কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
কুড়িগ্রামের একটি বালক উচ্চ বিদ্যালয়
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম জেলার একটি বালক উচ্চ বিদ্যালয়। ১৮৯৫ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৬৭ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে দুই শিফটে ষষ্ঠ – দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১১৮৯ শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[১]
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
কলেজ পাড়া কুড়িগ্রাম , বাংলাদেশ , ৫৬০০ | |
স্থানাঙ্ক | 25.805451,89.642358 |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি উচ্চ বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৫ |
ইআইআইএন | ১২২২৪৬ |
অধ্যক্ষ | সিদ্দিকুল ইসলাম |
ভর্তি | ১১৮৯ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ৭.৬ একর |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ওয়েবসাইট | http://www.kurigramghs.edu.bd/ |
ইতিহাস
সম্পাদনাস্থাপনের গোড়ার দিকে এটি ইংরেজি মাধ্যমে পরিচালিত ছিল। এরপর বাংলা ভাষায় শিক্ষার প্রসার ও প্রচার বাড়লে এটিতে বাংলা মাধ্যমে শিক্ষার প্রচলন শুরু হয়। প্রতিষ্ঠানটি শিক্ষার বিস্তারে কুড়িগ্রাম জেলার মধ্যমনি । প্রতিবার এসএসসি পরীক্ষায় জেলায় প্রথম হওয়ার গৌরব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এতে দুইটি শিফটে ক্লাস বিদ্যমান রয়েছে। দূরবর্তী অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের জন্য ৩৫ আসনবিশিষ্ট একটি হোস্টেল রয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- সৈয়দ ওয়ালীউল্লাহ (বাঙালি গল্পকার, ঔপন্যাসিক ও নাট্যকার)
- এজাজুল ইসলাম (বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র অভিনেতা)
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পোর্টাল : বিদ্যালয় ও পরিদর্শন শাখা, মাউশি অধিদপ্তর"। www.kurigramghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০১।