কুণ্ডা ইউনিয়ন
কুণ্ডা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
কুণ্ডা | |
---|---|
ইউনিয়ন | |
৩নং কুণ্ডা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কুণ্ডা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৮′৫৫.৩″ উত্তর ৯১°৮′৫১.৪″ পূর্ব / ২৪.১৪৮৬৯৪° উত্তর ৯১.১৪৭৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | ওয়াছ আলী |
আয়তন | |
• মোট | ২৯.২৯ বর্গকিমি (১১.৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৫,৭৭৫ |
• জনঘনত্ব | ৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনাএকসময় এ এলাকায় হিন্দুদের বসবাস ও আধিপত্য বিস্তার ছিল। পাক-ভারত বিভক্তি এবং বাংলাদেশের স্বাধীনতার পরে হিন্দু সম্প্রদায়ের কিছু অংশ ভারতে চলে যান। তৎকালিন সময়ের হিন্দুদের বিশেষ একটি খাবারের নাম 'কুণ্ডা'কে কেন্দ্র করে এই ইউনিয়নের নামকরণ করা হয় বলে অনেকের ধারণা। লোক মুখে আরও শোনা যায়, কোড়া নামক পাখিরা এই এলাকায় বাস করত। কোড়া নাম থেকে কুণ্ডা নামের উৎপত্তি হয়।[১]
আয়তন ও অবস্থান
সম্পাদনাকুণ্ডা ইউনিয়নের আয়তন ৭,২৩৭ একর (২৯.২৯ বর্গ কিলোমিটার)।[২] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এ ইউনিয়নের পূর্বে গোকর্ণ ইউনিয়ন ও নাসিরনগর ইউনিয়ন, উত্তরে গোয়ালনগর ইউনিয়ন, পশ্চিমে ভলাকুট ইউনিয়ন ও সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন এবং দক্ষিণে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকুণ্ডা ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১০টি।[৩]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুণ্ডা ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ১২,৩৭৫ জন এবং মহিলা ১৩,৪০০ জন। মোট পরিবার ৪,৯৪৬টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮৮০ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[৩]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ২৯ | আন্দ্রাবহ | আন্দ্রাবহ | ২৩৫ | ১,০৬৭ |
০২ | ১২৯ | বড়িয়াচং | বড়িয়াচং | ১২৮ | ৬৬৫ |
০৩ | ১৭৯ | বেরুইন | বেরুইন | ২৩১ | ১,২২১ |
০৪ | ২২৮ | বিটই | বিটই | ৩১৯ | ১,৫৫০ |
০৫ | ৫৭৭ | কাহেতুরা | কাহেতুরা | ৮৩৩ | ৪,২৮১ |
০৬ | ৬৭৬ | কুণ্ডা | কুণ্ডা | ১,৬৮৪ | ৮,৮১৬ |
০৭ | ৭২৬ | মহিষবেড় | মহিষবেড় | ৮৯৯ | ৪,৯৩০ |
০৮ | ৭৩৬ | মছলন্দপুর | মছলন্দপুর | ৩৫৭ | ১,৯২২ |
০৯ | ৮৪৫ | রানিয়াচং | রানিয়াচং | ৬৩ | ২৯৬ |
১০ | ৯৪৫ | তুল্লাপাড়া | তুল্লাপাড়া | ১৯৭ | ১,০২৭ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুণ্ডা ইউনিয়নের সাক্ষরতার হার ২৮.৩%।[২] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- কুণ্ডা উচ্চ বিদ্যালয়[৫]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুণ্ডা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক। যে কোন যানবাহনে যোগাযোগ করা যায়।[৬]
খাল ও নদী
সম্পাদনাকুণ্ডা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলভদ্রা নদী এবং কাস্তি নদী। এছাড়া রয়েছে চামারী খাল, কাটুইনা খাল এবং যুগীর খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাকুণ্ডা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কুণ্ডা চকবাজার। এছাড়া রয়েছে তুল্লাপাড়া মোড় বাজার এবং নয়া বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: নাসির উদ্দিন ভূঁইয়া
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুণ্ডা ইউনিয়নের ইতিহাস"। kundaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "এক নজরে কুণ্ডা ইউনিয়ন"। kundaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Kunda High School কুণ্ডা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, R220 Sarail - Nasirnagar - Lakhai - Habiganj Rd, 3440, Bangladesh +880 1829-693899 https://g.co/kgs/4rPXG5
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - কুণ্ডা ইউনিয়ন"। kundaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "খাল ও নদী - কুণ্ডা ইউনিয়ন"। kundaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "হাট-বাজারের তালিকা - কুণ্ডা ইউনিয়ন"। kundaup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য নবায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "নাসিরনগর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ সিরাতে হযরত শায়খুল বাঙ্গাল (রাহ্)। কাজি এ বি সিদ্দিক হাজারী। ২১ ফেব্রুয়ারি ২০১২।