চাঁদপাড়া রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

চাঁদপাড়া রেলওয়ে স্টেশনটি চাঁদপাড়ায় অবস্থিত। এটি শিয়ালদহ-বনগাঁ লাইন-এর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি চালু হয় ব্রিটিশ ভারতে ১৯০৬ সালের মধ্যে। বর্তমানে এটি চাঁদপাড়া ও চাঁদপাড়ার পার্শ্ববর্তী এলাকার সেবা প্রদান করে থাকে। একটি দ্বীপ প্ল্যাটফর্ম ও একটি পার্শ্ব প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশনটিতে মোট ৩ টি প্ল্যাটফর্ম রয়েছে। এই রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন ৩১ জোড়া ট্রেন চলাচল করে (২০১৫)। স্টেশনটি চাঁদপাড়া বাজার থেকে ১.৩ কিলোমিটার দূরে অবস্থিত।

চাঁদপাড়া রেলওয়ে স্টেশন
কলকাতা শহরতলি রেল স্টেশন
চাঁদপাড়া রেলওয়ে স্টেশনের ১ ও ২ নং প্ল্যাটফর্ম
অন্যান্য নামচাঁদপাড়া স্টেশন
অবস্থানস্টেশন রোড, চাঁদপাড়া, উত্তর ২৪ পরগনা
চাঁদপাড়া,পশ্চিমবঙ্গ,ভারত
 ভারত
স্থানাঙ্ক২২°৪৩′ উত্তর ৮৮°৩৫′ পূর্ব / ২২.৭২° উত্তর ৮৮.৫৯° পূর্ব / 22.72; 88.59
উচ্চতা১১ মিটার (৩৬ ফু)
পরিচালিতপূর্ব রেল
লাইনশিয়ালদহ-বনগাঁ লাইন
প্ল্যাটফর্ম৩ টি
রেলপথ৩ টি
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডসি ডি পি
ভাড়ার স্থানপূর্ব রেল
ইতিহাস
চালু১৯০৬
বৈদ্যুতীকরণ১৯৭২ (২৫ কেভি ভোল্ট)
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
পূর্ব রেল
শিয়ালদাহ-বনগাঁ লাইন
অবস্থান
চাঁদপাড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
চাঁদপাড়া
চাঁদপাড়া
পশ্চিমবঙ্গে অবস্থান
চাঁদপাড়া ভারত-এ অবস্থিত
চাঁদপাড়া
চাঁদপাড়া
পশ্চিমবঙ্গে অবস্থান

অবস্থান

সম্পাদনা

বিভূতিভূষণ হল্ট রেলওয়ে স্টেশন উত্তর চব্বিশ পরগণা জেলার চাঁদপাড়ায় অবস্থিত। এই স্টেশন থেকে পরবর্তী স্টেশন হল - বিভূতিভূষণ হল্ট রেলওয়ে স্টেশন এবং পূর্ববর্তী স্টেশন হল ঠাকুরনগর রেলওয়ে স্টেশন

ইতিহাস

সম্পাদনা

১৮৮২-৮৪ সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে খুলনা পর্যন্ত একটি রেলপথ নির্মাণ করে। বর্তমান সময়ে বাংলাদেশে রয়েছে এই লাইনের কিছু অংশ। এই রেলপথের ভারতীয় অংশের শিয়ালদহ এবং বনগাঁ স্টেশনের মধ্যে যাত্রী রেল পরিষেবা চালু রয়েছে। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত পূর্ববাংলা রেলওয়ে প্রধান লাইনটি ১৮৬২ সালে খোলা হয় এবং দুই মাসের মধ্যে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় প্রসারিত হয়।[][][] এর পর শিয়ালদহ বনগাঁ রেলপথকে শিয়ালদহ রানাঘাট রেলপথের সঙ্গে সংযোগ ঘটাতে ১৮৮২-৮৪ সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি রাণাঘাট বনগাঁ রেলপথ নির্মাণ করে।[]

চাঁদপাড়া রেলওয়ে স্টেশনটি কলকাতা জেলাউত্তর চব্বিশ পরগণা জেলার মধ্যে বিস্তৃত শিয়ালদহ বনগাঁ রেলপথের উপরে অবস্থিত। এই রেলপথটি শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ৪ টি, দমদম থেকে বনগাঁ পর্যন্ত ২ টি রেললাইন বা রেল ট্র্যাক দ্বার গঠিত।

পরিকাঠাম

সম্পাদনা

স্টেশনটির পরিকাঠাম ভূমিগত। এই স্টেশনে ৩ টি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে ১ নং প্ল্যাটফর্মটি পার্শ্ব প্ল্যাটফর্ম এবং ২ নং ও ৩ নং প্ল্যাটফর্মটি দ্বীপ প্ল্যাটফর্ম। ১ নং প্ল্যাটফর্মের সাথে ২ নং ও ৩ নং প্ল্যাটফর্ম একটি ফুটব্রিজ দ্বারা সংযুক্ত রয়েছে। চাঁদপাড়া রেলওয়ে স্টেশনে ৩ টি রেললাইন বা রেলট্র্যাক রয়েছে। স্টেশনে স্টেশন পরিচালনার জন্য ভবন ও স্টেশন মাষ্টারে ভবন ১ নং প্ল্যাটফর্মের সঙ্গেই অবস্থিত। যাত্রীদের রেল ভ্রমণের জন্য টিকিট স্টেশনের টিকিট ঘর থেকে প্রদান করা হয়। স্টেশনে যাত্রী সুবিধার জন্য বসার আসন, প্ল্যাটফর্ম ছাউনি, পানীয় জল এর ব্যবস্থা রয়েছে। স্টেশনে গাড়ি রাখার ব্যবস্থা নেই।

চাঁদপাড়া রেলওয়ে স্টেশন ব্যাগ বা যাত্রীদের দ্বারা বহন করা জিনিসপত্রের পরীক্ষায় ব্যবস্থা নেই।

বৈদ্যুতীকরণ

সম্পাদনা

চাঁদপাড়া রেলওয়ে স্টেশনের রেলপথে বৈদ্যুতীক ট্রেন চলাচল করে।

যোগাযোগ

সম্পাদনা

স্টেশনটি চাঁদপাড়া বাজার ও যশোর রোড থেকে ১.৩ কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশন থেকে বিভিন্ন রুটে অট চলাচল করে।

স্টেশন

সম্পাদনা

স্টেশন বিন্যাস

সম্পাদনা
জি রাস্তার স্তর প্রস্থান/প্রবেশ এবং টিকিট কাউন্টার
পি১ এফওবি, পার্শ্ব প্ল্যাটফর্ম, নং-১ দরজা বাম/ডান দিকে খুলবে
ট্র্যাক ১ দিকে →বনগাঁ→ →
ট্র্যাক ২ দিকে ←শিয়ালদাহ← ←
এফওবি, দ্বীপ প্ল্যাটফর্ম, নং-২, দরজা বাম/ডান দিকে খুলবে
দ্বীপ প্ল্যাটফর্ম, নং-৩, দরজা বাম/ডান দিকে খুলবে
ট্র্যাক ৩

বিন্যাস

সম্পাদনা
চাঁদপাড়া স্টেশনে ট্র্যাক বিন্যাস
 
 
 
 
বনগাঁর দিকে
 
 
 
 
 
 
থেকে শিয়ালদহের দিকে
 
স্টেশনে তিনটি ট্র্যাক এবং একটি পার্শ্ব প্ল্যাটফর্ম ও দুটি দ্বীপ প্ল্যাটফর্ম রয়েছে

পরিষেবা

সম্পাদনা
  • বনগাঁ-শিয়ালদহ লোকাল: সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ২৫ টি শিয়ালদহগামী বনগাঁ-শিয়ালদহ লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। প্রতিটি ট্রেন স্টেশনে দাঁড়ায়। রবিবার ২৩ টি শিয়ালদহগামী বনগাঁ-শিয়ালদহ লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে।[]
  • শিয়ালদহ-বনগাঁ লোকাল: সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ২৫ টি বনগাঁগামী বনগাঁ-শিয়ালদহ লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। প্রতিটি ট্রেন স্টেশনে দাঁড়ায়। রবিবার ২৩ টি শিয়ালদহগামী বনগাঁ-শিয়ালদহ লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে।[]
  • বনগাঁ-মাঝেরহাট লোকাল: প্রতিদিন ৩ টি শিয়ালদহগামী বনগাঁ-মাঝেরহাট লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। প্রতিটি ট্রেন স্টেশনে দাঁড়ায়।[]
  • মাঝেরহাট-বনগাঁ লোকাল: প্রতিদিন ৩ টি বনগাঁগামী মাঝেরহাট-বনগাঁ লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। প্রতিটি ট্রেন স্টেশনে দাঁড়ায়। []
  • বনগাঁ-ক্যানিং লোকাল: প্রতিদিন ১ টি শিয়ালদহগামী বনগাঁ-ক্যানিং লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। []
  • ক্যানিং-বনগাঁ লোকাল: প্রতিদিন ১ টি বনগাঁগামী ক্যানিং-বনগাঁ লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। []
  • মাতৃভূমি লোকাল (বনগাঁ-শিয়ালদহ লেডিস স্পেশাল): সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন প্রতিদিন ১ টি শিয়ালদহগামী মাতৃভূমি লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। []
  • মাতৃভূমি লোকাল (শিয়ালদহ-বনগাঁ লেডিস স্পেশাল): সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন প্রতিদিন ১ টি বনগাঁগামী মাতৃভূমি লোকাল চাঁদপাড়া স্টেশন হয়ে চলাচল করে। []

চাঁদপাড়া স্টেশন এর চিত্র

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্টেশনের দিবিতে ১৮ ই থেকে লাগাতার রেল অবরদের ডাক বিভূতিভূষণ হল্টে"গনশক্তি। সংগ্রহের তারিখ ২২-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "The Chronology of Railway development in Eastern Indian"। railindia। ২০১২-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০২-১০ 
  3. J.H.E.Garrett। "Nadia, Bengal District Gazetteers (1910)"IRFCA। সংগ্রহের তারিখ ২০১২-০২-১০ 
  4. "Train Name"