কাবুলিওয়ালা
কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প। এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়।[১] গল্পে আফগান থেকে আসা এক ফল বিক্রেতার সাথে বাঙালি এক লেখকের ছোটো বাঙালি মেয়ের পরিচয় হয় এবং সে তাকে আফগানে ফেলে আসা মেয়ের মত ভালোবাসে।[২]
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|---|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | ছোটগল্প |
পটভূমি | কলকাতা |
প্রকাশনার তারিখ | ১৮৯২ |
মূল পাঠ্য | উইকিসংকলনে [[s:কাবুলিওয়ালা|]] |
গল্প সংক্ষেপ
সম্পাদনারহমত শেখ একজন আফগানের কাবুল থেকে বাংলায় আগত ফল বিক্রেতা। ফল বিক্রি করতে সে কলকাতায় আসে। সেখানে বাঙালি এক লেখকের ছোটো বাঙালি মেয়ে মিনির সঙ্গে তার ভাব জমে। মিনিকে দেখে কাবুলে ফেলে আসা তার নিজের মেয়ের কথা মনে পড়ে। রহমত একটি বোর্ডিং হাউসে নিজের দেশের লোকেদের সঙ্গে থাকতে শুরু করে এবং তার ব্যবসা চালিয়ে যায়।
একদিন রহমত আফগান থেকে আসা চিঠিতে তার মেয়ের অসুস্থতার খবর পেয়ে সে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার টাকার অভাব থাকায় এবং ব্যবসা বাড়ানোর জন্য সে ধারে জিনিস বিক্রি করত। একদিন এক ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে গেলে সে তাকে অপমান করে। এতে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। রহমতকে সে অপমান করতে থাকলে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে।
আদালতে রহমতের উকিল তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু রহমত সব কিছু স্বীকার করে নেয়। বিচারক রহমতের সততায় সন্তুষ্ট হয়ে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাগার থেকে ছাড়া পাওয়ার দিন রহমত মিনির সঙ্গে দেখা করতে যায়। সে দেখে মিনি বড়ো হয়েছে। এখন সে চোদ্দো বছরের মেয়ে। শীঘ্রই তার বিয়ে। মিনি তাকে চিনতে পারে না। রহমত বুঝতে পারে, তার মেয়েও নিশ্চয়ই তাকে ভুলে গিয়েছে। মিনির বাবা মিনির বিয়ের খরচের টাকা থেকে রহমতকে দেশে ফিরে যাওয়ার টাকা দেন আর রহমতের মেয়ের জন্য একটি উপহার পাঠান।
চলচ্চিত্র নির্মাণ
সম্পাদনা- কাবুলিওয়ালা (১৯৫৭-এর চলচ্চিত্র) - তপন সিংহ পরিচালিত ১৯৫৭ সালের ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ছবি বিশ্বাস, ঐন্দ্রিলা ঠাকুর, রাধামোহন ভট্টাচার্য।
- কাবুলিওয়ালা (১৯৬১-এর চলচ্চিত্র) - বিমল রায় পরিচালিত ১৯৬১ সালেরভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন বলরাজ সাহানি, উষা কিরণ, সজ্জন, সোনু ও বেবি ফরিদা।[৩]
- কাবুলিওয়ালা (২০০৬-এর চলচ্চিত্র) - কাজী হায়াৎ পরিচালিত ২০০৬ সালেরবাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, প্রার্থনা ফারদিন দিঘী, সুব্রত বড়ুয়া ও দোয়েল।[৪]
- কাবুলিওয়ালা (২০২৩-এর চলচ্চিত্র) সুমন ঘোষ পরিচালিত ২০২৩ সালের ভারতীয় বাংলার চলচ্চিত্র। কাবুলিওয়ালা চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কলকাতার 'কাবুলিওয়ালা' আফগানরা"। বিবিসি নিউজ। ২৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।
- ↑ উদ্দিন, মোহাম্মদ জসিম (৯ মে ২০১৪)। "রবীন্দ্রনাথের 'কাবুলীওয়ালা'"। দৈনিক সংগ্রাম। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।
- ↑ Raheja, Dinesh (৩০ মে ২০০২)। "Of Kabuliwala and Unconditional Love"। রেডিফ। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।
- ↑ "KABULIWALA"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Ananda, A. B. P. (২০২৩-০৮-০১)। "বড়দিনে বড়পর্দায় ফিরবে ছেলেবেলার স্মৃতি, রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা' হয়ে আসছেন মিঠুন চক্রবর্তী"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪।