উপশহর ইউনিয়ন
যশোর জেলার যশোর সদর উপজেলার একটি ইউনিয়ন
উপশহর ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন । এই ইউনিয়নের পশ্চিম উত্তর ও পূর্বদিকে ৪নং নওয়াপাড়া ইউনিয়ন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভৈরব নদ ও অপর পাশে যশোর পৌরসভা।
উপশহর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | যশোর সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ইউনিয়ন পরিষদ
সম্পাদনাউপশহর ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান এর নাম এহসানুর রহমান লিটু ।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাউপশহর ইউনিয়ন এর আয়তন ১৩৬৯ হেক্টর এবং মৌজার সংখ্যা ৩টি।
গ্রাম সমূহের নাম -
সংগঠন
সম্পাদনাক্রীড়া সংগঠনসমূহ -
- আব্দুল্লাহপুর একাদশ ক্লাব
- ওয়াহেদপুর নবরণী ক্লাব
- নতুন উপশহর ক্লাব
সাংস্কৃতিক সংগঠন -
- দামামা শিল্পী গোষ্ঠী।
- সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী।
এছাড়ারাও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়।