কুমায়েল ইবনে জিয়াদের মাজার
কুমায়েল ইবনে জিয়াদের মাজার হলো চতুর্থ রাশিদুন খলিফা আলী ইবনে আবি তালিবের সহচর কুমায়েল ইবনে জিয়াদকে উৎসর্গ করা একটি মাজার। অর্থাৎ এখানে কুমায়েল ইবনে জিয়াদকে কবর দেওয়া হয়েছিলো। এটি ইরাকের নাজাফ ও কুফা শহরে আল-হান্নানাহ মসজিদ এর পাশে অবস্থিত।[১][২]
কুমায়েল ইবনে জিয়াদের মাজার | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | শিয়া |
প্রদেশ | নাজাফ প্রদেশ |
অবস্থান | |
অবস্থান | নাজাফ-কুফা মহানগর, ইরাক |
স্থাপত্য | |
ধরন | সমাধিসৌধ |
স্থাপত্য শৈলী | আধুনিক |
সম্পূর্ণ হয় | ১৯৫০ |
গম্বুজসমূহ | ১ |
ইতিহাস
সম্পাদনাআল-হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে কুমায়েল ইবনে জিয়াদ নিহত হওয়ার পর তাকে ওই স্থানে দাফন করা হয় এবং তার কবরের উপরে একটি মাজার নির্মাণ করা হয়। মাজারটি প্রথম ১৯৫০ সালে ইমাম আলী মসজিদের তত্ত্বাবধায়ক শেখ আলী আল-বাগদাদি দ্বারা নির্মিত হয়েছিল, যিনি এ মাজারটি নির্মাণের আদেশ দিয়েছিলেন।[৩] পরবর্তীকালে ১৯৭০-এর দশকে জায়গাটি সম্প্রসারণ করা হয়। ২০০০ সালে হজ্জ আব্দুল হুসাইন আল-সরাফ নামে এক ব্যবসায়ী মাজার পুনরুদ্ধারের জন্য অর্থায়ন করার পরে মাজারের উপরের গম্বুজটি প্রতিস্থাপন করা হয়েছিলো।[৩] এরপর ২০০৭ সালে নাজাফ এর সরকার মাজারটি সম্প্রসারণ ও মেরামতের জন্য কিছু অর্থ দান করেন। ২০০৯ সালে মাজারের প্রাঙ্গণ পুনর্নির্মাণ করা হয়েছিলো এবং নিকাশী ব্যবস্থাও মেরামত করা হয়েছিলো।[৩]
স্থাপত্য
সম্পাদনাবর্তমানে মাজারটি একটি আধুনিক কাঠামো, মূল ভবনটি ১৯৫০ সালের। মাজারের গম্বুজটি কাসানী টাইলস দিয়ে আচ্ছাদিত, যার উপরে বারো ইমাম এর নাম লেখা রয়েছে।[৪] কুমায়েল ইবনে জিয়াদ এর কবরটি গম্বুজের নীচে অবস্থিত এবং কুমায়েল ইবনে জিয়াদ ছাড়াও মাজারটিতে আলী ইবনে আবি তালিবের আরও কয়েকজন সঙ্গীর কবর রয়েছে। মাজারের মেঝে এবং দেয়ালগুলি ইতালীয় অ্যালাবাস্টার দিয়ে আবৃত।[৩]
চিত্রশালা
সম্পাদনা-
কুমায়েল ইবনে জিয়াদের মাজারের প্রবেশদ্বার
-
মাজারে প্রবেশ করার দরজা
-
কুমায়েল ইবনে জিয়াদের কবর, যা জারিহ দিয়ে ঢাকা
-
কবরের কাছাকাছি দৃশ্য
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ স্টাফ রাইটার। "ইরাক"। আল-ইসলাম।
- ↑ হান, জিওফ; ডাব্রোস্কা, ক্যারেন; টাউনসেন্ড-গ্রিভস, টিনা (২০১৫)। ইরাক: প্রাচীন স্থান ও ইরাকি কুর্দিস্তান। ব্র্যাডট ভ্রমণ নির্দেশিকা। আইএসবিএন 978-1841624884।
- ↑ ক খ গ ঘ "কুমায়েল ইবনে জিয়াদের মাজার"। ২০১৭-১২-১৬। ২০১৭-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১।
- ↑ "পবিত্র ঊর্ধ্ব চৌকাঠ - পবিত্র মাজার"। ২০১৭-১২-১৬। ২০১৭-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২১।