নরেন্দ্রপুর ইউনিয়ন
নরেন্দ্রপুর ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
নরেন্দ্রপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে নরেন্দ্রপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৭′৩৮.৬″ উত্তর ৮৯°১৭′২১.৫″ পূর্ব / ২৩.১২৭৩৮৯° উত্তর ৮৯.২৮৯৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | যশোর সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ রাজু আহমেদ ্ আয়তনের_পাদটীকা = |
আয়তন | |
• মোট | ১৪ বর্গকিমি (৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,৩৮৮ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৪০৫ |
অবস্থান ও আয়তন
সম্পাদনানরেন্দ্রপুর ইউনিয়নের আয়তন ১৪ বর্গকিলোমিটার এবং এই ইউনিয়নে গ্রামের ও মৌজার সংখ্যা ১৫টি; ৭,৩৬৪টি পরিবার রয়েছে। ইউনিয়নের মোট জনসংখ্যা মধ্যে পুরুষ ৮৯৭০ জন, মহিলা ৮৪১৮ জন, জনসংখ্যার ঘনত্ব ২৪৬৫ জন।
নদী
সম্পাদনানরেন্দ্রপুর ইউনিয়নের উত্তর পশ্চিম অঞ্চল রূপদিয়া বাজারের পাস দিয়ে ঘোড়াগাছা গ্রাম হয়ে বয়ে গেছে বুড়ি ভৈরব নদী। এই নদীটি নরেন্দ্রপুর ও কচুয়া এ দু'টি ইউনিয়নকে পৃথক করেছে।
শিক্ষা
সম্পাদনানরেন্দ্রপুর ইউনিয়ন এ কলেজের সংখ্যা একটি। মাধ্যমিক বিদ্যালয়ের ও মাদ্রাসা সংখ্যা পাঁচটি। সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আটটি ও রেজি: প্রাথমিক বিদ্যালয় রয়েছে নয়টি নরেন্দ্রপুর ইউনিয়নে।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী তৎকালীন অবিভক্ত বাংলার যশোরের অন্তর্গত এই নরেন্দ্রপুর গ্রামেরই মেয়ে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নরেন্দ্রপুর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |