ | −০.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সৈয়দ মেহেদী আহমেদ রুমি | ৫৫,৮৭১ | ৩২.৭ | +১৫.২ | ||
আওয়ামী লীগ | আবুল হোসেন তরুন | ৫৫,৫১০ | ৩২.৫ | +৪.১ | ||
জামায়াতে ইসলামী | ফরহাদ হোসেন | ২৬,৩৪০ | ১৫.৪ | -৮.৪ | ||
জাসদ (রব) | নূর আলম জিকু | ১৯,৭৬৫ | ১১.৬ | -১৬.৭ | ||
জাতীয় পার্টি | সৈয়দ আমজাদ আলী | ১০,৯৯৭ | ৬.৪ | +৬.১ | ||
ইসলামী ঐক্য জোট | আহমেদ আলী | ১,৪৩৩ | ০.৮ | +০.৩ | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ আবুল কাশেম | ৫৫১ | ০.৩ | প্র/না | ||
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | মোঃ শাহাদাত আলী শেখ | ২১৬ | ০.১ | প্র/না | ||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | শেখ জাহাঙ্গীর আলম | ১৬৯ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬১ | ০.২ | +০.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৭০,৮৫২ | ৮৪.৪ | +১৫.৫ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবদুল আওয়াল মিয়া | ৪২,৮৫৫ | ২৮.৪ | |||
জাসদ (রব) | নূর আলম জিকু | ৪২,৬২৭ | ২৮.৩ | |||
জামায়াতে ইসলামী | ফরহাদ হোসেন | ৩৫,৮৩৭ | ২৩.৮ | |||
বিএনপি | সৈয়দ মেহেদী আহমেদ রুমি | ২৬,৪০৮ | ১৭.৫ | |||
জাকের পার্টি | আলহাজ্ব মোঃ ফয়েজ উদ্দিন | ১,২৯৯ | ০.৯ | |||
ইসলামী ঐক্য জোট | মোঃ কায়েম উদ্দিন | ৭২৭ | ০.৫ | |||
জাতীয় পার্টি | মোঃ শহীদুল ইসলাম | ৫২৫ | ০.৩ | |||
ফ্রিডম পার্টি | মোস্তফা সামসুদ্দীন | ১৮৫ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আমিরুল ইসলাম | ১৪১ | ০.১ | |||
বাকশাল | এ মান্নান খান | ৮৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২২৮ | ০.২ | ||||
ভোটার উপস্থিতি | ১,৫০,৬৮৮ | ৬৮.৯ | ||||
জাসদ (রব) থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুষ্টিয়া-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Kushtia-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Kushtia-4"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে কুষ্টিয়া-৪