সমাধিসৌধ হচ্ছে একটি বহিঃস্ত খোলা-স্থায়ী ভবন বা স্মৃতিস্তম্ভ। এটি সাধারণত মাজার বা গোরস্থান বা মৃত ব্যক্তিদের কবরের উপর বা কবরের উপর নির্মিত। এটিতে খোদাইকৃত সমাধি লিপি থাকতে পারে। এই সব সমাধি মুসলমানসহ খ্রিষ্টান, হিন্দুধর্মের দরগাতেও রয়েছে। বিশ্বের অন্যতম একটি সমাধি আগ্রার তাজমহল

রেকোলেটা সমাধিক্ষেত্রে সমাধি, বুয়েনস আয়ার্স (আর্জেন্টিনা)।
আগ্রা, ভারতে অবস্থিত তাজমহল; পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং আলোকচিত্রে প্রচারিত সমাধি।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা