রংপুর সরকারি কলেজ
রংপুর সরকারি কলেজ, রংপুর বাংলাদেশের রংপুর শহরের একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি শহরের কেন্দ্রস্থল রাধাবল্লভ এলাকায় অবস্থিত এবং ২৫ জুলাই, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২] বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ৭টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে।[৩] ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ১১,৩৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[৪]
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ২৫ জুলাই ১৯৬৩ |
অধিভুক্তি | রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৬৩-১৯৯২) জাতীয় বিশ্ববিদ্যালয় (১৯৯৩ - বর্তমান) দিনাজপুর শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২৭৪৮৪ |
অধ্যক্ষ | শামিমা আক্তার |
উপাধ্যক্ষ | ফিরোজুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭১ |
শিক্ষার্থী | ১১,৩৭৫ |
স্নাতক | ৮২২০ |
স্নাতকোত্তর | ৪৫৫ |
অন্যান্য শিক্ষার্থী | ২৭০০ |
ঠিকানা | রাধাবল্লভ, রংপুর সদর , , ৫৪০৪ , |
শিক্ষাঙ্গন | শহুরে, ৫.২৬ একর (২.১৩ হেক্টর) |
ভাষা | বাংলা |
সংক্ষিপ্ত নাম | আরজিসি (রসক) |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৬৩ সালের ১ জানুয়ারি রংপুরের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ সরকারি করায় শিক্ষার্থীদের আসন সংখ্যা সীমিত হয়ে যায়। এ সময় এলাকায় আর কোনো কলেজ না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়ে। শিক্ষার্থীদের চাহিদার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং অধ্যাপক এমাজ উদ্দিনের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য) আন্তরিক প্রচেষ্টায় অধ্যাপক ফুলায় হোসেন, ডিসি ও. এম. কর্নি, এডিসি আবদুস সাত্তার, জেলা শিক্ষা কর্মকর্তা তাহমেদুর রহমান (টি রহমান), অ্যাডভোকেট আবুল খান, আমিন হোসেন, আবু সালেক, আবুল হোসেন, মঈন উদ্দিন সরকার এমপি এবং আরও অনেক বিত্তশালী ব্যক্তি অর্থ ও জমি দান করেন। তাছাড়া এলাকার অনেকেই অর্থ ও জমি দান করে এগিয়ে আসেন। এরপর, ১৯৬৩ সালের ২৫ জুলাই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রফেসর এমাজউদ্দিন আহমদকে অধ্যক্ষ ও প্রফেসর ফুলে হোসেনকে উপাধ্যক্ষ করে নৈশ্য কলেজ হিসেবে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে এবং ডে কলেজ হিসেবে রাম বাবুর জমিদার বাড়িতে (কালিধাম) কলেজটির যাত্রা শুরু হয়।[৩]
- ১৯৬৩-
- জুলাই - স্নাতক (পাশ) কোর্স পাঠদানের অনুমতি প্রদান ।
- আগস্ট - উচ্চ মাধ্যমিক কোর্স পাঠদানের অনুমতি প্রদান।
- ১৯৮৪ - জাতীয়করণ [৬]
- ১৯৯৮ - স্নাতক (সম্মান) কোর্স পাঠদানের অনুমতি প্রদান
- ২০১৪ - স্নাতকোত্তর কোর্স পাঠদানের অনুমতি প্রদান
একাডেমিক কার্যক্রম
সম্পাদনাকলেজটির যাত্রা লগ্ন থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। প্রথম দিকে আই.এ. ক্লাশ খোলার অনুমতি দিলেও কলেজটির শিক্ষার মানের উপর ভিত্তি করে ১৯৬৫ সালে বি.এ. ক্লাশ খোলার অনুমতি দেয়। ১৯৬৭ সালে কলেজটিকে নিজস্ব ভবনে স্থানান্তরিত করা হয়। ডে কলেজ হিসেবে চালু থাকা কালিধামের জমিদার বাড়িটি ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতে থাকে। ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি.এস-সি. খোলার অনুমতি দেয়। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি জাতীয়করণ করা হয়। এই কলেজটি সরকারি হয়ে গেলে পূর্বের তুলনায় ছাত্র-ছাত্রী প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ১৯৯৩ সালে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স চালুর অনুমতি দেয়।[৭]
ক্যাম্পাস
সম্পাদনারংপুর সরকারি কলেজের মোট জমির পরিমাণ ৫.২৬ একর, যা রংপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত। কলেজে ৪টি ভবনে মোট ৩৫টি কক্ষ রয়েছে, যার মধ্যে ২৩টি শ্রেণীকক্ষ। কলেজের ২টি হোস্টেল আছে। ছাত্রী হোস্টেলে ১০০ সিট রয়েছে এবং ছাত্র হোস্টেলটি পরিত্যক্ত।[৬]
অনুষদ ও বিভাগ
সম্পাদনাবর্তমানে কলেজটিতে এইচএসসি, ডিগ্রি পাস কোর্স এবং ১২ টি বিষয়ে স্নাতক কোর্স চালু রয়েছে। এ কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাস) এবং বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্র বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে স্নাতক কোর্স চালু আছে।[৮]
উচ্চমাধ্যমিক
সম্পাদনা- বিজ্ঞান
- মানবিক
- বানিজ্য
স্নাতক (পাস) কোর্স
সম্পাদনা- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
স্নাতক অনার্স কোর্স
সম্পাদনা- বিজ্ঞান অনুষদ
- গণিত
- পদার্থবিদ্যা
- রসায়ন
- জীবন ও পৃথিবী বিজ্ঞান অনুষদ
- উদ্ভিদবিদ্যা
- প্রাণীবিদ্যা
- কলা অনুষদ
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- সমাজ বিজ্ঞান অনুষদ
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- বাণিজ্য শিক্ষা অনুষদ
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
স্নাতকোত্তর ফাইনাল কোর্স
সম্পাদনা- বিজ্ঞান অনুষদ
- পদার্থবিদ্যা
- রসায়ন
- কলা অনুষদ
- বাংলা
- ইতিহাস
- সমাজ বিজ্ঞান অনুষদ
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- বাণিজ্য শিক্ষা অনুষদ
- অ্যাকাউন্টিং
শিক্ষার্থী ও আসন
সম্পাদনা২০২৪ সালের তথ্য অনুযায়ী উচ্চ মাধ্যমিকে ২৭০০ জন, স্নাতক (পাশ) কোর্সে ৩৩৪৫ জন, স্নাতক (সম্মান) কোর্সে ৪৮৭৫ জন, স্নাতকোত্তর কোর্সে ৪৫৫ জন মিলে মোট ১১,৩৭৫ শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[৪]
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনা- রংপুর সরকারি কলেজ সাহিত্য-সংস্কৃতি সংসদ (রসক)
- রসক বিতর্ক পরিষদ
- বাঁধন (স্বেচ্ছায় রক্তদান সংগঠন)
- রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)[১০]
ফলাফল ও র্যাংকিং
সম্পাদনা২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৮৯৮০ জন, পাস করেছে ১৭৬৯৫ জন, ফেল করেছে ১২৮৫ জন, এ+ পেয়েছে ৫৯৮৫ জন, শতকরা পাস করেছে ৯৩.২৩%, শতকরা এ+ পেয়েছে ৩১.৫৩ %।[১১]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, রংপুর সরকারি কলেজ জাতীয় পর্যায়ে ৩২তম, দিনাজপুর বোর্ডে ২য় তম, রংপুর বিভাগে ২য় তম এবং রংপুর জেলায় ২য় তম স্থানে রয়েছে।[১১]
২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশটি কলেজের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[১২]
প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- খন্দকার গোলাম মোস্তফা (১৯৪৩-২০২০) দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য।
- আবদুল খালেক চন্টু (১৯৪৬-২০১৭) পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ সদস্য।
- আবুল কাসেম (১৯৫৩-বর্তমান) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিস্তা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য।
চিত্রশালা
সম্পাদনা-
কলেজের প্রবেশপথ
-
বিদেশী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র
-
দ্বিতীয় ও তৃতীয় ভবন
-
শহীদ মিনার ও প্রথম ভবন
-
গণিত বিভাগের ক্লাসরুম
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Home"। Rangpur Government College (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬।
- ↑ "রংপুর সরকারি কলেজ, রংপুর"। ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬।
- ↑ ক খ "National University :: College Details"। www.nubd.info। ২০২৩-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৭।
- ↑ ক খ স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "রংপুর সরকারি কলেজ, রংপুর"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ স্বীকৃতি সংক্রান্ত তথ্য। "রংপুর সরকারি কলেজ, রংপুর"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।
- ↑ ক খ গ "At A Glance"। Rangpur Government College (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬।
- ↑ "রংপুর সরকারি কলেজ । - CampusLive24.com"। ২১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫।
- ↑ এইচএসসি ভর্তি তথ্য। "রংপুর সরকারি কলেজ"। সহপাঠী। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ "রংপুর সরকারি কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন - উত্তর বাংলা ডট কম"। উত্তর বাংলা ডট কম। ৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬।
- ↑ ক খ র্যাংকিং ও পাবলিক রেজাল্ট পরিসংখ্যান। "রংপুর সরকারি কলেজ, রংপুর"। সহপাঠী। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ "র্যাংকিংয়ে সেরা ৭৬ কলেজকে পুরস্কৃত করল জাতীয় বিশ্ববিদ্যালয়"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৬।