কোতোয়ালী থানা, যশোর
কোতোয়ালী মডেল থানা যশোর জেলার সদর উপজেলার একটি থানা[১]।
কোতোয়ালী মডেল থানা | |
---|---|
থানা | |
বাংলাদেশে কোতোয়ালী থানা, যশোরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০৬′১১″ উত্তর ৮৯°০৭′২৩″ পূর্ব / ২৩.১০৩° উত্তর ৮৯.১২৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | যশোর সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | 1781 |
আয়তন | |
• মোট | ৪৬০.৪০ বর্গকিমি (১৭৭.৭৬ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | 7400 |
ওয়েবসাইট | প্রতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রতিষ্ঠাকাল ও ইতিহাস
সম্পাদনা1781 সালে ইংরেজ সরকার যশোর জেলা প্রতিষ্ঠার পর আইন ব্যবস্থার প্রয়োগ নিশ্চিত করার জন্য কোতোয়ালী থানা প্রতিষ্ঠা করে[২] ।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাযশোর সদর উপজেলায় সমস্ত পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড ও ইউনিয়ন কোতোয়ালী থানা, যশোর এর অন্তর্ভুক্ত। এগুলি হল-
পৌরসভাসম্পাদনা
সম্পাদনাইউনিয়নসম্পাদনা
সম্পাদনা- হৈবতপুর ইউনিয়ন
- লেবুতলা ইউনিয়ন
- ইছালী ইউনিয়ন
- আরবপুর ইউনিয়ন
- উপশহর ইউনিয়ন
- কচুয়া ইউনিয়ন
- কাশিমপুর ইউনিয়ন
- চুড়ামনকাটি ইউনিয়ন
- চাঁচড়া ইউনিয়ন
- নরেন্দ্রপুর ইউনিয়ন
- নওয়াপাড়া ইউনিয়ন
- ফতেপুর ইউনিয়ন
- বসুন্দিয়া ইউনিয়ন
- রামনগর ইউনিয়ন
- দেয়ারা ইউনিয়ন
ক্যান্টমেন্ট বোর্ডসম্পাদনা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যশোর কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২।
- ↑ যশোর জেলার ইতিহাস, একনজরে। "একনজরে যশোর"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]