গড়দুয়ারা ইউনিয়ন

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার একটি ইউনিয়ন

গড়দুয়ারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

গড়দুয়ারা
ইউনিয়ন
৯নং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ
গড়দুয়ারা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গড়দুয়ারা
গড়দুয়ারা
গড়দুয়ারা বাংলাদেশ-এ অবস্থিত
গড়দুয়ারা
গড়দুয়ারা
বাংলাদেশে গড়দুয়ারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′১৪″ উত্তর ৯১°৫৩′২″ পূর্ব / ২২.৪৮৭২২° উত্তর ৯১.৮৮৩৮৯° পূর্ব / 22.48722; 91.88389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ সরওয়ার মোরশেদ তালুকদার
আয়তন
 • মোট৫.১৯ বর্গকিমি (২.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,২৮৭
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গড়দুয়ারা ইউনিয়নের আয়তন ১,২৮২ একর (৫.১৯ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গড়দুয়ারা ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,২৮৭ জন। এর মধ্যে পুরুষ ৪,৮৬৯ জন এবং মহিলা ৫,৪১৮ জন। মোট পরিবার ২,০২৬টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

হাটহাজারী উপজেলার পূর্বাংশে গড়দুয়ারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে উত্তর মাদার্শা ইউনিয়ন, পশ্চিমে মেখল ইউনিয়ন, উত্তরে হালদা নদীরাউজান পৌরসভা এবং পূর্বে হালদা নদীরাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নপূর্ব গুজরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

গড়দুয়ারা ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। তৎকালীন মাদার্শা ইউনিয়নের গড়দুয়ারা মৌজা নিয়ে এ ইউনিয়ন গঠিত।[]

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পূর্ব গড়দুয়ারা
  • গড়দুয়ারা
  • পশ্চিম গড়দুয়ারা

ইতিহাস

সম্পাদনা

১৯৭১ সালে স্বাধীনতা পূর্ব গড়দুয়ারা হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা ইউনিয়নের একটি গ্রামকে নিয়ে 'এ' ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে তৎকালের সরকার প্রধান মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর বৃহত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিয়নে ভাগ করার সিদ্ধান্ত জারি করেন।[]

নামকরণ

সম্পাদনা

ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ সরকার মাদার্শা ইউনিয়স্থ গড়দুয়ারা গ্রামটি নামকরণ করার তথ্য উদঘাটনে তৎকালীন সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন মত পোষন করলেও বেশির ভাগ ব্যক্তিবর্গ তৎকালীন ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণে রাখতে হাটহাজারী থানা পার্বত্য এলাকার একমাত্র প্রবেশদ্বার হওয়ায় অত্যন্ত গুরত্বসহকারে প্রাধান্য দেয় এবং কয়েক হাজার সেনা সদস্যের সমন্বয়ে হাটহাজারী নামকরণ করে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রতিরোধ কেল্লা গড়ে তুলেন, সে হিসেবে গড়দুয়ারাকে নিরাপত্তা কেল্লা হিসেবে ব্রিটিশ সরকার অগ্রাধিকার দেয় । নিরাপত্তা কেল্লা শব্দটির অর্থটি পরবর্তীতে গড়দুয়ারা শব্দে রূপান্তরিত হয়। যার গড় শব্দের অর্থ কেল্লা এবং দুয়ারা শব্দের অর্থ নিরাপদে ঘেরা। এ দুই শব্দের সমন্বয়ে 'গড়দুয়ারা' নামটির উৎপত্তি হয় বলে জানা যায়।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গড়দুয়ারা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৯%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা
  • গড়দুয়ারা দারুল উলুম মহিউল ইসলাম মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গড়দুয়ারা কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গড়দুয়ারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গড়দুয়ারা মহতের বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গড়দুয়ারা ও পূর্ব মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গড়দুয়ারা সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন[]
  • ড. শহীদুল্লাহ কিন্ডারগার্টেন
  • পল্লী কিন্ডারগার্টেন

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

গড়দুয়ারা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল হাটহাজারী-গড়দুয়ারা আজিদিয়া -মজিদিয়া সড়ক, ফতেয়াবাদ-গড়দুয়ারা সড়ক এবং মাদার্শা-গড়দুয়ারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

গড়দুয়ারা ইউনিয়নের উত্তর ও পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে পুরআউলি খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

গড়দুয়ারা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার:



১. নয়াহাট ( ইসলামীয়াহাট)

২.কামদর আলী চৌধুরী হাট এবং

৩.লোহার পুল বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

গড়দুয়ারা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • হালদা নদী
  • চেংখালী স্লুইস গেইট
  • পুরালী স্লুইস গেইট
  • হালদা বেড়িবাঁধ

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সরওয়ার মোরশেদ তালুকদার[]
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদকাল
০১ ফজলুল হক চৌধুরী ১৯৭৪-১৯৮৪
০২ নুরুল আবছার চৌধুরী ১৯৮৪-১৯৯১
০৩ সিরাজুল হক (ভারপ্রাপ্ত) ১৯৯১-১৯৯২
০৪ রুহুল আমিন (ভারপ্রাপ্ত) ১৯৯২
০৫ মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ১৯৯২-১৯৯৮
০৬ জসিম উদ্দীন চৌধুরী ১৯৯৮-২০০৩
০৭ এডভোকেট সৈয়দ ফোরকান আহমদ ২০০৩-২০১৬
০৮ মোহাম্মদ সরওয়ার মোরশেদ তালুকদার ২০১৬-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে ৯নং গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  3. "ইউনিয়নের ইতিহাস - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd 
  5. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd 
  6. "খাল ও নদী - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  9. "- গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd 
  10. "৯নং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দের নাম - গড়দুয়ারা ইউনিয়ন - গড়দুয়ারা ইউনিয়ন"garduaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা